জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৭ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইউক্রেন
প্রশ্ন :'অরেঞ্জ রেভিউলেশন' (ঙৎধহমব জবাড়ষঁঃরড়হ) কোথায় সংঘটিত হয়েছে? উত্তর :ইউক্রেনে প্রশ্ন :ঠবষাবঃ জবাড়ষঁঃরড়হ' কী? উত্তর :সাবেক চেকোসস্নাভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী আন্দোলন প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক 'স্বাধীনতা চুক্তিটি' কি নামে পরিচিত? উত্তর :প্রথম ভার্সাই চুক্তি প্রশ্ন :প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর :ভার্সাই চুক্তি প্রশ্ন :ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত? উত্তর :ফ্রান্স প্রশ্ন :আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী 'প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়- উত্তর :১৯২৮ সালের ২৭ আগস্ট প্রশ্ন :ম্যাগনাকার্টা হচ্ছে- উত্তর :ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল প্রশ্ন :কোনটি এৎবধঃ ঈযধৎঃববৎ হিসেবে পরিচিত? উত্তর :গধমহধ ঈধৎঃধ প্রশ্ন :ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন? উত্তর :জন প্রশ্ন :ম্যাগনাকার্টা কোন সালের, কত তারিখে স্বাক্ষরিত হয়? উত্তর :১২১৫ সালের ১৫ জুন প্রশ্ন :১৬৮৯ সালে মানবাধিকায় প্রতিষ্ঠায় স্বাক্ষরিত হয়- উত্তর :ঊহমষরংয ইরষষ ড়ভ জরমযঃং প্রশ্ন :সর্বজনীন মানবাধিকার ঘোষণা কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়? উত্তর :১৯৪৮ প্রশ্ন :মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল- উত্তর :১৯৪৮ সালে প্রশ্ন :জাতিসংঘের 'মানবাধিকার কমিশন' গঠিত হয়- উত্তর :১৯৪৮ সালে প্রশ্ন :মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর :১৯৬৬ সালে প্রশ্ন :জেনেভা কনভেনশন হলো- উত্তর :যুদ্ধবন্দিদের প্রতি আচরণ বিধি প্রশ্ন :যুদ্ধবন্দিদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সালে স্বাক্ষরিত হয়- উত্তর :১৯৪৯ সালে প্রশ্ন :কিয়েটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়? উত্তর :১১ ডিসেম্বর ১৯৯৭