শেকৃবিতে জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্ব

প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
'প্রাণের মেলা কাজাখস্তানে' স্স্নোগান নিয়ে এ বছর বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ১১টি আঞ্চলিক উৎসব হয়েছে। শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় উৎসব। শুরু থেকে দেশব্যাপী আঞ্চলিক উৎসব আয়োজন করে আসছে জীববিজ্ঞান অলিম্পিয়াড। আঞ্চলিক উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় জাতীয় উৎসব। যার অন্যতম উদ্দেশ্য আন্তর্জাতিক জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করার জন্য চারজন চূড়ান্ত প্রতিযোগী বাছাই করা। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় আবাসিক বায়োক্যাম্প এবং অনাবাসিক বায়োক্যাম্প। এর মাধ্যমে সারা দেশের সাড়ে আট হাজারের বেশি শিক্ষার্থীর মধ্য থেকে চূড়ান্ত চারজন প্রতিযোগী বাছাই করা হবে। যারা টিম বাংলাদেশ হিসেবে আগামী ৭ থেকে ১৪ জুলাই কাজাখস্তানে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে লড়বে। যারা এ বছর বিভিন্ন আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ কিংবা দ্বিতীয় রানারআপ হয়েছে তারা জাতীয় জীববিজ্ঞান উৎসবের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।