'কাকতাড়ুয়া'
১৩৯. মিলিটারিদের ক্যাম্পে যাওয়ার সময় বুধা সঙ্গে করে পেয়ারা নিয়ে যায় কেন?
ক. মিলিটারিদের প্রতি মায়া অনুভব করায়
খ. মিলিটারিদের সঙ্গে ভাব জমিয়ে তুলতে
গ. পেয়ারাগুলো বিষাক্ত ছিল বলে
ঘ. দূরের রাস্তায় ক্ষুধা লাগতে পারে বলে
উত্তর : খ. মিলিটারিদের সঙ্গে ভাব জমিয়ে তুলতে
১৪০. কাদের দৃষ্টি বুধার কাছে প্রাণহীন মনে হয়?
ক. মিলিটারিদের খ. মুক্তিযোদ্ধাদের
গ. ভয়ার্ত মানুষদের ঘ. প্রিয় মানুষদের
উত্তর :ক. মিলিটারিদের
১৪১. মিলিটারিদের দৃষ্টি বুধার মনে ভয় ধরায় না কেন?
ক. বুধা মানসিক ভারসাম্যহীন বলে
খ. মিলিটারিরা দয়ালু ছিল বলে
গ. দৃষ্টিতে ভাষা ছিল না বলে
ঘ. মিলিটারিদের সাথে ভাব ছিল বলে
উত্তর :গ. দৃষ্টিতে ভাষা ছিল না বলে
১৪২. মিলিটারি ক্যাম্পে পৌঁছে বুধা প্রথমে কী করে?
ক. মিলিটারিদের পেয়ারা খেতে দেয়
খ. নিজে একটি পেয়ারায় কামড় দেয়
গ. গাছ থেকে পেয়ারা পাড়ে
ঘ. পেয়ারা খেতে চায়
উত্তর :খ. নিজে একটি পেয়ারায় কামড় দেয়
১৪৩. মিলিটারিরা নাম জিজ্ঞেস করলে বুধা কোন নামটি বলে?
ক. যুদ্ধ খ. কাকতাড়ুয়া
গ. বঙ্গবন্ধু ঘ. গোবর রাজা
উত্তর :খ. কাকতাড়ুয়া
১৪৪. মিলিটারিরা পেয়ারা খাওয়ার সময় বুধা কী করে?
ক. ঘুমিয়ে নেয়
খ. রেকি করে
গ. লবণ মাখিয়ে দেয় ঘ. ক্যাম্পের ভেতরে ঢোকে
উত্তর :খ. রেকি করে
১৪৫. লোহার টুপি কি মানুষের মগজ খায়?- বুধা কাকে জিজ্ঞাসা করে?
ক. আহাদ মুন্সিকে খ. মতিউরকে
গ. জনৈক মিলিটারিকে ঘ. শাহাবুদ্দিনকে
উত্তর :ক. আহাদ মুন্সিকে
১৪৬. আহাদ মুন্সি বুধাকে কী বানিয়ে রাখতে বলে?
ক. কাকতাড়ুয়া খ. মুরগি
গ. গাছ ঘ. ঘুড়ি
উত্তর :ক. কাকতাড়ুয়া
১৪৭. আহাদ মুন্সি বুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার হুকুম দেয় কেন?
ক. শাস্তি হিসেবে
খ. মজা দেখবে বলে
গ. ধানক্ষেতের সুরক্ষার জন্য
ঘ. মিলিটারিদের বিনোদন দিতে
উত্তর :ক. শাস্তি হিসেবে
১৪৮. 'লোহার টুপি মানুষের মগজ খায়'- কথাটির মাধ্যমে বুধা মিলিটারিদের কোন দিকটিকে বুঝিয়েছে?
ক. বুদ্ধিহীনতা খ. স্মৃতিভ্রষ্টতা
গ. বিবেকহীনতা ঘ. নির্মমতা
উত্তর : গ. বিবেকহীনতা
১৪৯. মিলিটারিরা কখন বুধার বাঁধন খুলে দেয়?
ক. সকাল বেলা খ. দুপুর বেলা
গ. সন্ধ্যা বেলা ঘ. ভোর বেলা
উত্তর :গ. সন্ধ্যা বেলা
১৫০. তিন রাজাকারের কাছে বুধাকে কিসের মতো লাগে?
ক. পাগলের মতো খ. ভূতের মতো
গ. মুরুব্বির মতো ঘ. আহাম্মকের মতো
উত্তর :খ. ভূতের মতো
১৫১. বুধা নিজের জ্বরকে কী বলেছে?
ক. কুমিরের জ্বর খ. বাঘের জ্বর
গ. ভালস্নুকের জ্বর ঘ. মাছের জ্বর
উত্তর :গ. ভালস্নুকের জ্বর
১৫২. পাক মিলিটারি ক্যাম্পে বাঙ্কার খোঁড়ার সিদ্ধান্ত নেয় কেন?
ক. মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ ঠেকাতে
খ. গোলবারুদ লুকিয়ে রাখতে
গ. খাবার ও পানি মজুত রাখতে
ঘ. শীতের প্রকোপ থেকে বাঁচতে
উত্তর :ক. মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ ঠেকাতে
১৫৩. মিঠুদের বাড়ি গিয়ে বুধা কী চায়?
ক. কেরোসিন খ. খাবার
গ. আগুন ঘ. জামা
উত্তর :খ. খাবার
১৫৪. মিঠুর মা বুধাকে রোজ ভাত খেয়ে যেতে বলে কেন?
ক. ঘরের কাজ করিয়ে নিতে
খ. অতিরিক্ত ভাত থেকে যায় বলে
গ. বুধা যুদ্ধ করছে বলে
ঘ. মৃত ছেলের কষ্ট ভুলতে
উত্তর :ঘ. মৃত ছেলের কষ্ট ভুলতে
১৫৫. মিঠুর মা বুধাকে সানকিভরা ভাতের সাথে কোন মাছের তরকারি দেয়?
ক. বোয়াল মাছের খ. ইলিশ মাছের
গ. টেংরা মাছের ঘ. পুঁটি মাছের
উত্তর :গ. টেংরা মাছের
১৫৬. মিঠুদের বাড়ি থেকে ফেরার পথে বুধার কার সাথে দেখা হয়?
ক. ফুলকলির সাথে খ. কুন্তির সাথে
গ. চাচির সাথে ঘ. আহাদ মুন্সির সাথে
উত্তর :খ. কুন্তির সাথে
১৫৭. কে বুধার সাথে যুদ্ধ করতে চায়?
ক. ফুলকলি খ. কুন্তি
গ. মধু ঘ. মতিউর
উত্তর :খ. কুন্তি
১৫৮. কুন্তি বুধার বাবা-মায়ের কবরের যত্ন নেয় কেন?
ক. বুধা খুশি হবে বলে
খ. মা আদেশ করেছেন বলে
গ. তারা যুদ্ধে শহিদ হয়েছেন বলে
ঘ. বুধা বলেছিল বলে
উত্তর :ক. বুধা খুশি হবে বলে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়