শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

৯৬. 'অহ ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় :যব চযরষড়ংড়ঢ়যু ড়ভ খধ'ি গ্রন্থের রচয়িতা কে?

ক) জেরি অ্যান্ড জেরি খ) উড্রো উইলসন

গ) হেনরি মেইন ঘ) ডিন রস্কো পাউন্ড

উত্তর : ঘ) ডিন রস্কো পাউন্ড

৯৭. কোন আইনটি কুসংস্কার দূরীকরণের সাথে সংশ্লিষ্ট?

ক) সতীদাহ প্রথা উচ্ছেদ আইন

খ) শ্রমিক ক্ষতিপূরণ আইন

গ) বাল্যবিবাহ নিরোধ আইন

ঘ) মাতৃকল্যাণ আইন

উত্তর :ক) সতীদাহ প্রথা উচ্ছেদ আইন

৯৮. সামাজিক আইন মানুষের কোন আচরণ নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রণীত হয়?

ক) বাহ্যিক খ) কাঙ্ক্ষিত

গ) স্বাভাবিক ঘ) অভ্যন্তরীণ

উত্তর :ক) বাহ্যিক

৯৯. সমাজ সংস্কারের ক্ষেত্রে অনেক সময় কোনটি বাধা হয়ে দাঁড়ায়?

ক ) ধর্মে বিশ্বাস খ) অন্ধবিশ্বাস

গ) বাহ্যিক বস্তুতে বিশ্বাস ঘ) দৃঢ় বিশ্বাস

উত্তর :খ) অন্ধবিশ্বাস

১০০. সামাজিক আইন সবার মাঝে কোন ধরনের সুযোগ-সুবিধা সমানভাবে বণ্টন করে?

ক) রাজনৈতিক

খ) অর্থনৈতিক

গ) সামাজিক ঘ) সাংস্কৃতিক

উত্তর : গ) সামাজিক

১০১. সামাজিক সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় কীভাবে?

ক) সামাজিক আইনের মাধ্যমে

খ) সামাজিক পরিকল্পনার মাধ্যমে

গ) সামাজিক গবেষণার মাধ্যমে

ঘ) সামাজিক কার্যক্রমের মাধ্যমে

উত্তর : ক) সামাজিক আইনের মাধ্যমে

১০২. সামাজিক সাম্য ও ন্যায়বিচারের রক্ষাকবচ কী?

ক) আদালত খ) জাতীয় সংসদ

গ) সুপ্রিম কোর্ট ঘ) সামাজিক আইন

উত্তর : ঘ) সামাজিক আইন

১০৩. আমাদের দেশে সামাজিক আইন প্রণয়ন করা হয়-

র. মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য

রর. সমাজের মানুষের অধিকার রক্ষার জন্য

ররর. মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

১০৪. শাকিল সামাজিক আইনের উদ্দেশ্য সম্পর্কে পড়তে গিয়ে ড. ডি. পল চৌধুরীর মতামতটি পড়ল। শাকিলের পঠিত মনীষীর মতে সামাজিক আইনের উদ্দেশ্য হলো-

র. সমাজের অনাকাঙ্ক্ষিত অবস্থা নিরসন

রর. সমাজের অবাঞ্ছিত অবস্থা নিরসন

ররর. জনকল্যাণ ও প্রগতি অর্জন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

১০৫. সামাজিক আইনের উদ্দেশ্য হলো-

র. মানুষের সামাজিক আচরণ নিয়ন্ত্রণ

রর. সম্পদ ও সুযোগ-সুবিধার সুষ্ঠু বণ্টন

ররর. সামাজিক নিরাপত্তার ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

১০৬. সমাজ সংস্কারের ক্ষেত্রে উলেস্নখযোগ্য পদক্ষেপ হলো-

র. সতীদাহ প্রথা উচ্ছেদ আইন

রর. কারখানা আইন

ররর. বিধবা বিবাহ আইন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

১০৭. সামাজিক আইন প্রয়োগে সবচেয়ে বড় বাধা কোনটি?

