শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

৫২। 'পলিস্নজননী' কোনটিকে দূর দূর করে তাড়িয়ে দিতে চান?

ক) বাদুড় খ) কানাকুয়ো

গ) হুতুম ঘ) ডাহুক

উত্তর : গ) হুতুম

৫৩। পলিস্নজননীর ছেলের বন্ধুদের নাম হলো-

র. রহিম রর. করিম ররর. আজিজ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) রর ও ররর.

৫৪। জসীমউদ্‌দীনের বিদেশি ভাষায় অনূদিত গ্রন্থের নাম কী?

ক) নকশিকাঁথার মাঠ খ) চলে মুসাফির

গ) রাখালী ঘ) বালুচর

উত্তর : ক) নকশিকাঁথার মাঠ

'কাকতাড়ুয়া'

১. বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়?

ক. ৩ জন খ. ৪ জন

গ. ৫ জন ঘ. ৬ জন

উত্তর : খ. ৪ জন

২. চঞ্চু কথার অর্থ কী?

ক. পা খ. পাখা

গ. ঠোঁট ঘ. কান

উত্তর : গ. ঠোঁট

৩. হরিকাকুর সঙ্গে বুধার কোথায় দেখা হয়েছিল?

ক. জামতলায় খ. ফসলের মাঠে

গ. বাজারে ঘ. রাস্তায়

উত্তর : ক. জামতলায়

৪. শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিল কে?

ক. মতিউর খ. আহাদ মুন্সি

গ. হাশেম মিয়া ঘ. হরিবাবু

উত্তর : খ. আহাদ মুন্সি

৫. নিজের বোঝা নিজে বইব। বুধা এ বক্তব্যে ফুটে ওঠে-

ক. সাহস খ. আত্মবিশ্বাস

গ. স্বনির্ভরতা ঘ. দেশপ্রেম

উত্তর : খ. আত্মবিশ্বাস

৬. বিদেশি মানুষ এবং নিজেদের মানুষ সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকে কেন?

ক. যুদ্ধ করার জন্য খ. অত্যাচার করার জন্য

গ. বিরোধিতা করার জন্য ঘ. গণহত্যার জন্য

উত্তর : খ. অত্যাচার করার জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :

'কবর' নাটকে বর্ণিত ইন্সপেক্টর হাফিজ ভাই শহীদদের একটা গণকবরে মাটি চাপা দিতে চাইলে গোরখুঁড়েরা আপত্তি জানায়। তাদের বক্তব্য, 'মুসলমানের লাশ দাফন নাই, কাফন নাই তার ওপর আলাদা একটা কবর পাবে না তা হতে পারে না কভি নেহি।'

৭. উদ্দীপকের গোরখুঁড়েদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো-

ক. আহাদ মুন্সি খ. মতিউর

গ. বুধা ঘ. কুদ্দুস

উত্তর : গ. বুধা

৮. এরূপ সাদৃশ্যের কারণ হলো-জ্জ

ক. দেশপ্রেম খ. প্রতিবাদী মনোভাব

গ. সচেতনতা ঘ. প্রতিশোধ স্পৃহা

উত্তর : খ. প্রতিবাদী মনোভাব

৯. 'আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে'। কেন ভূতের বাড়ি হবে?

র. গণহত্যার কারণে

রর. লোকজন পালিয়ে যাওয়ায়

ররর. গ্রামটি জনশূন্য হওয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

১০. যুদ্ধে শত্রম্নরা কখন হেরে যায়?

ক. সবাই ঐক্যবদ্ধ হলে খ. আধুনিক অস্ত্র থাকলে

গ. উন্নত প্রশিক্ষণ থাকলে ঘ. সৈন্যসংখ্যা বেশি হলে

উত্তর : ক. সবাই ঐক্যবদ্ধ হলে

১১. উপন্যাস কী?

ক. গদ্যে লেখা একধরনের প্রবন্ধ

খ. গদ্যে লেখা একধরনের নাটক

গ. গদ্যে লেখা একধরনের গল্প

ঘ. গদ্যে লেখা একধরনের ইতিহাস

উত্তর : গ. গদ্যে লেখা একধরনের গল্প

১২. উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে কত হওয়া বাঞ্ছনীয়?

ক. বিশ হাজার খ. পঁচিশ হাজার

গ. দশ হাজার ঘ. পনেরো হাজার

উত্তর : খ. পঁচিশ হাজার

১৩. উপন্যাসের প্রধান উপাদান কী?

ক. কাহিনি খ. চরিত্র

গ. দৃশ্য ঘ. ভাষা

উত্তর : ক. কাহিনি

১৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক. ফুলমণি ও করুণার বিবরণ

খ. আলালের ঘরের দুলাল

গ. পথের পাঁচালি

ঘ. দুর্গেশ নন্দিনী

উত্তর : ঘ. দুর্গেশ নন্দিনী

১৫. 'চোখের বালি' কার লেখা উপন্যাস?

ক. রবীন্দ্রনাথ খ. বঙ্কিমচন্দ্র

গ. শরৎচন্দ্র ঘ. তারাশঙ্কর

উত্তর : ক. রবীন্দ্রনাথ

১৬. 'সূর্য-দীঘল বাড়ি' কার লেখা উপন্যাস?

ক. জহির রায়হান খ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

গ. আবু ইসহাক ঘ. শওকত ওসমান

উত্তর : গ. আবু ইসহাক

১৭. পদ্মা মেঘনা যমুনা কোন ধরনের উপন্যাস?

ক. মুক্তিযুদ্ধভিত্তিক

খ. ইতিহাসভিত্তিক

গ. মনস্তাত্ত্বিক

ঘ. দার্শনিক

উত্তর : ক. মুক্তিযুদ্ধভিত্তিক

১৮. বাংলা উপন্যাসে ঈর্ষণীয় জনপ্রিয়তা অর্জন করেন কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. বঙ্কিমচন্দ্র

গ. শরৎচন্দ্র

ঘ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

উত্তর : গ. শরৎচন্দ্র

১৯. নিচের কোনটি মনস্তাত্ত্বিক উপন্যাস?

ক. খেলাঘর খ. লালসালু

গ. চোখের বালি ঘ. গৃহদাহ

উত্তর : ক. খেলাঘর

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে