শাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) 'নগর পরিবহণ উন্নয়ন : সুযোগ এবং চ্যালেঞ্জ' শীর্ষক কর্মশালা গত ১৪ মে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের উদ্যোগে এবং সিআটিসি সিইই সাস্ট'র সহযোগিতায় সিলেট সিটি করপোরেশনকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আলোচক ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রজেক্ট পরিচালক (পেইস-১) অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, ট্রাফিক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ
বশিরুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মো. কবির হোসেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজা সেলিম, পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিসবাহ উদ্দিন।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন আইইবি সিলেট সেন্টারের চেয়ারম্যান সিইই বিভাগের অধ্যাপক ডক্টর মো. জহির বিন আলম। কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে পিডবিস্নউডি, এলজিইডি, এসসিসি, আরএইচডি, সিএএবি, সাস্ট ইঞ্জিনিয়ারিং সেকশন, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ওআই ফিল্ড প্রফেশনাল প্রকৌশলী, সিলেট আইইবি সেন্টারের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা অংশ নেন। এছাড়াও সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগের বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি অনলাইন মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হয়।