শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

নেপোলিয়ন বোনাপার্ট ১৫ই আগস্ট ১৭৬৯ - ৫ই মে ১৮২১ তিনি ছিলেন একজন ফরাসি সম্রাট ও সামরিক অধিনায়ক, যিনি ফরাসি বিপস্নবের সময় খ্যাতি অর্জন করেছিলেন এবং বিপস্নবী যুদ্ধে বহু সফল সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।
শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ মে ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন :ওয়াটার লুর যুদ্ধ কোন সালে হয়েছিল?

উত্তর :১৮১৫

প্রশ্ন :বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'ওয়াটার লু কোন দেশে অবস্থিত?

উত্তর :বেলজিয়াম

প্রশ্ন :'ওয়াটার লু'র যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কী?

উত্তর :ডিউক অব ওয়েলিংটন

প্রশ্ন :ওয়াটার লুর যুদ্ধে কে পরাজিত হন?

উত্তর :নেপোলিয়ন

প্রশ্ন :যে দুটো দেশের মধ্যে আফিম যুদ্ধ (ঙঢ়রঁস ডধৎ) হয়-

উত্তর :চীন ও যুক্তরাজ্য

প্রশ্ন :প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?

উত্তর :সারায়েভো

প্রশ্ন :প্রথম মহাযুদ্ধ কোন সালে শুরু হয়?

উত্তর :১৯১৪

প্রশ্ন :প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়-

উত্তর :১৯১৮ সালের ১১ নভেম্বর

প্রশ্ন :প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল-

উত্তর :১৯১৪-১৯১৮

প্রশ্ন :প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?

উত্তর :উড্রো উইলসন

প্রশ্ন :ঞযব যরংংঃড়ৎরপধষ 'উ-ফধু' রং ৎবষধঃবফ রিঃয-/ঐতিহাসিক 'উ-ফধু' কোন ঘটনার সঙ্গে ঘটিত?

উত্তর :ঝবপড়হফ ড়িৎষফ ধিৎ

প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 'জাপান-জার্মানি ইতালি' এই তিন শক্তিকে একত্রে বলা হতো-

উত্তর :অক্ষশক্তি

প্রশ্ন :কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না?

উত্তর :ফ্রান্স

প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-

উত্তর :রুজভেল্ট ও ট্রুম্যান

প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?

উত্তর :জাপান

প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ কী?

উত্তর :পার্ল হারবারে বোমাবর্ষণ

প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে-

উত্তর :৭ ডিসেম্বর, ১৯৪১

প্রশ্ন :জাপান যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর বন্দর পার্ল হারবার আক্রমণ করে-

উত্তর : ১৯৪১

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে