বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

নোবিপ্রবিতে চালু হলো পিএইচডি প্রোগ্রাম

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ মে ২০২৪, ০০:০০
নোবিপ্রবিতে চালু হলো পিএইচডি প্রোগ্রাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগ প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম চালু করেছে। অ্যাকুয়াটিক ফুড নিয়ে পিএইচডি প্রোগ্রামের অধীনে গবেষণা কার্যক্রম ৫ বছর চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে ৫ মে এই বিষয়ে জানা যায়। এই পিএইচডি প্রোগ্রামে দুজন শিক্ষার্থী যুক্ত হওয়ার সুযোগ পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএইচডি প্রোগ্রামটিতে ডেনমার্কের কোপেনহেগেন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের স্টারলিং ইউনিভার্সিটি, এভাডিন ইউনিভার্সিটি, আইসিডিডিআরবি ও নোবিপ্রবিসহ মোট ছয়টি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ৫ বছরের জন্য চলমান থাকবে।

দুইটি থিমেটিক এরিয়ার জন্য দুজন নির্বাচিত প্রার্থীকে পিএইচডি প্রোগ্রামের আওতায় মাসিক বৃত্তির পাশাপাশি ইউকে এবং ডেনমার্কে ছয় মাসের পড়ালেখার পাশাপাশি গবেষণামূলক কাজের জন্য দুটি যাতায়াতের খরচ বহন করা হবে।

পিএইচডি প্রোগ্রামের কো-সুপারভাইজর হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আব্দুলস্নাহ আল মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে