শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

বাংলাদেশে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম

৪৪. বাংলাদেশের শহর সমাজসেবা কর্মসূচি প্রথম কোথায় শুরু হয়?

ক) কায়েতটুলি খ) কোনাবাড়ী,

গ) গোপীবাগ ঘ) মোহাম্মদপুর

উত্তর :ক) কায়েতটুলি

৪৫. বাংলাদেশে আধুনিক সমাজকল্যাণের বাস্তব প্রয়োগের সূচনা হয় কীসের মাধ্যমে?

ক) গ্রামীণ সমাজসেবার মাধ্যমে

খ) চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে

গ) জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে

ঘ) শহর সমাজসেবার মাধ্যমে

উত্তর : ঘ) শহর সমাজসেবার মাধ্যমে

৪৬. শহর সমষ্টির উন্নয়নে কত সালে 'উযধশধ টৎনধহ ঈড়সসঁহরঃু উবাবষড়ঢ়সবহঃ ইড়ধৎফ' গঠন করা হয়?

ক) ১৯৫৫ সালে খ) ১৯৫৬ সালে

গ) ১৯৫৭ সালে ঘ) ১৯৫৮ সালে

উত্তর :ক) ১৯৫৫ সালে

৪৭. বাংলাদেশের শহর সমাজসেবার জন্য ঢাকা প্রজেক্টে কত সালে চালু করা হয়?

ক) ১৯৫৪ সালে খ) ১৯৫৬ সালে

গ) ১৯৬০ সালে ঘ) ১৯৮০ সালে

উত্তর :ক) ১৯৫৪ সালে

৪৮. কত সালে বাংলাদেশের বিভিন্ন শহরে ১২টি 'শহর সমাজ উন্নয়ন প্রকল্প' চালু করা হয়?

ক) ১৯৫৮ খ) ১৯৫৯

গ) ১৯৬০ ঘ) ১৯৬১

উত্তর :গ) ১৯৬০

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

শহরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য পঞ্চাশের দশকে কর্মসূচিটির যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের ৬৪টি জেলায় ৮০টি ইউনিটের মাধ্যমে এ কর্মসূচির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

৪৯. উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচিটির নাম কী?

ক) গ্রামীণ সমাজসেবা

খ) শহর সমাজসেবা

গ) সমষ্টি উন্নয়ন কর্মসূচি

ঘ) বস্তি উন্নয়ন প্রকল্প

উত্তর : খ) শহর সমাজসেবা

৫০. উক্ত কর্মসূচিটির উলেস্নখযোগ্য কার্যক্রম হলো-

র. শিক্ষাবিষয়ক কার্যক্রম

রর. পরিবেশ উন্নয়ন কার্যক্রম

ররর. চিত্তবিনোদন কার্যক্রম

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৫১. শহর সমাজসেবা কর্মসূচির অন্যতম লক্ষ্য-

ক) শহর এলাকার সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন

খ) শহর এলাকার নিরক্ষরদের অক্ষরজ্ঞান দান

গ) বস্তিবাসীদের আর্থিক সহায়তা প্রদান

ঘ) অবকাঠামোগত উন্নয়ন

উত্তর : ক) শহর এলাকার সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন

৫২. সমাজসেবা অধিদপ্তরের ভিশন-

র. সমাজের অনগ্রসর ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণসাধন

রর. সামাজিক নিরাপত্তা প্রদান

ররর. ক্ষমতায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৫৩. বাংলাদেশে সরকারি সমাজসেবা কর্মসূচির উদ্দেশ্য হলো-

র. পশ্চাৎপদ দরিদ্র জনগোষ্ঠীর বহুমুখী চাহিদা ও সমস্যা মোকাবিলা করা

রর. এসব চাহিদা ও সমস্যায় বহুমুখী কর্মসূচি গ্রহণ

ররর. এসব জনগোষ্ঠীকে সচেতন ও দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪ ও ৫৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ঝিকরগাছার করিমালী একটি জনবহুল গ্রাম। সমাজকর্মী মনজুর সাহেব এ গ্রামের জনগণের মাঝে অধিক জনসংখ্যার কুফল ও পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তুলতে চান।

৫৪. অনুচ্ছেদে উলিস্নখিত কাজের জন্য মনজুর সাহেব সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করবেন?

ক) ব্যক্তি সমাজকম খ) সমষ্টি উন্নয়ন

গ) দল সমাজকর্ম ঘ) সমষ্টি সংগঠন

উত্তর :খ) সমষ্টি উন্নয়ন

৫৫. সমাজকর্মের উক্ত পদ্ধতির প্রয়োগের ফলে করিমালী গ্রামের জনগণ-

র. ছোট পরিবার গড়ে তুলতে উদ্বুদ্ধ হবে

রর. নিজেদের জীবনমান উন্নয়নে সচেষ্ট হবে

ররর. উচ্চশিক্ষায় শিক্ষিত হবে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

৫৬. গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বলতে কী বোঝায়?

ক) গ্রামীণ ঋণদান

খ) গ্রাম উনয়নমূলক বহুমুখী প্রক্রিয়া

গ) গ্রাম সালিসি কার্যক্রম

ঘ) গ্রাম পঞ্চায়েত

উত্তর : খ) গ্রাম উন্নয়নমূলক বহুমুখী প্রক্রিয়া

৫৭. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের প্রশাসনিক কাঠামো কাকে কেন্দ্র করে গড়ে ওঠে?

ক) সুপারভাইজার খ) উপজেলা সমাজসেবা কর্মকর্তা

গ) গ্রাম সমাজকর্মী ঘ) ইউনিয়ন সমাজকর্মী

উত্তর : ক) সুপারভাইজার

৫৮. পলস্নী সমাজসেবা কার্যক্রম সর্বপ্রথম কয়টি থানায় বাস্তবায়ন হয়?

ক) ২১ খ) ২০

গ) ১৯ ঘ) ১৮

উত্তর : গ) ১৯

৫৯. কত সালে দেশের সব থানার নাম উপজেলা করা হয়?

ক) ১৯৮৩ সালে খ) ১৯৮৪ সালে

গ ১৯৮৫ সালে ঘ) ১৯৮৬ সালে

উত্তর :খ) ১৯৮৪ সালে

৬০. গ্রামীণ সমাজসেবা কোন ধরনের উন্নয়ন প্রক্রিয়া?

ক) বহুমুখী খ) একমুখী

গ) বৈচিত্র্যপূর্ণ ঘ) সহযোগিতামূলক

উত্তর :ক) বহুমুখী

৬১. মোট কয়টি উপজেলায় গ্রামীণ সমাজসেবা কর্মসূচি পরিচালিত হচ্ছে?

ক) ৪৮৭ খ) ৪৮৮

গ) ৪৮৯ ঘ) ৪৯০

উত্তর :গ) ৪৮৯

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে