শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

আমানুলস্নাহ মোহাম্মদ আসাদুজ্জামান জুন ১০, ১৯৪২-জানুয়ারি ২০, ১৯৬৯ তিনি একজন শহীদ ছাত্রনেতা। তিনি আইয়ুব খানের পতনের দাবিতে মিছিল করার সময় জানুয়ারি ২০, ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হন। তবে তিনি সর্বসমক্ষে শহীদ আসাদ নামেই অধিক পরিচিত ব্যক্তিত্ব।
শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন: কত সালে 'আওয়ামী মুসলিম লীগ' থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়?

উত্তর: ১৯৫৫ সালে।

প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম কী ছিল?

উত্তর: রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।

প্রশ্ন: গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আসাদ কবে নিহত হয়?

উত্তর:১৯৬৯ সালের ২০ জানুয়ারি।

প্রশ্ন:শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' উপাধি কখন ও কে প্রদান করেন?

উত্তর:১৯৭১ সালের ৩ মার্চ, আ.স.ম আব্দুর রব।

প্রশ্ন: মুজিব নগর সরকার শপথ নেয় কত তারিখে?

উত্তর:১৭ এপ্রিল, ১৯৭১ সালের।

প্রশ্ন :আমাদের সৌরজগতের কেন্দ্রস্থলে কোন তারা রয়েছে?

উত্তর :সূর্য।

প্রশ্ন :সৌরজগতের কত শতাংশ ভর সূর্যের রয়েছে?

উত্তর :৯৯.৮ শতাংশ।

প্রশ্ন : মিল্কি ওয়েতে কয়টি তারা?

উত্তর : ১০০ বিলিয়ন এরও বেশি।

প্রশ্ন :সূর্যের জন্ম কখন হয়েছিল?

উত্তর :প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে।

প্রশ্ন : সূর্য ও পৃথিবীর দূরত্ব কত?

উত্তর : ৯২,৯৬০,০০০ মাইল (১৪৯,৬০০,০০০ কিলোমিটার)।

প্রশ্ন :পৃথিবীতে পৌঁছতে সূর্যকিরণগুলো কত সময় নেয়?

উত্তর :৮ মিনিট।

প্রশ্ন :নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি-

উত্তর :৪০,০৭৫ কিমি

প্রশ্ন :মেরু অঞ্চলে পৃথিবীর পরিধি-

উত্তর :৪০,০২৪ কিমি।

প্রশ্ন :পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ-

উত্তর :৬,৩৭৭ কিলোমিটার।

প্রশ্ন :পৃথিবীর মোট ভর-

উত্তর :৫.৯৮ ী ১০২৪কেজি।

প্রশ্ন :পৃথিবীর আনুমানিক বয়স কত?

উত্তর :পৃথিবীর আনুমানিক বয়স ৪,৫০০ মিলিয়ন বছর।

প্রশ্ন :পৃথিবীর কক্ষপথে (সূর্যের চারপাশে) পৃথিবীর গড় বেগ কত?

উত্তর :১০৭,২১৮ কিমি/ঘণ্টা হয়।

প্রশ্ন :কোন গ্রহটি মর্নিং স্টার বা সান্ধ্য তারকা হিসেবে পরিচিত?

উত্তর :শুক্র।

প্রশ্ন :পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

উত্তর : শুক্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে