শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

গুচ্ছ ভর্তি 'বি' ইউনিটের পরীক্ষায় রাবিপ্রবিতে উপস্থিতি ৭২.৭৮ শতাংশ

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৫ মে ২০২৪, ০০:০০
গুচ্ছ ভর্তি 'বি' ইউনিটের পরীক্ষায় রাবিপ্রবিতে উপস্থিতি ৭২.৭৮ শতাংশ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দ্বিতীয় দিনের 'বি' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় দিন মোট তিনটি কেন্দ্রে ২,৭৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৯৯৭ জন উপস্থিত এবং ৭৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যা মোট উপস্থিতির ৭২.৭৮ শতাংশ।

পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শনে যান রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, ড. নিখিল চাকমা (প্রক্টর) এবং এঝঞ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার 'বি' ইউনিটের ফোকাল পয়েন্ট ও বিজ্ঞান অনুষদের ডিন সহকারী অধ্যাপক ধীমান শর্মা।

অন্যদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য অনেক রাবিপ্রবিয়ান স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। তীব্র গরম উপেক্ষা করে আগত শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন তারা।

কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে দ্বিতীয় দিনের পরীক্ষা। সবার আন্তরিক প্রচেষ্টায় সুন্দর একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে মনে করেন রাবিপ্রবি প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে