ঢাবিতে আবৃত্তি উৎসব ও প্রতিযোগিতা

প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ও জাতীয় আবৃত্তি প্রতিযোগিতা-২০২৪' আয়োজিত হতে যাচ্ছে। আয়োজনে ২৫০ শিল্পীর আবৃত্তিতে মঞ্চায়িত হবে 'শতকণ্ঠে বাঙ্গালি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ'। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি নূর-ই-নাহিয়ান খান। সংবাদ সম্মেলনে বলা হয়, সকাল ১০টায় জাতীয় আবৃত্তি প্রতিযোগিতা শুরু হবে যেখানে সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবেন। বিকেল ৪টায় আন্তর্জাতিক আবৃত্তি উৎসবের উদ্বোধন করবেন ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২৫০ জন শিল্পীর অংশগ্রহণে মঞ্চায়িত হবে 'শতকণ্ঠে বাঙ্গালি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ'। বিকেল ৬টা থেকে আন্তর্জাতিক শিল্পীদের আবৃত্তি শুরু হবে। এ পর্বে আবৃত্তি পরিবেশন করবেন ভারত, চীন, ফিলিস্তিন, ইরান, স্পেন, আফগানিস্তান, সুইডেন, জাপান, ভুটান, নাইজেরিয়া ও নেপালের কবি ও আবৃত্তিশিল্পীরা। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে বিভিন্ন নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। রাত ৮টায় জাতীয় আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে ঢাবি আবৃত্তি সংসদের 'আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ও জাতীয় আবৃত্তি প্রতিযোগিতা-২০২৪'।