বই পড়া
২৬. যারা পাস করতে পারেনি তারাই দেশকে রক্ষা করেছে। কথাটি কোন দেশ সম্পর্কে বলা হয়েছে?
ক. রাশিয়া খ. ফ্রান্স
গ. নাইজেরিয়া ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর :খ. ফ্রান্স
২৭. লেখক প্রমথ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না?
ক. সাহিত্য খ. লাইব্রেরি
গ. শিক্ষা ঘ. জীবনীশক্তি
উত্তর :খ. লাইব্রেরি
২৮. 'বই পড়া' প্রবন্ধে সাধারণ বিশ্বাসে কাদের অলস বলা হয়েছে?
ক. যারা অর্থ উপার্জনে বিমুখ
খ. যারা স্বেচ্ছায় বই পড়ে
গ. যারা লেখাপড়ায় উৎসাহী নয়
ঘ. যারা কর্মবিমুখ
উত্তর :খ. যারা স্বেচ্ছায় বই পড়ে
২৯. মনের দাবি রক্ষা না করলে কী বাঁচে না-
ক. জীবন খ. আত্মা
গ. মনুষ্যত্ব ঘ. বিবেক
উত্তর : খ. আত্মা
৩০. 'ব্যাধিই সংক্রমক, স্বাস্থ্য নয়।' এই উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?
ক. আমাদের কু-অভ্যাস প্রসঙ্গে
খ. আমাদের রোগব্যাধি প্রসঙ্গে
গ. আমাদের কুসংস্কার প্রসঙ্গে
ঘ. আমাদের শিক্ষার দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে
উত্তর : ঘ. আমাদের শিক্ষার দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে
পলিস্নজননী
১। বাঁশবনে বসে কোন পাখি ডাকে?
ক. কোকিল খ. কানাকুয়ো
গ. হুতুম ঘ. দোয়েল
উত্তর : খ. কানাকুয়ো
২। নিচের কোন চিত্রটি সন্তানের অমঙ্গলের প্রতীক?
ক. নিবু নিবু দীপ খ. ঘোর অন্ধকার
গ. হুতুমের ডাক ঘ. ঝড়ের কাঁপন
উত্তর :গ. হুতুমের ডাক
৩। জসীমউদ্দীন ফরিদপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. গোবিন্দপুর খ. তাম্বুলখানা
গ. মাহমুদপুর ঘ. কদমতলী
উত্তর :খ. তাম্বুলখানা
৪। জসীমউদ্দীনের কোন কাব্য বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
ক. রাখালী খ. নকশিকাঁথার মাঠ
গ. বালুচর ঘ. সোজন বাদিয়ার ঘাট
উত্তর :খ. নকশিকাঁথার মাঠ
৫। 'পলিস্নজননী' কবিতায় কোথায় 'নিবু নিবু দীপ' ঘুরিয়া ঘুরিয়া জ্বলে?
ক. শিয়রের কাছে খ. দুয়ারের কাছে
গ. দীপদানিতে ঘ. টেবিলের উপর
উত্তর :ক. শিয়রের কাছে
৬। 'পলিস্নজননী' কবিতায় ছেলের ঘুম আসে না কেন?
ক. বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার জন্য
খ. গোপন অভিযানে যাওয়ার জন্য
গ. পেটের ক্ষুধার কারণে
ঘ. রোগযন্ত্রণার কারণে
উত্তর :ঘ. রোগযন্ত্রণার কারণে
৭। কোন শব্দগুচ্ছের দ্বারা পলিস্নজননীর দারিদ্র্যের পরিচয় পাওয়া যায়?
ক. এঁদো ডোবা খ. ছোট কুঁড়েঘর
গ. নিবু নিবু দীপ ঘ. ঘোর ঘোর আন্ধার
উত্তর :খ. ছোট কুঁঁড়েঘর
৮। 'পলিস্নজননী' কবিতায় উলিস্নখিত ছেলে কোন বয়সি?
ক. শিশু খ. বালক
গ. কিশোর ঘ. যুবক
উত্তর :গ. কিশোর
৯। কোথা থেকে পচান পাতার ঘ্রাণ বের হচ্ছে?
ক. এঁদো ডোবা খ. এঁদো পুকুর
গ. পচা নর্দমা ঘ. মজা পুকুর
উত্তর :ক. এঁদো ডোবা
১০। ছেলে কোনটার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করেছে?
ক. বিকাল খ. দুপুর
গ. সন্ধ্যা ঘ. সকাল
উত্তর :ঘ. সকাল
১১। 'সারা গায়ে দেয় হাত' বলতে কী বোঝানো হয়েছে?
ক. মৃদু শাসন খ. সোহাগ
গ. সান্ত্বনা ঘ. দোয়া
উত্তর :খ. সোহাগ
১২। স্রষ্টার সাহায্য প্রত্যাশায় মা কোন কাজটি করেছেন?
ক. পীরের দোয়া কামনা
খ. রোজা মানত
গ. নামাজের ঘরে মোমবাতি মানত
ঘ. চোখের জলে মোনাজাত
উত্তর :গ. নামাজের ঘরে মোমবাতি মানত
১৩। 'পলিস্নজননী' কবিতায় কয়টি পাখির নাম রয়েছে?
ক. চারটি খ. পাঁচটি
গ. ছয়টি ঘ. সাতটি
উত্তর :ক. চারটি
১৪। কানাকুয়ো বাঁশবনে বসে ডাকে কেন?
ক. অন্য পাখিদের ভয়ে খ. স্বাচ্ছন্দ্যবোধ করে
গ. সাপকোপের ভয়ে ঘ. ওখানেই তার বাস
উত্তর :ঘ. ওখানেই তার বাস
১৫। 'যে কথা ভাবিতে পরাণ শিহরে' কোন কথা?
ক. সংসারের খ. ছেলের মৃতু্যর
গ. আয়-রোজগারের ঘ. নিঃসঙ্গ জীবনের
উত্তর :খ. ছেলের মৃতু্যর
১৬। ছেলে কার সঙ্গে খেলতে যাওয়ার বায়না ধরে?
ক. করিমের খ. রহিমের
গ. আবিরের ঘ. মাসুদের
উত্তর :ক. করিমের
১৭। 'ওঝা' বোঝাতে 'পলিস্নজননী' কবিতায় কোন নামটি এসেছে?
ক. আজিজ খ. সোলেমান
গ. করিম ঘ. রহিম
উত্তর :ঘ. রহিম
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়