রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

খুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষক

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ মে ২০২৪, ০০:০০
খুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৪ স্কুলের ৪ জন শিক্ষককে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৩ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুলস্ন চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে ১২ মে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ৫০ হাজার টাকার চেক, সনদপত্র ও মেডেল তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ডক্টর কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের যুগ্ম পরিচালক প্রফেসর ডক্টর তরুণ কান্তি বোস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টারের যুগ্ম পরিচালক প্রফেসর ডক্টর মাসুদুর রহমান। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপিস্ননের প্রফেসর ডক্টর অনুপম কুমার বৈরাগী, সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত অর্থনীতি ডিসিপিস্ননের প্রফেসর ডক্টর মোহাম্মদ জিয়াউল হায়দার, জীববিজ্ঞান স্কুলভুক্ত ফার্মেসি ডিসিপিস্ননের প্রফেসর ডক্টর শেখ জামাল উদ্দিন এবং কলা ও মানবিক স্কুলভুক্ত বাংলা ডিসিপিস্ননের প্রফেসর ডক্টর মো. দুলাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে