রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. শাহিনুর রহমান, প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ, যশোর
  ২০ মে ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

১. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি?

ক) ক্রায়োসার্জারি

খ) ইন্টারনেট

গ) ভার্চুয়াল রিয়েলিটি

ঘ) ভিডিও কনফারেন্সিং

উত্তর :গ) ভার্চুয়াল রিয়েলিটি

২. কোন তত্ত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?

ক) মরগান তত্ত্ব

খ) সিমুলেশন তত্ত্ব

গ) আইসিটি তত্ত্ব

ঘ) গেমস তত্ত্ব

উত্তর :খ) সিমুলেশন তত্ত্ব

৩. কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়?

ক) কৃষিতে

খ) সামাজিক যোগাযোগে

গ) জিন ফাইন্ডিং-এ

ঘ) বিমান প্রশিক্ষণে

উত্তর :ঘ) বিমান প্রশিক্ষণে

৪. ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কী?

ক) হাইপার রিয়েলিটি খ) ভার্চুয়াল অবজেক্ট

গ) কম্পিউটার রিয়েলিটি ঘ) ভিডিও রিয়েলিটি

উত্তর :ক) হাইপার রিয়েলিটি

৫. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়-

র) ত্রিমাত্রিক ডিজাইনে

রর) কৃত্তিম অনুভূতি সৃষ্টিতে

ররর) সফটওয়্যার তৈরিতে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

৬. ভার্চুয়াল রিয়েলিটিতে যে প্রযুক্তি ব্যবহৃত হয়-

র) টেলিকমিউনিকেশন

রর) ত্রিমাত্রিক স্ক্রিন

ররর) গতি নিয়ন্ত্রণকারী সেন্সর

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) রর ও ররর

৭. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ-

র) কানে কম শুনতে পারে

রর) বাস্তবতা বিবর্জিত হয়ে উঠতে পারে

ররর) মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৮. ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে-

র) সামরিক ক্ষেত্রে

রর) প্রশিক্ষণে

ররর) শিক্ষা ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী প্রশ্নটির উত্তর দাও :

বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন।

৯. বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি-

ক) ভার্চুয়াল রিয়েলিটি খ) ই-লার্নিং

গ) বায়োইনফরমেটিক্স ঘ) কৃত্তিম বুদ্ধিমত্তা

উত্তর :ক) ভার্চুয়াল রিয়েলিটি

১০. ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি?

ক) সিমুলেশন রিয়েলিটি খ) নিউ ভার্চুয়াল রিয়েলিটি

গ) অগমেন্টেড রিয়েলিটি ঘ) আর্টিফিসিয়াল রিয়েলিটি

উত্তর :গ) অগমেন্টেড রিয়েলিটি

১১. ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান চালনা প্রশিক্ষণ প্রদানকে কি বলে?

ক) ফ্লাইট রাইটার খ) ফ্লাইট স্টিমুলেশন

গ) ফ্লাইট সিমুলেশন ঘ) ফ্লাইট রিয়েলিটি

উত্তর :গ) ফ্লাইট সিমুলেশন

১২. ভার্চুয়াল রিয়েলিটিতে হাতে ব্যবহৃত যন্ত্রটির নাম কী?

ক) উধঃধ এষড়াব

খ) ইড়ফু ঝঁরঃ

গ) ঐবধফ গড়ঁহঃবফ উরংঢ়ষধু

ঘ) ঐধহফ ঝবঃ

উত্তর :ক) উধঃধ এষড়াব

১৩. ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়-

র) উধঃধ এষড়াবং

রর) ঐগউ

ররর) কবুনড়ধৎফ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

১৪. ভার্চুয়াল রিয়েলিটিতে ৩উ দৃশ্য দেখার জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক) ঐবধফ গড়ঁহঃবফ উরংঢ়ষধু

খ) উধঃধ এষড়াব

গ) ইড়ফু ঝঁরঃ

ঘ) ঐধহফ ঝবঃ

উত্তর :ক) ঐবধফ গড়ঁহঃবফ উরংঢ়ষধু

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও :

বর্তমান সময় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নুসাইবা ঘরে বসেই মহাশূন্যে অভিযানের প্রশিক্ষণ নিচ্ছে। আবার নুসাইবার ছোট ভাই সানাফ বিমানে না বসেই প্রযুক্তির সহায়তায় বিমান চালানোর প্রশিক্ষণ গ্রহণ করছে।

১৫. নুসাইবার ব্যবহৃত প্রযুক্তিটি হলো-

ক) ক্রায়োসার্জারি খ) ভার্চুয়াল রিয়েলিটি

গ) কৃত্তিম বুদ্ধিমত্তা ঘ) ন্যানোটেকনোলজি

উত্তর :খ) ভার্চুয়াল রিয়েলিটি

১৬. নুসাইবার ভাই সানাফের ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে নিরাপদে করা সম্ভব-

র) চিকিৎসা প্রশিক্ষণ

রর) ট্রাফিক ব্যবস্থাপনা

ররর) নগর পরিকল্পনা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

১৭. কৃত্তিম বুদ্ধিমত্তায় সাধারণত ব্যবহৃত হয় কোনটি?

ক) চঐচ খ) ঐঞগখ

গ) চজঙখঙএ ঘ) ঈঙইঙখ

উত্তর :গ) চজঙখঙএ

১৮. নিচের কোনটি কম্পিউটারে নেই?

ক) নিজস্ব বুদ্ধি খ) তথ্য সম্ভার

গ) সফটওয়্যার ঘ) প্রোগ্রাম

উত্তর :ক) নিজস্ব বুদ্ধি

১৯. মানুষের চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা মাফিক কাজ করার প্রবণতাকে প্রযুক্তি ও যন্ত্রনির্ভর করার প্রক্রিয়া হলো-

ক) ভার্চুয়াল রিয়েলিটি খ) বায়োমেট্রিক্স

গ) ন্যানো টেকনোলজি ঘ) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

উত্তর :ঘ) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

২০. নিচের কোন ক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না?

ক) নিউরাল নেটওয়ার্ক খ) এক্সপার্ট সিস্টেম

গ) বায়োমেট্রিক্স ঘ) ইন্টারনেট ব্রাউজিং

উত্তর :গ) বায়োমেট্রিক্স

২১. সত্য মিথ্যার থেকেও বেশি নির্ভরযোগ্য নিচের কোনটি?

ক) এক্সপার্ট সিস্টেম খ) ফাজি লজিক

গ) নিউরাল নেটওয়াক ঘ) মেশিন লার্নিং

উত্তর :খ) ফাজি লজিক

২২. এক্সপার্ট সিস্টেম কী?

ক) সফটওয়্যার খ) যন্ত্র

গ) রোবট ঘ) নিউরাল নেটওয়ার্ক

উত্তর : ক) সফটওয়্যার

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে