শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

বাংলাদেশে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম

৭. বর্তমানে কয়টি দপ্তরের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে?

ক) ২টি খ) ৩টি

গ) ৪টি ঘ) ৫টি

উত্তর :গ) ৪টি

৮. সমাজকল্যাণ মন্ত্রণালয় পৃথক মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে?

ক) ১৯৮৭ সালে খ) ১৯৮৮ সালে

গ) ১৯৮৯ সালে ঘ) ১৯৯১ সালে

উত্তর : গ) ১৯৮৯ সালে

৯. সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু উন্নয়ন কার্যক্রমের নাম কী?

ক) টঈউ খ) চওঈঅজ

গ) জঝঝ ঘ) জগঈ

উত্তর :খ) চওঈঅজ

১০. সমাজসেবা অধিদপ্তর কার্যক্রম পরিচালনা করছে-

র. সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে

রর. আর্থ-সামাজিক উন্নয়নের জন্য

ররর. বিভিন্ন সংগঠন তৈরির উদ্দেশ্যে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

১১. নিচের কোনটি সরকারি সমাজ উন্নয়ন সংস্থা?

ক) জঝঝ খ) টঘউচ

গ) ব্র্যাক ঘ) ইউনিসেফ

উত্তর :গ) ব্র্যাক

১২. গৃহহীন ছমির আলীকে একটি সরকারি প্রকল্পের খাস জমিতে বাসগৃহ প্রদান করা হয়েছে। এটি সরকার কর্তৃক গৃহীত কোন প্রকল্প?

ক) ক্ষুদ্র তহবিল প্রকল্প

খ) সকলের জন্য গৃহনির্মাণ প্রকল্প

গ) আশ্রয়ণ প্রকল্প

ঘ) একটি বাড়ি একটি খামার প্রকল্প

উত্তর :গ) আশ্রয়ণ প্রকল্প

১৩. বাংলাদেশে সরকারি সমাজসেবা বলতে বোঝায়্ত

ক) সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচি

খ) জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক পরিচালিত কর্মসূচি

গ) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কর্মসূচি

ঘ) শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট কর্তৃক পরিচালিত কর্মসূচি

উত্তর :ক) সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচি

১৪. সামাজিক উন্নয়ন বলতে বোঝায়-

ক) সমাজের মানুষের ইতিবাচক পরিবর্তন

খ) সমাজকাঠামোর উন্নয়ন

গ) সচ্ছল মানুষের উন্নয়ন

ঘ) নেতিবাচক পরিবর্তন

উত্তর :ক) সমাজের মানুষের ইতিবাচক পরিবর্তন

১৫. বাংলাদেশ সরকারি সমাজসেবা কার্যক্রমের সূচনা হয় কত সালে?

ক) ১৯২৯ সালে খ) ১৯৩৩ সালে

গ) ১৯৪৩ সালে ঘ) ১৯৬৪ সালে

উত্তর : গ) ১৯৪৩ সালে

১৬. কোনটি সমাজসেবা অধিদপ্তরের সবচেয়ে প্রাচীন কর্মসূচি?

ক) গ্রামীণ সমাজসেবা খ) শহর সমাজসেবা

গ) বয়স্ক ভাতা কর্মসূচি ঘ) মাতৃ মঙ্গল প্রকল্প

উত্তর : খ) শহর সমাজসেবা

১৭. জাতীয় সমাজকল্যাণ নীতি কত সালে প্রণীত হয়?

ক) ২০০৩ সালে খ) ২০০৪ সালে

গ) ২০০৫ সালে ঘ) ২০০৬ সালে

উত্তর : ঘ) ২০০৬ সালে

১৮. কত সালে গ্রামীণ পর্যায়ে পরীক্ষামূলক সমাজকল্যাণ কর্মসূচি চালু করা হয়?

ক) ১৯৭০ সালে খ) ১৯৭৪ সালে

গ) ১৯৭৮ সালে ঘ) ১৯৮২ সালে

উত্তর : খ) ১৯৭৪ সালে

১৯. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের লক্ষ্য হিসেবে যা অধিক উপযোগী-

র. মানবসম্পদ উন্নয়ন

রর. দারিদ্র্য হ্রাসকরণ

ররর. উন্নয়ন ও ক্ষমতায়ন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

২০. প্রতিবন্ধী কল্যাণ কার্যক্রম গ্রহণ করা হয় কখন?

ক) ১৯৪২ সালে খ) ১৯৫২ সালে

গ) ১৯৬২ সালে ঘ) ১৯৭২ সালে

উত্তর : ঘ) ১৯৭২ সালে

২১. সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা সেবা হলো-

র. আবাসন কার্যক্রম

রর. বয়স্কভাতা কার্যক্রম

ররর. মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) রর ও ররর

২২. সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠন করা হয় কখন?

ক) ১৯৪২ সালে খ) ১৯৫২ সালে

গ) ১৯৬২ সালে ঘ) ১৯৮৯ সালে

উত্তর : ঘ) ১৯৮৯ সালে

২৩. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয় কখন?

ক) ১৯৮৬ সালে গ) খ) ১৯৮৭ সালে

ঘ) ১৯৮৮ সালে ঘ) ১৯৮৯ সালে

উত্তর : ঘ) ১৯৮৯ সালে

২৪. গউএ-এর পূর্ণরূপ কী?

ক) গরষষবহরঁস উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং

খ) গরহড়ৎরঃু উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং

গ) গরহরসঁস উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং

ঘ) গরষষবহরঁস উবাবষড়ঢ়সবহঃ এঁরফবষরহবং

উত্তর : ক) গরষষবহরঁস উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং

২৫. চজঝচ-এর পূর্ণরূপ কী?

ক) চড়াবৎঃু জবফঁপঃরড়হ ঝঃৎধঃবমু চধঢ়বৎং

খ) চবড়ঢ়ষব জবফঁপঃরড়হ ঝঃৎধঃবমু চধঢ়বৎ

গ) চড়াবৎঃু জবফঁপঃরড়হ ঝঃৎধঃবমু চবড়ঢ়ষব

ঘ) চঁনষরপ জবধষ ঝঃৎধঃবমু চধঢ়বৎ

উত্তর : ক) চড়াবৎঃু জবফঁপঃরড়হ ঝঃৎধঃবমু চধঢ়বৎং

২৬. দরিদ্র রোগীদের সাহায্যার্থে পরিচালিত কর্মসূচি কার্যকর বাস্তবায়ন নিশ্চিতকরণের ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?

ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়

খ) স্বাস্থ্য মন্ত্রণালয়

গ) আইন মন্ত্রণালয়

ঘ) সমবায় মন্ত্রণালয়

উত্তর :ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়

২৭. জাতিসংঘের সহযোগিতায় কাদের জন্য তিন মাসের প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়?

ক) চিকিৎসকদের খ) আইনজীবীদের

গ) সমাজকর্মীদের ঘ) সাংবাদিকদের

উত্তর :গ) সমাজকর্মীদের

২৮. ১৯৭৪ সালের পূর্ব পর্যন্ত সরকারি সমাজকল্যাণ কার্যক্রম কোথায় সীমাবদ্ধ ছিল?

ক) গ্রামে খ) মহলস্নায়

গ) পাড়ায় ঘ) শহরে

উত্তর :ঘ) শহরে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে