শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১২ মে ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

বহিপীর

১. এমন ঝড় কখনো দেখিনি- উক্তিটি কার?

ক. হাশেমের খ. তাহেরার

গ. খোদেজার ঘ. বহিপীরের

উত্তর : ক. হাশেমের

২. 'এক আধটু ঠাট্টা-মস্করা করতেও শুরু করেছে'- কারা এ কাজটি করতে শুরু করেছে?

ক. মাঝিরা খ. সহপাঠীরা

গ. গ্রামের লোকেরা ঘ. যাত্রীরা

উত্তর : গ. গ্রামের লোকেরা

৩. নদীতে খালি কী দেখতে পায় তাহেরা?

ক. নৌকা খ. বজরা

গ. পদ্ম পলাশ ঘ. কচুরিপানা

উত্তর : ঘ. কচুরিপানা

৪. কথ্যভাষা সম্পর্কে বহিপীরের মত হলো,- এটি

র. মাঠ ঘাটের ভাষা

রর. স্রষ্টার বাণী বহন করার উপযুক্ত

ররর. খোদার বাণী বহন করার অনুপযুক্ত

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র ও ররর

উত্তর : ঘ. র ও ররর

উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :

তামশু মহাজনের জমি বেদখল হয়ে যাচ্ছে। সে কারণে তার মনে শান্তি নেই। বাড়িতে না জানিয়ে তিনি জমি রক্ষার জন্য কোর্টে যান। এসব খরচ জোগানোর অর্থ জোগাড়ের জন্য তিনি বিপথ অবলম্বন করতে গিয়ে বোধোদয় হয়।

৫. উদ্দীপকের তামশু মহাজনের সাথে বহিপীর নাটকের যে চরিত্রটি সাদৃশ্যপূর্ণ-

ক. হকিকুলস্নাহ খ. হাশেম আলি

গ. হাতেম আলি ঘ. জমিদার গিন্নি

উত্তর : গ. হাতেম আলি

৬. কোন বৈশিষ্ট্যের কারণে উভয় চরিত্র সাদৃশ্যপূর্ণ?

ক. জমিদারিত্ব রক্ষার জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন

খ. পীর সাহেবের প্রতারণার শিকার

গ. সন্তান হারানোর জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন

ঘ. বজরায় দুর্ঘটনার শিকার

উত্তর : ক. জমিদারিত্ব রক্ষার জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন

উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :

মাতবর ধূর্ত প্রকৃতির লোক। বয়স হয়েছে অথচ স্বভাব বদলায়নি। বুড়ো বয়সে কলিমুদ্দির মেয়েকে বিয়ে করার ব্যবস্থা করে। কিন্তু মেয়েটি বিয়ের রাতেই রাজেনের সাথে পালালে মাতবর তা মেনে নেয়।

৭. উদ্দীপকের শেষ অবস্থা মোকাবেলার মাধ্যমে বহিপীর নাটকের কোন চরিত্রের মিল আছে?

ক. বহিপীর খ. হাশেম আলি

গ. হাতেম আলি ঘ. হকিকুলস্নাহ

উত্তর : ক. বহিপীর

৮. শেষ অবস্থার মোকাবেলায় উভয় চরিত্রে যে বৈশিষ্ট্যকে নির্দেশ করে তা হলো-

র. বুদ্ধিমত্তা

রর. বাস্তবজ্ঞানসম্পন্ন

ররর. মানবিক চেতনা

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র ও ররর

উত্তর: ঘ. র ও ররর

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :

আব্দুলস্নাহ গ্রামের স্কুলে মাস্টারি করেন। গ্রামের মানুষ তাকেও পীর মনে করেন। কারণ তার বাবাও পীর ছিলেন। সে কারণে গ্রামের একজন বয়স্ক লোক তার পায়ে সালাম করতে যান। কিন্তু আব্দুলস্নাহ এসবে বিশ্বাস করেন না। সেজন্য তিনি সালাম করতে না দিলে বয়স্ক লোক মনে করেন বেহেশতের চাবিটা একটুর জন্য ফসকে গেল।

৯. উদ্দীপকের আব্দুলস্নাহর কার্যক্রমে 'বহিপীর' নাটকের বিপরীত বৈশিষ্ট্যের চরিত্রটি হলো-

ক. হাশেম আলি খ. হাতেম আলি

গ. হকিকুলস্নাহ ঘ. বহিপীর

উত্তর : ক. হাশেম আলি

১০. বহিপীর নাটকের বিপরীতে কার্যক্রমে আব্দুলস্নাহ চরিত্রে প্রকাশিত দিকটি হলো-

ক. ধূর্ততা খ. ধৈর্যশীলতা

গ. কুসংস্কারমুক্ত ঘ. ভন্ডামি

উত্তর : গ. কুসংস্কারমুক্ত

১১. 'বহিপীর' নাটকের রচয়িতার নাম কী?

ক. জহির রায়হান খ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

গ. সেলিনা হোসেন ঘ. সুফিয়া কামাল

উত্তর : খ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

১২. সৈয়দ ওয়ালীউলস্নাহ কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে পেশাজীবন শুরু করেন?

ক. দৈনিক আজাদ খ. দৈনিক বাংলা

গ. দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস ঘ. স্টেটসম্যান

উত্তর : ঘ. স্টেটসম্যান

১৩. সৈয়দ ওয়ালীউলস্নাহ কোন দেশের দূতাবাসে কাজ করেন?

ক. পাকিস্তান খ. আফগানিস্তান

গ. নেপাল ঘ. ভুটান

উত্তর : ক. পাকিস্তান

১৪. সৈয়দ ওয়ালীউলস্নাহ প্যারিসে কোন সংস্থার সদর দপ্তরে কাজ করেন?

ক. ইউনিসেফ খ. ইউনেস্কো

গ. হু ঘ. বিশ্বব্যাংক

উত্তর : খ. ইউনেস্কো

১৫. সৈয়দ ওয়ালীউলস্নাহর প্রথম গল্পগ্রন্থ কোনটি?

ক. লালসালু খ. নয়নচারা

গ. বহিপীর ঘ. দুই তীর ও অন্যান্য গল্প

উত্তর : খ. নয়নচারা

১৬. 'লালসালু' উপন্যাসের প্রকাশকাল কোনটি?

ক. ১৯৪৪ খ. ১৯৪৭

গ. ১৯৪৯ ঘ. ১৯৫০

উত্তর : গ. ১৯৪৯

১৭. সৈয়দ ওয়ালীউলস্নাহ কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৬৯ সালে খ. ১৯৭১ সালে

গ. ১৯৮১ সালে ঘ. ১৯৫০ সালে

উত্তর : খ. ১৯৭১ সালে

১৮. নাটকের ইংরেজি প্রতিশব্দ কী?

ক. ঘড়াবষ খ. চৎড়ংব

গ. ঝড়হহবঃ ঘ. উৎধসধ

উত্তর : ঘ. উৎধসধ

১৯. 'উৎধসধ' শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে?

ক. উধৎসধ খ. উৎধপরহ

গ. উৎরসড়হ ঘ. উৎধপড়

উত্তর : খ. উৎধপরহ

২০. সংস্কৃতে নাটককে কী বলা হয়েছে?

ক. শ্রব্যকাব্য খ. অশ্রব্যকাব্য

গ. অদৃশ্যকাব্য ঘ. দৃশ্যকাব্য

উত্তর : ঘ. দৃশ্যকাব্য

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে