বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট ক্লাবের উদ্বোধন

প্রকাশ | ১৬ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইন ও মানবাধিকার বিভাগের উদ্যোগে মুট কোর্ট ক্লাবের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ১২ মে এ ক্লাবের উদ্বোধন করেন। আইন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আনন্দ কুমার সাহা। উদ্বোধন পর্ব শেষে মুট কোর্টে প্রতীকী বিচারিক কার্যক্রম পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ও রাজশাহী সাইবার ট্রাইবু্যনালের বিচারক মো. জিয়াউর রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা মামলার বাদী, সাক্ষী, আসামি, আদালতের কর্মচারী ও আইনজীবীর ভূমিকায় ছিলেন। মুট কোর্ট পর্বে বিচারক ছিলেন রাজশাহী সাইবার ট্রাইবু্যনালের বিচারক মো. জিয়াউর রহমান, ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলি ও অ্যাডভোকেট মো. মাসুদ হাসান চৌধুরী। মুট কোর্টের বিষয়বস্তু ছিল নারী ও শিশু নির্যাতন মামলা। পরে সিনেট হলে 'ওয়ে ফরওয়ার্ড ইন লিগাল প্রফেশন' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। সেমিনারে অতিথি বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী।