দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ১১ মে ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
'কাকতাড়ুয়া' ২০৩. উদ্দীপকের রাতুলের মাঝে উপন্যাসের বুধার চেতনার প্রকাশ ঘটেছে। কেননা- র. রাতুলের মাঝে দেশপ্রেম রয়েছে রর. রাতুল অন্যায়কে মেনে নিতে পারেনি ররর. রাতুল বুধার মতোই প্রতিশোধপরায়ণ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০২ ও ২০৩নং প্রশ্নের উত্তর দাও : সম্প্রতি মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। পিতৃমাতৃহীন কিশোর সালাম হোসেন পাশের বাড়ির রহিমা খালার কাছে গিয়ে দেখে তিনিও সবকিছু গুছিয়ে নিয়েছেন। রহিমা খালা সালামকে তার সাথে যাওয়ার কথা বললে সে রহিমা খালার সাথে অজানার পথে পাড়ি জমায়। ২০২. উদ্দীপকের রহিমা খালার মাঝে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে? ক. কুন্তি খ. আতাফুফু গ. নোলক বুয়া ঘ. বুধার চাচি উত্তর :গ. নোলক বুয়া ২০৩. উদ্দীপকের সালাম উপন্যাসের বুধার প্রতিনিধি নয়। কারণ- র. তার মাঝে প্রতিবাদী চেতনা নেই রর. তার মাঝে দেশপ্রেম নেই ররর. সে পালিয়ে গেছে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০৪ ও ২০৫নং প্রশ্নের উত্তর দাও : কামাল মুক্তিযুদ্ধের সময় যুবক ছিল। পাকিস্তানি মিলিটারি ২৫ মার্চ নৃশংস গণহত্যা চালালে কামাল তা দেখে ক্ষুব্ধ হয়। সে প্রতিজ্ঞা করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার। এজন্য সবাই এলাকা ছেড়ে পালালেও সে পালায় না। ২০৪. উদ্দীপকের কামালের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে? ক. হরিকাকু খ. ফুলকলি গ. বুধা ঘ. আহাদ মুন্সি উত্তর : গ. বুধা ২০৫. উক্ত চরিত্রের মতোই উদ্দীপকের কামালের মাঝে প্রকাশ পেয়েছে- র. দেশের মানুষের প্রতি ভালোবাসা রর. বিদেশিদের প্রতি ঘৃণা ররর. একাকিত্বের যাতনা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০৬নং প্রশ্নের উত্তর দাও : প্রবীর দশম শ্রেণির ছাত্র। সে বাবা-মা ও দুই ভাইবোনের সাথে একটি দোতলা বাসায় থাকে। একদিন রাতে ভূমিকম্পে বাসাটি ভেঙে পড়ে। প্রবীর ও তার পরিবারের সবাই ছাদের নিচে চাপা পড়ে। প্রবীর ভাগ্যক্রমে বেঁচে গেলেও মারা যায় পরিবারের সবাই। সেই থেকে প্রবীর মানসিক রোগী। ২০৬. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে? ক. বাজার পোড়ানোর ঘটনা খ. আহাদ মুন্সির বাড়ি পোড়ানোর ঘটনা গ. বুধার পরিবার-পরিজন হারানোর ঘটনা ঘ. ক্যাম্প উড়িয়ে দেওয়ার ঘটনা উত্তর : গ. বুধার পরিবার-পরিজন হারানোর ঘটনা নিচের উদ্দীপকটি পড়ে ২০৭ ও ২০৮নং প্রশ্নের উত্তর দাও: সেবার ভয়াবহ ভূমিকম্পে শিমুলতলী অঞ্চল ধ্বংস হয়ে যায়। অসংখ্য মানুষ মারা যায় সেই ধ্বংসলীলায়। এলাকায় যে কজন বেঁচে ছিল তারা লাশগুলোকে একই গর্তে মাটিচাপা দেয়। ২০৭. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে? ক. বাজার পোড়ানো খ. বুধার পরিজন হারানো গ. বুধার গ্রামে গণকবর দেওয়ার ঘটনা ঘ. ক্যাম্প উড়িয়ে দেওয়া উত্তর : গ. বুধার গ্রামে গণকবর দেওয়ার ঘটনা ২০৮. উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসকে প্রতিফলিত করেনি। কারণ- র. উভয়ের প্রেক্ষাপট ভিন্ন রর. উভয়ই ভিন্ন উদ্দেশ্যে রচিত ররর. উপন্যাসে দুঃখের স্মৃতির বর্ণনা নেই নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০৯ ও ২১০নং প্রশ্নের উত্তর দাও : সালামত মাতবর একজন ধুরন্ধর মানুষ। তাদের এলাকায় মিলিটারি ক্যাম্প বানালে সে ক্যাম্পে যাতায়াত করে। সেখানে দুধ, মিষ্টি, মুরগি ইত্যাদি বিভিন্ন খাবার পাঠায়। মিলিটারির সাথে ভাব জমিয়ে সে এলাকায় তার প্রতিদ্বন্দ্বী কামাল মাস্টারকে হয়রানি করে। ২০৯. উদ্দীপকের সালামত মাতবর 'কাকতাড়ুয়া' উপন্যাসের কার প্রতিনিধি? ক. বুধা খ. শাহাবুদ্দিন গ. আহাদ মুন্সি ঘ. মিঠু উত্তর : গ. আহাদ মুন্সি ২১০. উপন্যাসের বুধার দৃষ্টিতে ঘৃণার পাত্র- র. উদ্দীপকের মিলিটারি রর. উদ্দীপকের সালামত মাতবর ররর. উদ্দীপকের কামাল মাস্টার নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়