বাংলাদেশে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম
২৯. বাংলাদেশের সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে-
র. সরকারিভাবে
রর. বেসরকারিভাবে
ররর. প্রাতিষ্ঠানিকভাবে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৩০. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থাসমূহ হচ্ছে-
র. সমাজসেবা অধিদপ্তর
রর. বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ
ররর. জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
৩১. সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম শহর এলাকা থেকে গ্রাম পর্যায়ে বিস্তৃত হয় কীভাবে?
ক) গ্রামীণ সমাজসেবা গ্রহণের মাধ্যমে
খ) শহর সমাজসেবা গ্রহণের মাধ্যমে
গ) ব্র্যাকের কার্যক্রমের মাধ্যমে
ঘ) গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের মাধ্যমে
উত্তর : ক) গ্রামীণ সমাজসেবা গ্রহণের মাধ্যমে
৩২. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট আইন হলো-
র. ভবঘুরে আইন-১৯৪৩
রর. এতিম আইন-১৯৪৪
ররর. শিশু আইন-১৯৭৪
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৩৩. বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় রয়েছে-
র. গ্রামীণ সমাজসেবা কার্যক্রম
রর. আশ্রয়ণ প্রকল্প
ররর. বয়স্ক ভাতা কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
৩৪. সমষ্টির উন্নয়নে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে-
র. জনগণের নিজস্ব সম্পদ দ্বারা।
রর. সরকারের আর্থিক সহায়তায়
ররর. সরকারের কারিগরি সহায়তায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৩৫. কোন কাজটি গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
র. দল গঠন
রর. বৃত্তিমূলক প্রশিক্ষণ
ররর. ঋণদান কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৩৬. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের অন্যতম লক্ষ্য-
র. জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন
রর. সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা
ররর. দারিদ্র্য বিমোচন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : খ) র ও ররর
৩৭. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করা হয়-
র. আত্মসাহায্যের জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি
রর. দায়িত্বশীল নেতৃত্ব
ররর. সামাজিক বন্ধন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর
দাও :
শিমুলিয়া একটি দরিদ্র গ্রাম। এ গ্রামের বেকার শিক্ষিত যুবকদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকারিভাবে দেওয়া একটি প্রশিক্ষণ তাদের দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে।
৩৮. অনুচ্ছেদে বাংলাদেশ সরকারের কোন কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে?
ক) দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি খ) শহর সমাজসেবা
গ) গ্রামীণ সমাজসেবা ঘ) কিশোর উন্নয়নমূলক কার্যক্রম
উত্তর : গ) গ্রামীণ সমাজসেবা
৩৯. উক্ত কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো-
র. গ্রামীণ দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন
রর. গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো
ররর. গ্রামীণ জনগণকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
৪০. শহর সমাজসেবা গৃহীত হয় কোন সালে?
ক) ১৯৪৭ সালে খ) ১৯৭৪ সালে
গ) ১৯৫৪ সালে ঘ) ১৯৮১ সালে
উত্তর : গ) ১৯৫৪ সালে
৪১. টঈউচ-এর পূর্ণরূপ কী?
ক) টৎনধহ ঈড়সসঁহরঃু উরংধংঃবৎ চৎড়লবপঃ
খ) টৎনধহ ঈযৎরংঃরধহরঃু উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধসসব
গ) টৎনধহ ঈড়সসঁহরঃু উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ
ঘ) টৎনধহ ঈড়সসঁহরঃু উরংঃৎরপঃ চৎড়লবপঃ
উত্তর : গ) টৎনধহ ঈড়সসঁহরঃু উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ
৪২. টঝঝ-এর পূর্ণরূপ কোনটি?
ক) টৎনধহ ঝড়পরধষ ঝবৎারপব
খ) টৎনধহ ঝড়পরবঃু ঝবৎারপব
গ) টৎনধহ ঝড়পরবঃু ঝবৎারপব
ঘ) টৎনধহব ঝড়পরবঃু ঝবৎারপব
উত্তর : ক) টৎনধহ ঝড়পরধষ ঝবৎারপব
৪৩. শহর সমাজসেবা কার্যক্রমে 'অনুসন্ধান' গুরুত্বপূর্ণ কেন?
ক) সেবাকাজ মূল্যায়নে
খ) সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে
গ) রাজনৈতিক প্রভাব রাখতে
ঘ) সেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে
উত্তর : ঘ) সেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়