প্রশ্ন :মন্টেগু-চেমসফোর্ড সংস্কার-
উত্তর :১৯১৮ সালে প্রণীত মন্টেগু- চেমসফোর্ড রিপোর্ট অনুযায়ী ১৯১৯ সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত ভারত শাসন আইনের সংস্কারই মন্টেগু- চেমসফোর্ড সংস্কার।
প্রশ্ন :খিলাফত আন্দোলন-
উত্তর :১৯১৯ সালের ১৭ অক্টোবর খিলাফত দিবস। ১৯১৯-১৯২২ সাল পর্যন্ত এ অন্দোলন চলে। নেতৃত্ব দেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।
প্রশ্ন :অসহযোগ আন্দোলন-
উত্তর :১৯২০-১৯২২ পর্যন্ত চলে এ আন্দোলন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডকে কেন্দ্র করে এ আন্দোলন সংগঠিত হয়।
প্রশ্ন :বেঙ্গল প্যাক্ট-
উত্তর :১৯২৩ সালে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে বঙ্গীয় কংগ্রেস ও মুসলমানদের মধ্যে সমঝোতা চুক্তি।
প্রশ্ন :সাইমন কমিশন-
উত্তর :১৯২৭ সালে গঠিত হয়। এর সদস্য ছিল ৮ জন।
প্রশ্ন :ভারত শাসন আইন-
উত্তর :মন্টেগু-চেমসফোর্ড সংস্কার, সাইমন কমিশন ও ১৯৩০ সালের গোলটেবিল বৈঠকের আলোকে
১৯৩৫ সালে প্রণীত শাসন আইন।
প্রশ্ন :আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন-
উত্তর :১৯২৯ সালে ভাইসরয় আরউইন কর্তৃক ঘোষিত ডোমিনিয়নের প্রতিবাদে মহাত্মা গান্ধী ১৯৩০ সালে এই আন্দোলন করেন।
প্রশ্ন :গোল টেবিল বৈঠক-
উত্তর :১৯৩০, ১৯৩১ ও ১৯৩২ সালে লন্ডনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রশ্ন :কৃষক-প্রজা পার্টি-
উত্তর :১৯৩৭ সালের নির্বাচনে এই পার্টি প্রধান শেরে বাংলা এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
প্রশ্ন :দ্বি-জাতি তত্ত্ব-
উত্তর :১৯৩৯ সালে মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক ঘোষিত হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি সম্পর্কিত তত্ত্ব।
প্রশ্ন :লাহোর প্রস্তাব-
উত্তর :১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে এ কে ফজলুল হক এই প্রস্তাব করেন।
প্রশ্ন :ক্রিপস মিশন-
উত্তর :১৯৪২ সালে ভারতে প্রেরিত হয়।
প্রশ্ন :ভারত ছাড়-আন্দোলন-
উত্তর :১৯৪২ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আন্দোলন।