জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :বুধের ব্যাস কত? উত্তর :৩০৩২ মাইল (৪৮৭৯ কিমি) প্রশ্ন : শুক্রের ব্যাস কত? উত্তর :৭,৫২১ মাইল (১২,১০৪ কিমি)। প্রশ্ন :পৃথিবীর ব্যাস কত? উত্তর :৭,৯১৮ মাইল (১২,৭৪২ কিমি) প্রশ্ন :মঙ্গলগ্রহের ব্যাস কত? উত্তর :৪,২১২ মাইল (৬,৭৭৯ কিমি) প্রশ্ন :আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর :বৃহস্পতি গ্রহ। প্রশ্ন :কোন গ্রহের সর্বাধিক চাঁদ রয়েছে? উত্তর :সর্বাধিক সংখ্যার চাঁদযুক্ত গ্রহ হলো বৃহস্পতি, যার ৬৬টি চাঁদ রয়েছে। প্রশ্ন :সৌরজগতের সবচেয়ে গরম পস্ন্যানেট কোনটি? উত্তর :শুক্র। প্রশ্ন :কোন গ্রহ সূর্যের সবচেয়ে কাছাকাছি? উত্তর :সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। প্রশ্ন :সমস্ত গ্রহের মধ্যে শীতলতম এবং ক্ষুদ্রতম কোনটি? উত্তর :পস্নুট/চখটঞঙ. প্রশ্ন :ভূত্বক কী? উত্তর :পৃথিবীর উপরের স্তর, যা মূলত শিলা দ্বারা গঠিত। এর পুরুত্ব ৫ কিমি থেকে ৬০ কিলোমিটার এবং ঘনত্ব ২.৭ থেকে ৩ অবধি রয়েছে। প্রশ্ন :পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী? উত্তর :চাঁদ। প্রশ্ন :পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত? উত্তর :২,৩৮,৮৫৫ মাইল (৩,৮৪,৪০০ কিমি)। প্রশ্ন :চাঁদের পরিধি কত? উত্তর :১০,৯২১ কিমি। প্রশ্ন :চাঁদের বয়স কত? উত্তর :৪.৫৩ বিলিয়ন বছর। প্রশ্ন :চাঁদের পরিধি কী? উত্তর :১০,৯২১ শস প্রশ্ন :কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে? উত্তর :শুক্র। প্রশ্ন :সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর :সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরাই। প্রশ্ন :সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে? উত্তর :১৭৫৯ সালে। প্রশ্ন :সবচেয়ে ভারী নক্ষত্রের নাম কী? উত্তর : ইটা ক্যারিনি।