প্রশ্ন : কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে?
উত্তর :১৯৪০
প্রশ্ন : প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল-
উত্তর : জাপান (ঔধঢ়ধহ)
প্রশ্ন :হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল-
উত্তর :১৯৪৫ সালের আগস্ট মাসে
প্রশ্ন :নাগাসাকিতে পারমাণবিক হামলা করা হয়-
উত্তর :১৯৪৫ সালের ৯ আগস্ট
প্রশ্ন :দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে-
উত্তর :১৯৪৫ সালের মে মাসে
প্রশ্ন :দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে-
উত্তর :আগস্ট, ১৯৪৫
প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন সালে?
উত্তর :১৯৪৫
প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়-
উত্তর :১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর
প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির-
উত্তর :নু্যরেমবার্গে
প্রশ্ন :কোরীয় যুদ্ধ কোন সালে শুরু হয়?
উত্তর : ১৯৫০
প্রশ্ন :১৯৬৭ আরব-ইসরাইল যুদ্ধের স্থায়িত্বকাল কতদিন?
উত্তর :৬ দিন
প্রশ্ন :ছয় দিনের যুদ্ধ যে সালে সংঘটিত হয়?
উত্তর :১৯৬৭
প্রশ্ন :গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ?
উত্তর :সিরিয়া ও ইসরাইল
প্রশ্ন :কোন বিতর্কিত ভূমি সিরিয়া ও ইসরাইলের মধ্যে অবস্থিত?
উত্তর :গোলান মালভূমি
প্রশ্ন :ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
উত্তর :১৯৬৭ সালে
প্রশ্ন :মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?
উত্তর :১৯৭৩ সালে
প্রশ্ন :আরব দেশগুলো পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
উত্তর :১৯৭৩ সালে
প্রশ্ন :ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়-
উত্তর :১৯৮০ সালে
প্রশ্ন :কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিবাদ ছিল?
উত্তর :শাত-ইল-আরব