বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১১ মে ২০২৪, ০০:০০
রাসায়নিক অস্ত্র

প্রশ্ন :কোন চুক্তিটি ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেনি?

উত্তর :এনপিটি

প্রশ্ন :কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে?

উত্তর :এনপিটি

প্রশ্ন :নিরস্ক্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের পার্থক্য-

উত্তর :সব অস্ত্র ধ্বংস ও প্রতিযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ

প্রশ্ন :রাসায়নিক অস্ত্র চুক্তি (ঈযবসরপধষ ডবধঢ়ড়হং ঈড়হাবহঃরড়হ) কোন সালে স্বাক্ষরিত হয়?

উত্তর :১৯৯৩

প্রশ্ন :ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর :অটোয়া

প্রশ্ন :ভূমি মাইন নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত চুক্তি-

উত্তর :অটোয়া চুক্তি

প্রশ্ন :কোন রাষ্ট্রটি স্থলমাইন নিষেধ সংক্রান্ত চুক্তি সই করেনি?

উত্তর :যুক্তরাষ্ট্র

প্রশ্ন :ঝঞঅজঞ-২ কী?

উত্তর :কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি

প্রশ্ন :অহঃর ইধষষরংঃরপ গরংংরষব ঞৎবধঃু স্বাক্ষরিত হয়েছিল কবে?

উত্তর :১৯৭২ সালে

প্রশ্ন :কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?

উত্তর :সল্ট-২ চুক্তি (ঝঅখঞ-২)

প্রশ্ন :আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান 'স্টিলথ ড্রোন'টি কী?

উত্তর :বোমারু বিমানচালিত

প্রশ্ন :অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?

উত্তর :ডেনমার্ক

প্রশ্ন :ইরাকে কখন মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?

উত্তর :২০০৩ সালের ২০ মার্চ

প্রশ্ন :কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?

উত্তর :জাপান

প্রশ্ন :জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণার স্বাক্ষর করেন?

উত্তর :২৬ অক্টোবর, ১৯৯৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে