সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইউরেনাস আবিষ্কার করেন উইলিয়াম হার্শেল
প্রশ্ন :কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে? উত্তর :২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে। প্রশ্ন :বৃহস্পতি কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? উত্তর :৪,৩৩৩ দিনে। প্রশ্ন : ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়? উত্তর : ১৭৮১ সালে। প্রশ্ন :ইউরেনাস কে আবিষ্কার করেন? উত্তর :উইলিয়াম হার্শেল। প্রশ্ন : ইউরেনাস গ্রহের ব্যাস কত? উত্তর : ৫০,৭২৪ শস কিলোমিটার প্রায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫) প্রশ্ন : কত সালে ইরাক কুয়েত দখল করেছিল? উত্তর :১৯৯০ প্রশ্ন :সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ? উত্তর :গ্রিস ও তুরস্ক প্রশ্ন :ইনোসিস কী? উত্তর :বিভক্ত জার্মানির একত্রীকরণ প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া কোন দেশের অধীনে ছিল? উত্তর :জাপান প্রশ্ন :উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়? উত্তর :১৯৪৫ সালে প্রশ্ন :ঘড়ৎঃয অসবৎরপধহ ঋৎবব ঞৎধফব অমৎববসবহঃ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর :১৯৯৪ সালে প্রশ্ন :নাফটার (ঘড়ৎঃয অসবৎরপধহ ঋৎবব ঞৎধফব অমৎববসবহঃ) সদস্য নয়- উত্তর :ভেনিজুয়েলা প্রশ্ন :ঘঅঋঞঅ (ঘড়ৎঃয অসবৎরপধহ ঋৎবব ঞৎধফব অমৎববসবহঃ) ভুক্ত দেশ কয়টি কি কি এবং উদ্দেশ্য কী? উত্তর :গবীরপড়, ঈধহধফধ ধহফ টঝঅ : ঞৎধফব রিঃযড়ঁঃ ফঁঃু প্রশ্ন :এফটা (ঊঋঞঅ) বলতে বোঝায়- উত্তর :একটি বাণিজ্যিক গোষ্ঠী প্রশ্ন : আফ্রিকাভিত্তিক ঈঙগঊঝঅ হচ্ছে একটি- উত্তর :বাণিজ্যিক বস্নক প্রশ্ন :বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর :৬২৪ প্রশ্ন :ক্রুসেডের আনুমানিক সময়কাল কত? উত্তর : ১০৯৬-১২৯২ খ্রি.