দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
বহিপীর ১১০. 'বহিপীর' নাটকে খোদেজা ও হাশেমের দ্বন্দ্ব কোনটিকে ঘিরে? ক. সম্পত্তি ভাগাভাগি খ. তাহেরাকে ফিরিয়ে দেওয়া নিয়ে গ. পীরের সেবা করা নিয়ে ঘ. ছাপাখানা খোলা নিয়ে উত্তর : খ. তাহেরাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ১১১. 'পীরসাহেব, আপনার বিবি আমার সঙ্গেই আছেন'- 'বহিপীর' নাটকে উক্তিটি কার? ক. হাশেমের খ. হাতেম আলির গ. খোদেজার ঘ. হকিকুলস্নাহর উত্তর :গ. খোদেজার ১১২. তাহেরাকে ঘিরে নাটকীয়তার বিষয়টি কাকে স্পর্শ করে না? ক. তাহেরাকে খ. হাশেমকে গ. খোদেজাকে ঘ. হাতেম আলিকে উত্তর : ঘ. হাতেম আলিকে ১১৩. 'বহিপীর' নাটকের প্রথম দৃশ্যটির সময়কাল কোনটি? ক. সকাল নয়টা খ. দুপুর একটা গ. বিকেল পাঁচটা ঘ. রাত বারোটা উত্তর : ক. সকাল নয়টা ১১৪. 'বহিপীর' নাটকটি কত অঙ্কবিশিষ্ট? ক. এক খ. দুই গ. তিন ঘ. চার উত্তর : খ. দুই ১১৫. 'বহিপীর' নাটকে বাইরের ঘরের মোড়ার ওপর সমাবিষ্টের মতো কাকে বসে থাকতে দেখা যায়? ক. হাশেম আলিকে খ. বহিপীরকে গ. খোদেজাকে ঘ. হাতেম আলিকে উত্তর : ঘ. হাতেম আলিকে ১১৬. হাতেম আলি সারা বিকাল, সারা সন্ধ্যা কিসের আশায় কাটাল? ক. বাল্যবন্ধুর আগমনের খ. বহিপীরের অর্থসাহায্যের গ. তাহেরার সম্মতি প্রদানের ঘ. ঝড় থেমে যাওয়ার উত্তর : ক. বাল্যবন্ধুর আগমনের ১১৭. আর একটা রাত- এরপর কী হবে? ক. বিদায় নেবেন খ. তাহেরা ফিরে যাবে গ. জমিদারি বেহাত হবে ঘ. বাল্যবন্ধু আনোয়ার আসবে উত্তর : গ. জমিদারি বেহাত হবে ১১৮. বহিপীরের মতে কী করলে রিজিক ভোগের সময় দীর্ঘ হবে? ক. রিজিক দ্রম্নত ভোগ করলে খ. রিজিক ধীরে ধীরে ভোগ করলে গ. রিজিকের ভাগ অন্যকে দিলে ঘ. অন্যের রিজিক ছিনিয়ে নিলে উত্তর : খ. রিজিক ধীরে ধীরে ভোগ করলে ১১৯. 'আমি যেন বার্তাবাহক'- বহিপীর নাটকে কে বলেছে? ক. হাতেম আলি খ. হাশেম আলি গ. খোদেজা ঘ. হকিকুলস্নাহ উত্তর : খ. হাশেম আলি ১২০. 'আমি যেন বার্তাবাহক'- উক্তিটিতে হাশেমের কোন অনুভূতির প্রকাশ ঘটে? ক. বিরক্তি খ. বিস্ময় গ. উচ্ছ্বাস ঘ. ভাবালুতা উত্তর : ক. বিরক্তি ১২১. হাশেমের মতে বার্তাবাহককে কী হতে হয়? ক. দয়াশীল খ. ক্ষমাশীল গ. দলহীন ঘ. নীতিহীন উত্তর : গ. দলহীন ১২২. 'আসলে বেড়ালের ভাব'- হাশেম কার সম্পর্কে কথাটি বলেছে? ক. খোদেজা খ. তাহেরা গ. হকিকুলস্নাহ ঘ. বহিপীর উত্তর : ঘ. বহিপীর ১২৩. কোনো কিছুতেই তাহেরা ফিরে যেতে রাজি না হওয়ায় বহিপীর কাকে খবর দেওয়ার ভয় দেখান? ক. তাহেরার বাবাকে খ. তাহেরার সৎমাকে গ. পুলিশকে ঘ. হকিকুলস্নাহকে উত্তর : গ. পুলিশকে ১২৪. তাহেরা বিয়ের সময় হঁ্যা বলেনি কেন? ক. লজ্জায় খ. মত ছিল না বলে গ. বাবা নিষেধ করে ছিলেন বলে ঘ. প্রয়োজন ছিল না বলে উত্তর : খ. মত ছিল না বলে ১২৫. হাশেমের মতে তাহেরা ও বহিপীরের মধ্যকার বিয়ে জায়েজ হয়নি কেন? ক. বহিপীর তাহেরাকে দেখেননি বলে খ. তাহেরার বিয়েতে মত ছিল না বলে গ. বহিপীর বিয়ের ব্যাপারে নিমরাজি ছিলেন বলে ঘ. তাহেরা পালিয়ে এসেছে বলে উত্তর : খ. তাহেরার বিয়েতে মত ছিল না বলে ১২৬. তাহেরাকে স্নেহ করলেও খোদেজা বহিপীরের পক্ষ নেন কেন? ক. তার মুরিদ বলে খ. পীরের বদদোয়ার ভয়ে গ. পীর অর্থ দেবেন বলে ঘ. হাশেমের মতিগতি দেখে উত্তর : খ. পীরের বদদোয়ার ভয়ে ১২৭. 'বহিপীর' নাটকের কোন চরিত্রে কুসংস্কারাচ্ছন্নতা ও ধর্মান্ধতার বিষয়টি স্পষ্ট? ক. তাহেরা খ. হাতেম আলি গ. হাশেম আলি ঘ. খোদেজা উত্তর : ঘ. খোদেজা ১২৮. পীরকে খুশি করার আশায় জোর করে বিয়ে দেওয়ায় তাহেরা নিজেকে কী ভেবেছে? ক. নিতান্তই ফেলনা খ. কোরবানির পশু গ. অত্যন্ত অসহায় ঘ. নর্দমার কীট উত্তর : খ. কোরবানির পশু ১২৯. ফিরে যাওয়ার প্রস্তাবে খোদেজার তীব্র অস্বীকৃতির কারণে বহিপীরের পুলিশ আনার হুকুম দেওয়ায় কী প্রমাণিত হয়? ক. নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন খ. তার বাস্তব জ্ঞান টনটনে গ. তার মুরিদদের মধ্যে পুলিশও আছে ঘ. তিনি তাহেরার কথা মেনে নিয়েছেন উত্তর : ক. নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ১৩০. বহিপীর পুলিশ আনার নির্দেশ দিলে খোদেজা কী করার চেষ্টা করে? ক. পালানোর চেষ্টা খ. আত্মহত্যার চেষ্টা গ. প্রাণপণে কাঁদার চেষ্টা ঘ. বহিপীরকে বোঝানোর চেষ্টা উত্তর : খ. আত্মহত্যার চেষ্টা পরবর্তী অংশ আগামী সংখ্যায়