দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
বহিপীর ৬৫. তাহেরা কাকে দেখে হঠাৎ স্তব্ধ হয়ে যায়? ক. হকিকুলস্নাহকে খ. হাশেম আলিকে গ. সৎমাকে ঘ. বহিপীরকে উত্তর : ঘ. বহিপীরকে ৬৬. হাশেম পড়াশোনা শেষ করে কী দিতে চায়? ক. রাইস মিল খ. ছাপাখানা গ. বইয়ের দোকান ঘ. পোশাক কারখানা উত্তর :খ. ছাপাখানা ৬৭. 'শরীরটা আমার ভালো নাই'- কার? ক. বহিপীরের খ. হাতেম আলির গ. খোদেজার ঘ. হকিকুলস্নাহর উত্তর :খ. হাতেম আলির ৬৮. 'খোদার কাছে হাজার শোকর'- জমিদারের এমন উক্তির কারণ কী? ক. ছেলের বিয়ে স্থির হওয়া খ. তাহেরার ফিরে যেতে রাজি হওয়া গ. জমিদার হতে পেরে ঘ. বহিপীরকে আশ্রয় দিতে পেরে উত্তর :ঘ. বহিপীরকে আশ্রয় দিতে পেরে ৬৯. হাতেম আলি নিজেকে বড় ধন্য মনে করেছেন কেন? ক. জমিদার হতে পেরে খ. বহিপীরকে আশ্রয় দিতে পেরে গ. ছেলেকে শিক্ষিত করতে পেরে ঘ. তাহেরার মন পরিবর্তন করতে পেরে উত্তর :খ. বহিপীরকে আশ্রয় দিতে পেরে ৭০. হাতেম আলির জমিদারি কোথায়? ক. কেশবপুরে খ. রেশমপুরে গ. পাতালপুরে ঘ. সুবিদপুরে উত্তর : খ. রেশমপুরে ৭১. হাতেম আলির একমাত্র ছেলের নাম কী? ক. হাশেম আলি খ. হাবিব আলি গ. হিরণ আলি ঘ. হানিফ আলি উত্তর : খ. হাবিব আলি ৭২. 'খোদা চাহে-তো মতিগতি ভালোই'- কার? ক. খোদেজার খ. তাহেরার গ. হাশেমের ঘ. হকিকুলস্নাহর উত্তর : গ. হাশেমের ৭৩. জমিদার হাতেম আলির বলা কোন কথাটি মিথ্যা? ক. রেশমপুর আমার যৎকিঞ্চিৎ জমিদারি আছে খ. খোদা চাহে-তো মতিগতি ভালোই গ. ভাবলাম, শহরে এসে দাওয়াই করাই ঘ. কালই নিলামে উঠবে উত্তর : গ. ভাবলাম, শহরে এসে দাওয়াই করাই ৭৪. 'আপনার নাম বহিপীর কী করে হলো?'- প্রশ্নটি কার? ক. হাশেম আলির খ. তাহেরার গ. হাতেম আলির ঘ. খোদেজার উত্তর : গ. হাতেম আলির ৭৫. বিভিন্ন অঞ্চলের মুরিদদের সাথে সহজে কথাবার্তা বলার জন্য বহিপীর কী করেছে? ক. দোভাষী রেখেছে খ. নানা রকম ভাষা শিখেছে গ. বইয়ের ভাষা আয়ত্ত করেছে ঘ. প্রয়োজনীয় কথা লিখে রেখেছে উত্তর : গ. বইয়ের ভাষা আয়ত্ত করেছে ৭৬. বহিপীরের কানে কটু ঠেকে কোনটি? ক. বইয়ের ভাষা খ. লেখ্য-ভাষা গ. আঞ্চলিক ভাষা ঘ. বিদেশি ভাষা উত্তর : গ. আঞ্চলিক ভাষা ৭৭. খোদার বাণী বহন করার উপযুক্ততা নেই কিসের? ক. বইয়ের ভাষার খ. কথ্য ভাষার গ. বাংলা ভাষার ঘ. বিদেশি ভাষার উত্তর : খ. কথ্য ভাষার ৭৮. বহিপীরের মতে কী বোঝা সত্যিই মুশকিল? ক. নারীর মন খ. বইয়ের ভাষা গ. সৃষ্টিকর্তার ইচ্ছা ঘ. আবহাওয়ার মতিগতি উত্তর : গ. সৃষ্টিকর্তার ইচ্ছা ৭৯. কেবল কী করেই বহিপীরের জীবন কেটেছে? ক. অর্থ উপার্জন করে খ. মুরিদান করে গ. ভ্রমণ করে ঘ. বই অধ্যয়ন করে উত্তর : খ. মুরিদান করে ৮০. কারা বহিপীরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে? ক. জিনেরা খ. মুরিদরা গ. অন্য পীরেরা ঘ. পীর প্রথার বিরোধীরা উত্তর : খ. মুরিদরা ৮১. বহিপীরের বাড়ি কোথায়? ক. রেশমপুর খ. সুনামগঞ্জ গ. রাজশাহী ঘ. হবিগঞ্জ উত্তর : খ. সুনামগঞ্জ ৮২. বহিপীরের সর্বদা কী করার অভ্যাস? ক. ইবাদত খ. ওয়াজ-নছিহত গ. পরোপকার ঘ. খাওয়া-দাওয়া উত্তর : খ. ওয়াজ-নছিহত ৮৩. হাতেম আলির মামার ওপর আকাশ ভেঙে পড়েছে কেন? ক. জমিদারি হারাতে পারেন বলে খ. হাশেম তাহেরাকে নিয়ে পালিয়েছে বলে গ. বহিপীর পুলিশ ডাকবেন বলে ঘ. তাহেরা বহিপীরের সাথে যাবে না বলে উত্তর : ক. জমিদারি হারাতে পারেন বলে ৮৪. 'একবার শুরু হলে তার শেষ নাই'- হাতেম আলি কী সম্পর্কে বলেছেন? ক. অন্যায় খ. চরিত্রহীনতা গ. মিথ্যাবাদিতা ঘ. দুঃসময় উত্তর : গ. মিথ্যাবাদিতা ৮৫. হাতেম আলি যখন রেশমপুরের জমিদারি হাতে পান তখন তার অবস্থা কেমন ছিল? ক. অত্যন্ত ভালো খ. মোটামুটি ভালো গ. বেশ খারাপ ঘ. সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত উত্তর : গ. বেশ খারাপ ৮৬. জমিদারির আয়ের বর্তমান অবস্থা বোঝাতে হাতিম আলি কোন বিশেষণটি ব্যবহার করেছে? ক. সমৃদ্ধ খ. উড়নচন্ডী গ. অন্তঃসারশূন্য ঘ. অদৃশ্য উত্তর : গ. অন্তঃসারশূন্য হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়