৩৬। 'পলিস্নজননী' কবিতায় 'পলিস্নজননী' কথাটির শাব্দিক অর্থ কী?
ক) পলিস্নর দরিদ্র মা খ) পলিস্নর সাধারণ মা
গ) পলিস্নর সব মা ঘ) গ্রামবাংলার মা
উত্তর :ঘ) গ্রামবাংলার মা
৩৭। 'পলিস্নজননী' কবিতায় রুগ্ণ ছেলেটির মরমর অবস্থাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) মরণের দূত খ) হুতুম
গ) নিবু নিবু দীপ ঘ) কুয়াশা কাফন
উত্তর :গ) নিবু নিবু দীপ
৩৮। 'পলিস্নজননী' কবিতায় 'রহিম চাচার ঝাড়া' কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) রোগবালাই থেকে মুক্তির উপায়
খ) রোগবালাই থেকে মুক্তির জন্য ফুঁ চিকিৎসা
গ) রোগবালাই থেকে মুক্তির জন্য ধর্মীয় চিকিৎসা
ঘ) রোগবালাই থেকে মুক্তির জন্য গায়েবি চিকিৎসা
উত্তর :ক) রোগবালাই থেকে মুক্তির উপায়
৩৯। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও
\হরহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
\হবাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি,
\হএকটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
\হ্ত উদ্দীপকটি 'পলিস্নজননী' কবিতার কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) শিয়রের কাছে নিবু নিবু দীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে
খ) ছোট কুঁড়েঘর, বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু
গ) রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি সাত-নরি শিকা ভরে
ঘ) আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা
উত্তর :খ) ছোট কুঁড়েঘর, বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু
৪০। সাদৃশ্যপূর্ণ দিকটিতে প্রকাশ পেয়েছে-
র. আনন্দ-আয়োজন
রর. দারিদ্র্য
ররর. মায়ের মনঃকষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র, রর ও ররর
উত্তর :খ) রর.
৪১। আসমানিদের গাঁয়ের ধারে পদ্ম পুকুর ভরে
\হব্যাঙের ছানা, শ্যাওলা পানা, কিলবিল বিল করে
\হউদ্দীপকটি 'পলিস্নজননী' কবিতার যে চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ্ত
\হর. ভনভন জমাট বেঁধেছে বুনো মশকের গান
\হরর. এঁদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ
\হররর. ছোট কুঁড়েঘর, বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু
নিচের কোনটি সঠিক?
ক) রও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর.
৪২। উক্ত সাদৃশ্য ফুটে কোন দিকটি ফুটে উঠেছে?
\হক) দারিদ্র্য
\হখ) পলিস্নর অস্বাস্থ্যকর পরিবেশ
\হগ) রোগ-শোক
\হঘ) গ্রামীণ সৌন্দর্য
উত্তর : খ) পলিস্নর অস্বাস্থ্যকর পরিবেশ
৪৩। 'নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান'্ত চরণটি দিয়ে কী বোঝাচ্ছে?
ক) মসজিদ আলোকিত করা
খ) দরগায় সাহায্য করা
গ) সন্তানের সুস্থতা কামনা করা
ঘ) সন্তানের সুখসমৃদ্ধি কামনা করা
উত্তর : গ) সন্তানের সুস্থতা কামনা করা
৪৪। ছেলের কোন প্রশ্নের উত্তর দিতে মায়ের মনঃকষ্ট দ্বিগুণ বেড়ে যেত?
ক) রহিম চাচার ঝাড়া তাকে রোগমুক্ত করতে পারবে কিনা
খ) রাত পোহাবার আর কতটা সময় বাকি আছে
গ) করিম, আজিজ কীভাবে মেলায় গেল
ঘ) ঘুম না এলে যে কি করতে পারে
উত্তর : গ) করিম, আজিজ কীভাবে মেলায় গেল
৪৫। 'পলিস্নজননী' কবিতায় 'সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা' চরণটিতে প্রকাশ পেয়েছে ্ত
র. সন্তানের মৃতু্য আশঙ্কা
রর. নিরাশার নিস্তব্ধতা
ররর. রাত্রির নীরবতা
\হনিচের কোনটি সঠিক?
\হক) র ও রর খ) র ও ররর
\হগ) ররও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : খ) র ও ররর.
৪৬। 'পলিস্নজননী' কবিতায় ছেলেটির রোগশয্যার পাশে জ্বলন্ত মাটির প্রদীপটি কী করে?
ক) বাতাসের সঙ্গে যুদ্ধ করে
খ) তেলের অভাবে মৃদু আলো ছড়ায়
গ) বাতাসের সঙ্গে খেলা জমায়
ঘ) নিবু নিবু হয়ে দীপটি ঘুরে ঘুরে জ্বলে
উত্তর : গ) বাতাসের সঙ্গে খেলা জমায়
৪৭। 'পলিস্নজননী' কবিতার ছেলেটির মা মনে মনে কী গুনছে?
ক) রাত পোহাবার সময়
খ) ছেলের আয়ু
গ) ছেলের বাড়ির ফেরার প্রহর
ঘ) চিকিৎসার খরচ
উত্তর :খ) ছেলের আয়ু
৪৮। 'পলিস্নজননী' কবিতার ছেলেটি তার কাছ থেকে কোন কথাটি আদায় করে নিয়েছে?
\হক) লাটাই যত্ন করে রাখার কথা
\হখ) সাত-নরি শিকা ভরে ঢ্যাপের মোয়া বেঁধে রাখার কথা
\হগ) হুড়ুমের কোলে ভরে খেজুরের গুড়ের নয়া পাটালি রাখার কথা
\হঘ) করিমের সঙ্গে খেলা করবার কথা
উত্তর : ঘ) করিমের সঙ্গে খেলা করবার কথা
৪৯। ঘন কুয়াশার মধ্যে কোনটির চলাচলের কথা বলা হয়েছে?
\হক) কানাকুয়ো খ) বাদুড়
গ) জোনাকি ঘ) হুতুম
উত্তর :গ) জোনাকি
৫০। হুতুম কোথায় ডাকে?
\হক) ঘরের চালে খ) বাঁশবনে
\হগ) সুপারি বনে ঘ) পচা ডোবায়
উত্তর : ক) ঘরের চালে
৫১। পলিস্নজননীর ছেলেটি কেন খুশিতে গান গাইছিল?
\হক) লাটাই পেয়ে খ) মোয়া পেয়ে
গ) বেথুল পেয়ে ঘ) পুতুল পেয়ে
উত্তর : গ) বেথুল পেয়ে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়