'কাকতাড়ুয়া'
২০. উপন্যাসের দ্বিতীয় উপাদান কোনটি?
ক. পরিবেশ খ. চরিত্র
গ. কাহিনি ঘ. ভাষা
উত্তর :খ. চরিত্র
২১. সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৭ খ. ১৯৪৬
গ. ১৯৪৮ ঘ. ১৯৪১
উত্তর : ক. ১৯৪৭
২২. সেলিনা হোসেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
উত্তর :গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
২৩. সেলিনা হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকায় খ. রাজশাহীতে
গ. চট্টগ্রামে ঘ. বগুড়ায়
উত্তর :খ. রাজশাহীতে
২৪. সেলিনা হোসেনের উপন্যাস কোনটি?
ক. হাঙর নদী গ্রেনেড
খ. চরিত্রহীন
গ. বিষবৃক্ষ
ঘ. পথের পাঁচালি
উত্তর : ক. হাঙর নদী গ্রেনেড
২৫. সেলিনা হোসেন কত সালে ডিলিট উপাধি লাভ করেন?
ক. ২০০৫ খ. ২০১২
গ. ২০১০ ঘ. ২০০৩
উত্তর :গ. ২০১০
২৬. মহামারিতে গাঁয়ের কত লোক উজাড় হয়ে যায়?
ক. এক-তৃতীয়াংশ লোক খ. সব লোক
গ. এক-চতুর্থাংশ লোক ঘ. অর্ধেক লোক
উত্তর :ঘ. অর্ধেক লোক
২৭. পথ কাকে ডাকে?
ক. আহাদ মুন্সিকে খ. বুধাকে
গ. আলিকে ঘ. শাহাবুদ্দিনকে
উত্তর :খ. বুধাকে
২৮. বুধা ভাত-মাংস পেটপুরে কোথায় খেতে পায়?
ক. ঈদের দিন খ. কুলখানিতে
গ. বিয়ে বাড়িতে ঘ. চাচির বাড়িতে
উত্তর :গ. বিয়ে বাড়িতে
২৯. বুধার মা বুধাকে কার ভরসায় রেখে গেছে?
ক. চাচির ভরসায় খ. চাচার ভরসায়
গ. আলস্নাহর ভরসার ঘ. ভরসার নোলক বুয়ার
উত্তর : গ. আলস্নাহর ভরসার
৩০. কত বছর আগে বুধা মা-বাবা সবাইকে হারিয়েছে?
ক. এক বছর খ. দুই বছর
গ. তিন বছর ঘ. চার বছর
উত্তর :খ. দুই বছর
৩১. 'পালাও! তোমাদের বাঁচতে হবে তো।'- বুধা কাকে বলেছে?
ক. হরিকাকুকে খ. হরিকাকুর বউকে
গ. নোলক বুয়াকে ঘ. রানীকে
উত্তর :খ. হরিকাকুর বউকে
৩২. পোড়া বাজারের দিকে তাকিয়ে বুধার কোন অনুভূতি হয়?
ক. কাঁদতে ইচ্ছা করে খ. প্রতিশোধ নিতে ইচ্ছা করে
গ. দুঃখ হয় ঘ. হাসি পায়
উত্তর : খ. প্রতিশোধ নিতে ইচ্ছা করে
৩৩. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত বাজারে আগুন লাগায় কারা?
ক. রাজাকাররা খ. মিলিটারিরা
গ. ডাকাতরা ঘ. গ্রামের লোকেরা
উত্তর :খ. মিলিটারিরা
৩৪. কে বুধাকে সইতে পারেনি?
ক. হরিকাকু খ. নোলক বুয়া
গ. মিঠু ঘ. বুধার চাচি
উত্তর :ঘ. বুধার চাচি
৩৫. বুধার মতে কুন্তির বর কেমন হবে?
ক. সাদা ধবধবে খ. শ্যামলা বর্ণ
গ. কালো কুচকুচে ঘ. লাল টুকটুকে
উত্তর : ঘ. লাল টুকটুকে
৩৬. বুধাকে মুরব্বির মতো লাগে কার চোখে?
ক. বুধার চাচির খ. আহাদ মুন্সির
গ. ফুলকলির ঘ. কুন্তির
উত্তর : ঘ. কুন্তির
৩৭. কলেরার মহামারিতে বুধা এক রাতে কতজন আপনজনকে হারায়?
ক. ৫ জন খ. ৬ জন
গ. ৭ জন ঘ. ৮ জন
উত্তর :খ. ৬ জন
৩৮. বুধার চাচাতো ভাইবোন কত জন?
ক. আট জন খ. নয় জন
গ. সাত জন ঘ. ছয় জন
উত্তর : ক. আট জন
৩৯. কখন শাহাবুদ্দিন বুধার ছবি আঁকবে?
ক. বুধা মারা গেলে খ. দেশ স্বাধীন হলে
গ. বুধা সুস্থ হলে ঘ. ছুটি পেলে
উত্তর :খ. দেশ স্বাধীন হলে
৪০. বাঙ্কারের মধ্যে বুধা কী পুঁতে রাখে?
ক. গ্রেনেড খ. বারুদ
গ. মাইন ঘ. ছুরি
উত্তর :গ. মাইন
৪১. পাকিস্তানি সেনাদের কাছে বুধা তার নাম কী বলে?
ক. বঙ্গবন্ধু খ. বুধা
গ. যুদ্ধ ঘ. কাকতাড়ুয়া
উত্তর :ঘ. কাকতাড়ুয়া
৪২. বুধার মা কখন ভাপা পিঠা রাখত?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে
গ. শীতকালে ঘ. শরৎকালে
উত্তর : গ. শীতকালে
৪৩. শাহাবুদ্দিনের মতে গ্রামে কে একাই লড়াই করছে?
ক. আলি খ. মিঠু
গ. বুধা ঘ. আহাদ মুন্সি
উত্তর :গ. বুধা
৪৪. 'কাকতাড়ুয়া' উপন্যাসে উলিস্নখিত সাহাবুদ্দিন কোথায় পড়ে?
ক. ঢাকা কলেজে খ. জগন্নাথ কলেজে
গ. আর্ট কলেজে ঘ. তিতুমীর কলেজে
উত্তর :গ. আর্ট কলেজে
৪৫. স্বপ্নের আশ্চর্য দেশে বুধা কাকে পাশে দেখতে পায়?
ক. কুন্তিকে খ. মিঠু
গ. ফুলকলিকে ঘ. আলিকে
উত্তর :গ. ফুলকলিকে
৪৬. বুধার মতে কখন ফুলকলির দুঃখ থাকবে না?
ক. নতুন কাজ পেলে
খ. রাজাকার কমান্ডার মরে গেলে
গ. বুধা বড় হলে
ঘ. দেশ স্বাধীন হলে
উত্তর : ঘ. দেশ স্বাধীন হলে
৪৭. আলির মতে কী খেলে বুধার পেট ভরে?
ক. রোদ খ. জ্যোৎস্না
গ. বাতাস ঘ. বৃষ্টির পানি
উত্তর :ক. রোদ
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়