শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

পলিস্নজননী

১৮। ছেলে কোনটিকে যতন করে রাখার আবদার তুলেছে?

ক. ঘুড়ি খ. লাটাই

গ. বাঁশি ঘ. বড়শি

উত্তর :খ. লাটাই

১৯। 'পলিস্নজননী' কবিতায় কোন শিকার নাম করা হয়েছে?

ক. সমুদ্রকলি খ. ফুলঝুরি

গ. সাতনরি ঘ. বসন্তবাহার

উত্তর :গ. সাতনরি

২০। মা ছেলের রোগমুক্তির জন্য কজনের কাছে আকুতি জানিয়েছেন?

ক. একজনের খ. দুজনের

গ. তিনজনের ঘ. চারজনের

উত্তর :গ. তিনজনের

২১। ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?

ক. দুই জায়গায় খ. তিন জায়গায়

গ. চার জায়গায় ঘ. পাঁচ জায়গায়

উত্তর :ক. দুই জায়গায়

২২। ছেলে মাকে না বলে কোথায় গিয়েছিল?

ক. বিলে খ. মাঠে

গ. বনে ঘ. নদীতে

উত্তর :গ. বনে

২৩। মায়ের ভাষায় মুসলমানের কোনটি দেখতে নাই?

ক. যাত্রা খ. বায়োস্কোপ

গ. আড়ং ঘ. খেলা

উত্তর :গ. আড়ং

২৪। 'হুড়ুম' শব্দ দ্বারা কবি কোনটিকে নির্দেশ করেছেন?

ক. চিরা খ. খই

গ. ছাতু ঘ. মুড়ি

উত্তর :ঘ. মুড়ি

২৫। যে পাখিগুলোর নাম 'পলিস্নজননী' কবিতায় এসেছে-

র. দোয়েল, ডাহুক, কানাকুয়ো

রর. কানাকুয়ো, বাদুর, হুতুম

ররর. হুতুম, ডাহুক, বাদুর

কোনটি সঠিক?

ক. র খ. রর ও ররর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও-

'ছেলে জেদি, পড়তে চায় না। কেবল খেলার নেশা। হরেক বায়না। মা ভাবেন, নসু কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে।'

২৬। উদ্দীপকের ভাবনাটি পলিস্নজননীর যে পরিচয়টি মনে করিয়ে দেয়-

ক. ধর্মবোধ খ. ভুল চিকিৎসা

গ. কুসংস্কার ঘ. অতিভাবনা

উত্তর :গ. কুসংস্কার

২৭। যে চরণে উলিস্নখিত ভাবের পরিচয় আছে-

র. ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর

রর. যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়ার কোণে

ররর. মরণের দূত এলো বুঝি হায় হাঁকে মায় দূর দূর

কোনটি সঠিক?

ক. র খ. রর ও ররর

গ. র ও রর ঘ. র, রর ও ররর.

উত্তর :ক. র

২৮। 'আড়ং' শব্দের অর্থ কী?

ক. সমাবেশ খ. হাট

গ. স্থান ঘ. উৎসব

উত্তর :খ. হাট

২৯। 'হর্ষে' শব্দটির দ্বারা কবি কোনটি বোঝাতে চেয়েছেন?

ক. বেদনা খ. আগ্রহ

গ. উত্তেজনা ঘ. আনন্দ

উত্তর :ঘ. আনন্দ

৩০। 'পলিস্নজননী' কবিতায় 'জোনাকি' শব্দটি কবি কবার ব্যবহার করেছেন?

ক. একবার খ. দুবার

গ. তিনবার ঘ. বারচারেক

উত্তর :খ. দুবার

৩১। 'পলিস্নজননী' কবিতার ছেলেটি তার রোগ যন্ত্রণার কথা কোন চরণে প্রকাশ করেছে?

ক) ভালো যে লাগে না, এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে

খ) ভালো করে দাও আলস্না-রসুল ভালো করে দাও পীর

গ) মাগো, পায়ে পড়ি ভালো হই যদি কাল

ঘ) এখনি আমারে এত রোগ হতে করিতে পারেত খাড়া?

উত্তর :ক) ভালো যে লাগে না, এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে

৩২। 'পলিস্নজননী' কবিতায় পলিস্নমায়ের শঙ্কার কারণ-র. সন্ধ্যা হলেও ছেলে ঘরে ফেরেনি

রর. রোগের তীব্রতা

\হররর. মাটির প্রদীপের বাতাসে নিবু নিবু অবস্থা

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও রর ঘ) র ও ররর

উত্তর :খ) রর

৩৩। 'পলিস্নজননী' কবিতার মায়ের প্রাণ শঙ্কায় ভরে ওঠে-

\হর. বাদুড়ের পাখার বাতাসে সুপারির বন হেলে পড়ায় অমঙ্গলের কথা ভেবে

\হরর. বুনো পথে জোনাকির ঘন কুয়াশা ভেদ করে চলাচলের কারণে

\হররর. বাঁশবনে কানাকুয়োর ডাক শুনে

\হনিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৩৪। 'পলিস্নজননী' কবিতার মূল কথা কী?

ক) অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ

খ) মায়ের অসহায়ত্ব

গ) সন্তানকে ঘিরে মায়ের সুখ-দুঃখের চিত্র

ঘ) পলিস্নর অস্বাস্থ্যকর পরিবেশ ও জীবনযাত্রা

উত্তর : ক) অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ

৩৫। 'পলিস্নজননী' কবিতায় রুগ্‌ণ ছেলেটির রাগ কোন কথাটিতে প্রকাশ পেয়েছে?

ক) কত রাত আছে, কখন সকাল হবে?

খ) ভালো যে লাগে না, এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে?

গ) ঘুম যে আসে না, কি করিব আমি তার?

ঘ) এখনি আমারে এত রোগ হতে করিতে পারেত খাড়া?

উত্তর :গ) ঘুম যে আসে না, কি করিব আমি তার?

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে