ইবির 'ডি' ইউনিটে পাস ৭৯ শতাংশ

প্রকাশ | ১৪ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত 'ডি' ইউনিটের অধীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাস করেছেন ১৪০৬ জন। মোট পরীক্ষা দিয়েছেন ১৭৭৪। মোট পরীক্ষার্থীর ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ ইউনিটে ১০৮ মার্কস পেয়ে প্রথম হয়েছেন আশিক মিয়া এবং ১০৪ পেয়ে দ্বিতীয় হয়েছেন ফেরদৌস ইসলাম। 'ডি' ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান আশ্রাফি ১২ মে এ তথ্য নিশ্চিত করেছেন। এই ইউনিটে ৩২০টি আসনের বিপরীতে আবেদনকারী ১ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ। ৩২০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও দুটি অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। পরে আসন খালি থাকা সাপেক্ষ অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা বিষয় নির্বাচন করতে পারবে।