বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১০ মে ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

'কাকতাড়ুয়া'

১৮৯. বুধা আহাদ মুন্সির বাড়ি পুড়িয়ে দেয়-

র. আহাদ মুন্সি গরু চরানোর কাজ দিতে চাওয়ায়

রর. দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষায়

ররর. আহাদ মুন্সি মিলিটারিদের সহায়তা করায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :গ. রর ও ররর

১৯০. আলি ও মিঠু রাতেই বাড়ি ছেড়ে পালাতে চায়-

র. আহাদ মুন্সি ও তাদের সন্দেহ করবে ভেবে

রর. মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য

ররর. বুধা তাদের কথা মিলিটারিকে বলে দেবে ভেবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

১৯১. আলি ও মিঠু মুক্তিবাহিনীতে যোগ দিতে যায়-

র. দেশপ্রেমের টানে

রর. আহাদ মুন্সির ভয়ে

ররর. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

১৯২. বুধা ফুলকলিকে আতাফুফুর বাড়িতে নিয়ে যায়-

র. ঘুমানোর জন্য

রর. ফুলকলিকে রাজাকার কমান্ডার বের করে দেওয়ায়

ররর. বঙ্গবন্ধুর ভাষণ শোনানোর জন্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৯৩. রাজাকাররা বুধাকে সন্দেহ না করার কারণ-

র. বুধার বয়স কম ছিল বলে

রর. বুধাকে পাগল ভেবে

ররর. বুধা এতিম বলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

১৯৪. মিলিটারিরা ক্যাম্পে বাঙ্কার বানায়-

র. সতর্কতার জন্য

রর. নদীপথে মুক্তিযোদ্ধারা আক্রমণ করবে ভেবে

ররর. যুদ্ধ করার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

১৯৫. শাহাবুদ্দিন বুধাকে মাইন দিয়ে যায়-

র. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার জন্য

রর. বাঙ্কারের মাটির নিচে পুঁতে রাখার জন্য

ররর. আহাদ মুন্সির বাড়ি উড়িয়ে দেওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

১৯৬. শাহাবুদ্দিন মাইন দিয়ে যাওয়ার পর সারা রাত বুধা আর ঘুমায় না-

র. মিলিটারির ভয়ে

রর. প্রতিশোধের উত্তেজনায়

ররর. ক্যাম্প উড়িয়ে দেওয়ার আনন্দে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

১৯৭. মিঠুর মা চিৎকার করে কাঁদতে শুরু করে-

র. মধুর কথা মনে পড়ায়

রর. পুত্র হারানোর শোকে

ররর. মিঠুর মৃতু্যসংবাদ শুনে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:

১৯৮. বুধা দৌড়ে মাটি কাটার দলের সামনে গিয়ে দাঁড়ায়-

র. বাঙ্কার খুঁড়তে বাধা দেওয়ার জন্য

রর. তাদের সাথে যাওয়ার জন্য

ররর. নিজের কৌশল বাস্তাবায়নের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :গ. রর ও ররর

১৯৯. আহাদ মুন্সির ছেলে বুধার ওপর খুশি হয়-

র. বুধার কাজের দক্ষতা দেখে

রর. বুধার কাজের আগ্রহ দেখে

ররর. বুধার ভদ্র ব্যবহার দেখে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০০ ও ২০১নং প্রশ্নের উত্তর দাও :

বাবা-মা মারা যাওয়ায় রতন মামার বাড়িতে আশ্রয় নেয়। মামি রতনকে আশ্রয় দেওয়ার কারণে মামাকে বকতে থাকে। রতন আড়াল থেকে সব শুনতে পায় এবং বাড়ি থেকে চলে যায়।

২০০. উদ্দীপকের রতনের আচরণে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিফলন লক্ষ্য করা যায়?

ক. কুন্তি খ. বুধা

গ. হরিকাকু ঘ. আলি

উত্তর :খ. বুধা

২০১. উক্ত মিল থাকার কারণ-

র. আত্মসম্মানবোধ রর. দেশপ্রেম ররর. স্বাধীনচেতা মনোভাব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০২ ও ২০৩নং প্রশ্নের উত্তর দাও :

রাতুল মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখছিল। সেখানে সে দেখে একদল মিলিটারি এসে একটি গ্রামের বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। বিনা কারণে নিরীহ মানুষজনের ওপর এই অত্যাচার দেখে রাতুল ক্ষুব্ধ হয়।

২০২. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে?

ক. বাজার পোড়ানোর ঘটনা

খ. আহাদ মুন্সির বাড়ি পোড়ানোর ঘটনা

গ. ক্যাম্প উড়িয়ে দেওয়ার ঘটনা

ঘ. বুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার ঘটনা

উত্তর : ক. বাজার পোড়ানোর ঘটনা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে