প্রশ্ন : বাংলাদেশের কোন রাষ্ট্রপতি ইরাক-ইরান যুদ্ধ বন্ধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন?
উত্তর : প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান
প্রশ্ন : ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ?
উত্তর : ইংল্যান্ড
প্রশ্ন : আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল?
উত্তর : ১৯৮২ সালে
প্রশ্ন : ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে 'ফকল্যান্ড' নিয়ে যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২
প্রশ্ন : ভার্সেলিসের যুদ্ধে কারা জয়ী হয়?
উত্তর : ফ্রান্স
প্রশ্ন : আমেরিকা কবে প্রথম ইরাক আক্রমণ করে?
উত্তর : ১৯৯১
প্রশ্ন : ঙঢ়বৎধঃরড়হ উবংবৎঃ ঝঃৎড়স বলতে কোন যুদ্ধকে বোঝায়?
উত্তর : ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ
প্রশ্ন : কোন দেশের বিরুদ্ধে ঙঢ়বৎধঃরড়হ উবংবৎঃ ঝঃৎড়স পরিচালিত হয়-
উত্তর : ইরাক
প্রশ্ন : ঙঢ়বৎধঃরড়হ উবভবহংরাব ঝযরবষফ কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল?
উত্তর : ফিলিস্তিন
প্রশ্ন : আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান-
উত্তর : অপারেশন এনডুরিং ফ্রিডম
প্রশ্ন : ঙঢ়বৎধঃরড়হ ওৎধয়র ঋৎববফড়স' যুদ্ধ শুরু হয়েছিল কখন থেকে?
উত্তর : ২০০৩ সালের ২০ মার্চ
প্রশ্ন : সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করে?
উত্তর : মার্চ ২০০৩
প্রশ্ন : কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি?
উত্তর : ক্রুসেড
প্রশ্ন : 'ইমবেডেড জার্নালিজম' কোন অপারেশনের সঙ্গে যুক্ত?
উত্তর : অপারেশন ইরাকি ফ্রিডম
প্রশ্ন : ইরানের ইসলামী বিপস্নবের স্থপতি-
উত্তর : আয়াতুলস্নাহ খোমেনি
প্রশ্ন : ইরানে ইসলামিক বিপস্নব কখন সংঘটিত হয়?
উত্তর : ১৯৭৯