জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৯ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
আনোয়ার সাদাত
প্রশ্ন :যে দুটো দেশের মধ্যে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড শান্তিচুক্তি সম্পাদিত হয়- উত্তর :ইসরাইল ও মিসর প্রশ্ন :ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত? উত্তর :মেরিল্যান্ড প্রশ্ন :আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? উত্তর :মিসর প্রশ্ন :আসলো (ঙংষড়) শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? উত্তর :১৯৯৩ সালে প্রশ্ন :কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে? উত্তর :১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ প্রশ্ন :'উই রিভার' চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর :১৯৯৮ প্রশ্ন :ম্যাসট্রিচট কী? উত্তর :একটি চুক্তির নাম প্রশ্ন :গধধংঃৎরপয শহরটি কোথায় অবস্থিত? উত্তর :নেদারল্যান্ড প্রশ্ন :বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? উত্তর :বিল ক্লিনটন প্রশ্ন : কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানে পথ সুগম হয়েছিল? উত্তর :ডেটন চুক্তি প্রশ্ন :ডেটন চুক্তির মাধ্যমে কোন সঙ্কটের পরিসমাপ্তি ঘটে? উত্তর :বসনিয়া প্রশ্ন :উত্তর আয়ারল্যান্ডে কত সালে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর :১৯৯৮ প্রশ্ন :শেনজেন চুক্তি হচ্ছে- উত্তর :অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি প্রশ্ন :ঙঁঃবৎ ঝঢ়বধপ ঞৎবধঃু কবে স্বাক্ষরিত হয়? উত্তর :১৯৬৭ সালে প্রশ্ন :সিটিবিটি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর :পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ প্রশ্ন :কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? উত্তর :সিটিবিটি (ঈঞইঞ) প্রশ্ন :পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধ চুক্তি (ঘচঞ) কোন সালে স্বাক্ষরিত হয়- উত্তর :১৯৬৮ প্রশ্ন :পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটির স্বাক্ষরকারী নয়- উত্তর :ভারত