ক) অশিক্ষা খ) নিরক্ষরতা

গ) কুসংস্কার ঘ) সচেতনতার অভাব

উত্তর : ঘ) সচেতনতার অভাব

১০৮. সমাজের প্রেক্ষাপটে সরকার বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক আইন প্রণয়ন করছে কেন?

ক) দলীয় স্বার্থে

খ) ব্যক্তিগত স্বার্থে

গ) সমাজের মানুষের স্বার্থে

ঘ) পরিবারের স্বার্থে

উত্তর :গ) সমাজের মানুষের স্বার্থে

১০৯. সতীদাহ প্রথা উচ্ছেদ আইনটি প্রণীত হয় কখন?

ক) ১৮২৬ সালে খ) ১৮২৮ সালে

গ) ১৮২৭ সালে ঘ) ১৮২৯ সালে

উত্তর : ঘ) ১৮২৯ সালে

১১০. পারিবারিক আদালত অধ্যাদেশটি কখন প্রণীত হয়?

ক) ১৯৮৩ সালে খ) ১৯৮৫ সালে

গ) ১৯৮৭ সালে ঘ) ১৯৮৯ সালে

উত্তর : খ) ১৯৮৫ সালে

১১১. শ্রমিক ক্ষতিপূরণ আইন প্রণীত হয় কখন?

ক) ১৯২০ সালে খ) ১৯২১ সালে

গ) ১৯২২ সালে ঘ) ১৯২৩ সালে

উত্তর : ঘ) ১৯২৩ সালে

১১২. ইউনিয়ন পরিষদ বিবাহ রেজিস্ট্রির জন্য যে ব্যক্তিকে লাইসেন্স দেয় তিনি কী নামে পরিচিত?

ক) রেজিস্ট্রার খ) নিকাহ রেজিস্ট্রার

গ) নিকাহ কাউন্সিলর ঘ) সম্পত্তি রেজিস্ট্রার

উত্তর :খ) নিকাহ রেজিস্ট্রার

১১৩. মাতৃকল্যাণ আইন (চা বাগান) কত সালে প্রণীত হয়?

ক) ১৯৫১ খ) ১৯৫০

গ) ১৯৫৩ ঘ) ১৯৫৪

উত্তর : খ) ১৯৫০

১১৪. মুসলিম পারিবারিক আইন-১৯৬১ অনুযায়ী বর্তমানে বিবাহের সর্বনিম্ন বয়স কত?

ক) ছেলেদের ১৮ এবং মেয়েদের ১৬ বছর

খ) ছেলেদের ২১ এবং মেয়েদের ১৮ বছর

গ) ছেলেদের ২২ মেয়েদের ১৯ বছর

ঘ) ছেলেদের ২৩ এবং মেয়েদের ২০ বছর

উত্তর :খ) ছেলেদের ২১ এবং মেয়েদের ১৮ বছর

১১৫. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনটি বাংলাদেশের কোন নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য?

ক) মুসলিম খ) বৌদ্ধ

গ) খ্রিষ্টান ঘ) হিন্দু

উত্তর :ক) মুসলিম

১১৬. স্ত্রী কখন স্বামীকে তালাক দিতে পারেন?

ক) স্বামী যদি ২ বছর ভরণপোষণে ব্যর্থ হয়

খ) স্বামী যদি গরিব হয়

গ) স্বামী যদি কুৎসিত হয়

ঘ) স্বামী যদি প্রতিবন্ধী হয়

উত্তর : ক) স্বামী যদি ২ বছর ভরণপোষণে ব্যর্থ হয়

১১৭. দেনমোহর হলো-

ক) নারীদের অধিকার

খ) নারীদের প্রতি দয়া

গ) নারীদের প্রতি উপঢৌকন

ঘ) নারীদের প্রতি নির্যাতন

উত্তর :ক) নারীদের অধিকার

১১৮. মুসলিম আইন অনুসারে প্রতিটি বিবাহের জন্য দরকার-

ক) রেজিস্ট্রেশন খ) স্বীকৃতি

গ) অনুমোদন ঘ) গ্রহণযোগ্যতা

উত্তর :ক) রেজিস্ট্রেশন

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে