প্রশ্ন: কত সালে 'আওয়ামী মুসলিম লীগ' থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়?
উত্তর: ১৯৫৫ সালে।
প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম কী ছিল?
উত্তর: রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।
প্রশ্ন: গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আসাদ কবে নিহত হয়?
উত্তর:১৯৬৯ সালের ২০ জানুয়ারি।
প্রশ্ন:শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' উপাধি কখন ও কে প্রদান করেন?
উত্তর:১৯৭১ সালের ৩ মার্চ, আ.স.ম আব্দুর রব।
প্রশ্ন: মুজিব নগর সরকার শপথ নেয় কত তারিখে?
উত্তর:১৭ এপ্রিল, ১৯৭১ সালের।
প্রশ্ন :আমাদের সৌরজগতের কেন্দ্রস্থলে কোন তারা রয়েছে?
উত্তর :সূর্য।
প্রশ্ন :সৌরজগতের কত শতাংশ ভর সূর্যের রয়েছে?
উত্তর :৯৯.৮ শতাংশ।
প্রশ্ন : মিল্কি ওয়েতে কয়টি তারা?
উত্তর : ১০০ বিলিয়ন এরও বেশি।
প্রশ্ন :সূর্যের জন্ম কখন হয়েছিল?
উত্তর :প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে।
প্রশ্ন : সূর্য ও পৃথিবীর দূরত্ব কত?
উত্তর : ৯২,৯৬০,০০০ মাইল (১৪৯,৬০০,০০০ কিলোমিটার)।
প্রশ্ন :পৃথিবীতে পৌঁছতে সূর্যকিরণগুলো কত সময় নেয়?
উত্তর :৮ মিনিট।
প্রশ্ন :নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি-
উত্তর :৪০,০৭৫ কিমি
প্রশ্ন :মেরু অঞ্চলে পৃথিবীর পরিধি-
উত্তর :৪০,০২৪ কিমি।
প্রশ্ন :পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ-
উত্তর :৬,৩৭৭ কিলোমিটার।
প্রশ্ন :পৃথিবীর মোট ভর-
উত্তর :৫.৯৮ ী ১০২৪কেজি।
প্রশ্ন :পৃথিবীর আনুমানিক বয়স কত?
উত্তর :পৃথিবীর আনুমানিক বয়স ৪,৫০০ মিলিয়ন বছর।
প্রশ্ন :পৃথিবীর কক্ষপথে (সূর্যের চারপাশে) পৃথিবীর গড় বেগ কত?
উত্তর :১০৭,২১৮ কিমি/ঘণ্টা হয়।
প্রশ্ন :কোন গ্রহটি মর্নিং স্টার বা সান্ধ্য তারকা হিসেবে পরিচিত?
উত্তর :শুক্র।
প্রশ্ন :পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর : শুক্র।