শাবিপ্রবিতে তিন দিনব্যাপী পথনাটক

প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী পথনাটকের আয়োজন করা হয়েছে। নাট্যবিষয়ক সংগঠন 'দিক থিয়েটার' চব্বিশ বছর পেরিয়ে পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষে রজতজয়ন্তী উৎসবের দ্বিতীয় পর্ব পালন করেছে। এতে শাবিপ্রবি ও সিলেট জেলার ১০টি দল অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ১১ মে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন। সংগঠনটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বৈপায়ন দাশ অনন্যের সঞ্চালনায় সার্বিক দিক নিয়ে সংগঠনটির আজীবন সদস্য ও উৎসবটির আহ্বায়ক সুমন মাহমুদসহ অনেকেই বক্তব্য প্রদান করেন। এ সময় সংগঠনটির সহ-সভাপতি রাকিব হাসান, কোষাধ্যক্ষ নন্দনা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক অবন্তিকা দে, প্রচার সম্পাদক স্বাগত দাশ পার্থ, দপ্তর সম্পাদক শাওন আকন্দসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।