দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ০৫ মে ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
'কাকতাড়ুয়া'
১১৬. হরিকাকুর জালে প্রচুর মাছ উঠলে তিনি বুধাকে কী বলে ডাকেন?
ক. ছন্নছাড়া খ. সোনাবাবা
গ. খোকন বাবু ঘ. মানিকরতন
উত্তর : ঘ. মানিকরতন
১১৭. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত কে বেশি সওদা করতে পারলে আত্মহারা হয়ে যেত?
ক. হরিকাকু খ. হাশেম মিয়া
গ. জয়নাল চাচা ঘ. সালাম চাচা
উত্তর : খ. হাশেম মিয়া
১১৮. গাঁয়ের গোবর কুড়ানি বুড়িটা বুধাকে কী নামে ডাকে?
ক. গোবর রাজা খ. গোবরা
গ. গবুচন্দ্র ঘ. গব্বর সিং
উত্তর : ক. গোবর রাজা
১১৯. স্বাধীন জীবনের ছোঁয়া পেয়ে বুধা মনে মনে কার প্রতি কৃতজ্ঞতা অনুভব করে?
ক. চাচির প্রতি খ. নোলক বুয়ার প্রতি
গ. কুন্তির প্রতি ঘ. ফুলকলির প্রতি
উত্তর : ক. চাচির প্রতি
১২০. বুধা কাকতাড়ুয়া হয়ে দাঁড়ালে ওর দিকে শকুন উড়ে আসে কেন?
ক. ওর কাঁধে বসতে খ. ওকে মৃত ভেবে
গ. ওকে ভয় দেখাতে ঘ. ওকে খাবার দিতে
উত্তর : খ. ওকে মৃত ভেবে
১২১. মিলিটারিরা এলে বুধা আতঙ্কে কিসে মিশে যায়?
ক. পুকুরের পানিতে খ. ধানক্ষেতের কাদায়
গ. পাটক্ষেতের গভীরে ঘ. কচুরিপানার আড়ালে
উত্তর : খ. ধানক্ষেতের কাদায়
১২২. বাজার পুড়ে গেলে বুধা কোথায় থাকার সিদ্ধান্ত নেয়?
ক. চাচির বাড়িতে খ. স্কুলঘরে
গ. আধপোড়া বাজারে ঘ. আলির দোকানে
উত্তর : গ. আধপোড়া বাজারে
১২৩. বুধার চাচা কত মাস আগে কাজ খুঁজতে শহরে গিয়েছে?
ক. দুই মাস খ. চার মাস
গ. ছয় মাস ঘ. আট মাস
উত্তর : গ. ছয় মাস
১২৪. হাবিব ভাইয়ের কাছ থেকে বুধা কোন নতুন শব্দটি শোনে?
ক. যুদ্ধ খ. মুক্তি
গ. গণকবর ঘ. রাজাকার
উত্তর : গ. গণকবর
১২৫. বুধাদের গ্রামে কলেরার মহামারি কত দিন স্থায়ী ছিল?
ক. সাত দিন খ. দশ দিন
গ. পনেরো দিন ঘ. বিশ দিন
উত্তর : ক. সাত দিন
১২৬. বুধা কোথায় বসে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেছিল?
ক. কানু দয়ালের বাড়িতে খ. চাচির বাড়িতে
গ. আধপোড়া দোকান ঘরে ঘ. ধানক্ষেতের আড়ালে
উত্তর : ক. কানু দয়ালের বাড়িতে
১২৭. 'বানরের আবার চাঁদে যাওয়ার সাধ।'- মধু কেন বুধাকে এ কথা বলেছিল?
ক. বঙ্গবন্ধু নামে ডাকতে বলায়
খ. মিলিটারিদের প্রতিরোধ করার প্রতিজ্ঞা করায়
গ. স্বাধীনভাবে বাঁচার কথা বলায়
ঘ. মুক্তিযুদ্ধে যোগ দিতে চাওয়ায়
উত্তর : ক. বঙ্গবন্ধু নামে ডাকতে বলায়
১২৮. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত আলি কোন গাছের নিচে বাঁশের বেঞ্চি বসিয়ে চা বিক্রি করতে শুরু করেছে?
ক. নিমগাছ খ. কড়ইগাছ
গ. নারিকেলগাছ ঘ. আমগাছ
উত্তর : খ. কড়ইগাছ
১২৯. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল?
ক. মতিউর খ. আহাদ মুন্সি
গ. হাশেম মিয়া ঘ. জয়নাল চাচা
উত্তর : খ. আহাদ মুন্সি
১৩০. আলি ও মিঠু বুধাকে দেখে কী বুঝতে পারে?
ক. দেশটা স্বাধীন হবে
খ. বুধার স্মৃতি হারিয়ে গেছে
গ. যুদ্ধে যাওয়ার এখনই সময়
ঘ. মুক্তজীবন খুব আনন্দের
উত্তর : ক. দেশটা স্বাধীন হবে
১৩১. আহাদ মুন্সির বাড়ির পর কোথায় আগুন লাগে?
ক. মতিউরের বাড়িতে
খ. রাজাকার কমান্ডারের বাড়িতে
গ. মিলিটারিদের ক্যাম্পে
ঘ. আলির দোকান ঘরে
উত্তর : খ. রাজাকার কমান্ডারের বাড়িতে
১৩২. বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিল কেন?
ক. বাবা-মাকে হত্যার প্রতিশোধ নিতে
খ. যুদ্ধের অংশ হিসেবে
গ. অপমানের প্রতিশোধ নিতে
ঘ. মানসিক ভারসাম্যহীন বলে
উত্তর : খ. যুদ্ধের অংশ হিসেবে
১৩৩. বুধা ফুলকলিকে কী নামে ডাকবে?
ক. যুদ্ধ খ. জয় বাংলা
গ. মেশিনগান ঘ. আগুন
উত্তর : খ. জয় বাংলা
১৩৪. ফুলকলি বুধাকে কী নামে ডাকতে চায়?
ক. যুদ্ধ খ. বঙ্গবন্ধু
গ. জয় বাংলা ঘ. কাকতাড়ুয়া
উত্তর : ক. যুদ্ধ
১৩৫. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের পরিচয় কোনটি?
ক. ডাক্তার খ. শিল্পী
গ. আইনজীবী ঘ. সাংবাদিক
উত্তর : ঘ. সাংবাদিক
১৩৬. মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুধাকে কোনটির দায়িত্ব দেয়?
ক. রাজাকারের বাড়িতে আগুন দেওয়ার
খ. হানাদার ক্যাম্প রেকি করার
গ. আলি ও মিঠুকে খবর দেওয়ার
ঘ. গ্রামে মুক্তিবাহিনী গঠন করার
উত্তর : খ. হানাদার ক্যাম্প রেকি করার
১৩৭. বুধা মিলিটারি ক্যাম্পে যাওয়ার সময় সঙ্গে কী নেয়?
ক. আম খ. পেয়ারা
গ. কলা ঘ. কমলা
উত্তর : খ. পেয়ারা
১৩৮. মিলিটারিরা কোথায় ক্যাম্প বানিয়েছে?
ক. স্কুলঘরে খ. আধপোড়া বাজারে
গ. আহাদ মুন্সির বাড়িতে ঘ. বটগাছের নিচে
উত্তর : ক. স্কুলঘরে
পরবর্তী অংশ আগামী সংখ্যায়