জানার আছে অনেক কিছু
সাধারণ জ্ঞান
প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :তিতুমীরের বিদ্রোহ-
উত্তর : ১৮৩১ সালের ২৩ অক্টোবর মীর নিসার আলীর (তিতুমীর) নেতৃত্বে সশস্ত্র আন্দোলন হয়।
কলকাতার বারাসাত মহকুমার নারিকেলবাড়িয়াতে তার বাঁশের কেলস্না ছিল। কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে বাঁশের
কেলস্নার পতন হয়। তিতুমীরের সেনাপতি ছিলেন গোলাম মাসুম।
প্রশ্ন :নীল বিদ্রোহ-
উত্তর :১৮৫৯-৬০ সালে এ আন্দোলন হয়। বিদ্রোহের কারণ অনুসন্ধান কমিটির নাম 'ইন্ডিগো কমিশন'
(মার্চ ৩১, ১৮৬০)।
প্রশ্ন :নীলচাষিদের ওপর অত্যাচারের কাহিনী নিয়ে রচিত গ্রন্থের নাম-
উত্তর : নীল দর্পণ।
প্রশ্ন :কংগ্রেস-
উত্তর :১৮৮৫ সালে গঠিত। ১ম সভাপতি- উমেশচন্দ্র ব্যাণার্জী। ১ম সাধারণ সম্পাদক- এলান অক্টোভিয়ান হিউম।
প্রশ্ন :বঙ্গভঙ্গ-
উত্তর :১৯০৫ সালের ৫ জুলাই সরকারি ঘোষণার পর ১৬ অক্টোবর এটি কার্যকর হয়।
প্রশ্ন :বঙ্গভঙ্গ রদ-
উত্তর :এটি রদ করেন লর্ড হার্ডিঞ্জ। ১২ ডিসেম্বর, ১৯১১ সালে ইংলান্ডের সম্রাট ৫ম জর্জ দিলিস্নতে বঙ্গভঙ্গ রদ করার সরকারি ঘোষণা দেন। রদকরণ কার্যকর হয় ১ জানুয়ারি, ১৯১২ সালে।
প্রশ্ন :মুসলিম লীগ-
উত্তর :১৯০৬ সালে প্রতিষ্ঠা। ১ম সভাপতি- আগা
খান। প্রস্তাবক- স্যার সলিমুলস্নাহ।
প্রশ্ন :মর্লি-মিন্টো সংস্কার-
উত্তর : ১৯০৯ সালে ভারত সচিব মর্লি ও ভাইসরয় মিন্টোর মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা গঠন সংক্রান্ত প্রস্তাব এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচন আইন।
প্রশ্ন :নাথান কমিশন-
উত্তর :১৯১২ সালের ১৩ সদস্য বিশিষ্ট কমিশন। এর মাধ্যমে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন :লক্ষ্নৌ চুক্তি-
উত্তর :১৯১৬ সালের ১৬ ডিসেম্বর কংগ্রেস ও মুসলিম লীগ পরস্পরকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি প্রদান করে।