প্রশ্ন : সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
উত্তর :মিউ সাকাই।
প্রশ্ন :লাল গ্রহ কাকে বলা হয়?
উত্তর :মঙ্গল গ্রহকে।
প্রশ্ন :কোন গ্রহের চাঁদ নেই?
উত্তর :বুধ ও শুক্র।
প্রশ্ন :পৃথিবীর চেয়ে সূর্য কত বড়?
উত্তর :৩০০০০০ বার।
প্রশ্ন :হ্যালির ধূমকেতু আবার কখন পৃথিবী থেকে দৃশ্যমান হবে?
উত্তর :২০৬১ সালে।
প্রশ্ন :শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা কত?
উত্তর :৪৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি
প্রশ্ন :পৃথিবীর কতটি প্রাকৃতিকভাবে উপগ্রহ রয়েছে?
উত্তর :একটি, চাঁদ।
প্রশ্ন : মঙ্গল গ্রহের উলেস্নখযোগ্য উপগ্রহ কী?
উত্তর :ফোবস এবং ডিমোস।
প্রশ্ন :বৃহস্পতি গ্রহে কত ঘণ্টা দিন, কত ঘণ্টা রাত থাকে?
উত্তর :৫ ঘণ্টা।
প্রশ্ন :সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?
উত্তর :দুবার।
প্রশ্ন :কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার-ভাটা হয়?
উত্তর : চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
প্রশ্ন : পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?
উত্তর : ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
প্রশ্ন :কোন গ্রহটির প্রায় পৃথিবীর মতো ল্যান্ডমাস রয়েছে?
উত্তর : মঙ্গলগ্রহের।
প্রশ্ন :পস্নুটোর উলেস্নখযোগ্য উপগ্রহ কী?
উত্তর : চারন, নিক্স, হাইড্রা, কারবেরোস এবং স্টাইক্স।
প্রশ্ন : পস্নুটোর ব্যাস কত?
উত্তর : ৫৯১০ কিলোমিটার।
প্রশ্ন : পস্নুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উত্তর : ২৮৪ বছরে।
প্রশ্ন :পস্নুটোর কয়টি উপগ্রহ আছে?
উত্তর:১ টি।
প্রশ্ন :অ্যান্ড্রোমডা গ্যালাক্সিতে কয়টি তারা রয়েছে?
উত্তর :১ ট্রিলিয়ন।
প্রশ্ন : আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উত্তর : আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম লুব্ধক।
প্রশ্ন : শান্ত সাগর কোথায় অবস্থিত?
উত্তর : চাঁদে।