কুয়েটে ক্লাস-পরীক্ষা ১০ দিন বন্ধ

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) তাপপ্রবাহে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ২২ এপ্রিল এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সারা দেশে তীব্র দাবদাহের কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যাওয়ায় এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে ২৩/০৪/২০২৪ তারিখ থেকে ০২/০৫/২০২৪ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম (ক্লাস ও পরীক্ষা) বন্ধ থাকবে।