শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

৭৪. সামাজিক আইন গতিশীল ও দেশ-কালভেদে-

ক) অপরিবর্তনীয় খ) পরিবর্তনশীল

গ) দুষ্পরিবর্তনীয় ঘ) শিক্ষণীয়

উত্তর :খ) পরিবর্তনশীল

৭৫. রীতিসিদ্ধ প্রথার উন্নয়ন ও কু-প্রথার বিলোপ সাধনের জন্য সহায়তা করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?

ক) ব্যক্তিগত আইন খ) পারিবারিক আইন

গ) দলীয় আইন ঘ) সামাজিক আইন

উত্তর :ঘ) সামাজিক আইন

৭৬. সামাজিক আইনের ক্ষেত্রে যা প্রযোজ্য-

র. গতিশীল রর. পরিবর্তনশীল ররর. রক্ষণশীল

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৭৭. সামাজিক আইন সমাজে সংরক্ষণ করে থাকে-

র. আদর্শ রর. মূল্যবোধ ররর. জনমত

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

৭৮. সামাজিক আইনের সাথে অন্যান্য আইনের পার্থক্য রয়েছে। এ ক্ষেত্রে যেটি সামাজিক আইনের অন্তর্ভুক্ত নয়-

র. শাসনতান্ত্রিক আইন

রর. প্রশাসনিক আইন

ররর. ফৌজদারি আইন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৭৯ ও ৮০নং প্রশ্নের উত্তর দাও :

সমাজকর্মী নাজমুল 'তারুণ্যের আলো তরুণ সংঘ' আয়োজিত সুস্থ সমাজ গঠনে করণীয় বিষয়ক সেমিনারে এমন একটি বিষয়ের কথা বললেন- যা সমাজের অনাকাঙ্ক্ষিত অবস্থা দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে।

৭৯. উদ্দীপকে নাজমুল সাহেব কোন বিষয়ে আলোকপাত করেছেন?

ক) সামাজিক প্রথা খ) সামাজিক আইন

গ) সামাজিক বিচার ঘ) সামাজিক আদালত

উত্তর : খ) সামাজিক আইন

৮০. উক্ত সামাজিক আইন যে কারণে তৈরি করা হয় তা হলো-

র. সামাজিক অগ্রগতি অর্জন

রর. রাষ্ট্র পরিচালনা করা

ররর. দৃষ্টিভঙ্গির পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) র ও ররর

৮১. যেসব আইন মানুষের প্রয়োজন পূরণের ব্যবস্থা গ্রহণ এবং অধিকার সংরক্ষণ কল্পে প্রণীত হয় তাকে কী বলে?

ক) সাধারণ আইন খ) সামাজিক আইন

গ) রাষ্ট্রীয় আইন ঘ) জরুরি আইন

উত্তর :খ) সামাজিক আইন

৮২. সামাজিক আইনের উদ্দেশ্য কী?

ক) সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা

খ) সুবিচার প্রতিষ্ঠা করা

গ) সামাজিক বৈষম্য দূর করা

ঘ) উপরের সবগুলো

উত্তর :ঘ) উপরের সবগুলো

৮৩. সামাজিক আইন কী নামে পরিচিত?

ক) জনস্বার্থ রক্ষা আইন খ) সমাজসংস্কার আইন

গ) সমাজকল্যাণ আইন ঘ) জনকল্যাণ আইন

উত্তর :ঘ) জনকল্যাণ আইন

৮৪. সামাজিক আইন প্রণয়নের প্রয়োজন কেন?

ক) সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে

খ) সামাজিক আন্দোলন জোরদার করতে

গ) সমাজের দাবি উপস্থাপন করতে

ঘ) সমাজ উন্নতির পরিকল্পনা গ্রহণ করতে

উত্তর : ক) সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে

৮৫. মানুষের সামাজিক সম্পর্ক ও সামাজিক আচার-আচরণ নিয়ন্ত্রণ করে কোনটি?

ক) সামাজিক আইন খ) ফৌজদারি আইন

গ) পারিবারিক আদালত ঘ) কিশোর আদালত

উত্তর :ক) সামাজিক আইন

৮৬. এরিস্টটল কী ছিলেন?

ক) সাহিত্যিক খ) বুদ্ধিজীবী

গ) রাজনীতিবিদ ঘ) দার্শনিক

উত্তর :ঘ) দার্শনিক

৮৭. মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী। কিন্তু যখন আইন এবং ন্যায়বিচার থেকে বিচ্ছিন্ন থাকে তখন সবচেয়ে খারাপ।- উক্তিটি করেছেন কে?

ক) পেস্নটো খ) এরিস্টটল

গ) আলেকজান্ডার ঘ) গ্রাহামবেল

উত্তর :খ) এরিস্টটল

৮৮. সমাজে বিদ্যমান ও উদ্ভূত ক্ষতিকর, অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত অবস্থারোধ করতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

ক) সামাজিক আইন খ) জননিরাপত্তা আইন

গ) সাধারণ আইন ঘ) ফৌজদারি আইন

উত্তর :ক) সামাজিক আইন

৮৯. কীভাবে পরিকল্পিত সামাজিক পরিবর্তন সাধন করা হয়?

ক) সামাজিক পরিকল্পনার মাধ্যমে

খ) সামাজিক গবেষণার মাধ্যমে

গ) সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে

ঘ) সামাজিক আইনের মাধ্যমে

উত্তর : ঘ) সামাজিক আইনের মাধ্যমে

৯০. বাঞ্ছিত ও গতিশীল আর্থ-সামাজিক কাঠামো সৃষ্টির উদ্দেশ্যে কী প্রণীত হয়ে থাকে?

ক) সামাজিক পরিকল্পনা খ) সামাজিক সংহতি

গ) সামাজিক আইন ঘ) সামাজিক মূল্যবোধ

উত্তর :গ) সামাজিক আইন

৯১. প্রাপ্ত সম্পদ সুযোগ-সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা সম্ভব হয় কীভাবে?

ক) ব্যক্তির মাধ্যমে খ) পরিবারের মাধ্যমে

গ) দলের মাধ্যমে ঘ) সামাজিক আইনের মাধ্যমে

উত্তর :ঘ) সামাজিক আইনের মাধ্যমে

৯২. আদর্শ ও মূল্যবোধজনিত দ্বন্দ্ব নিরসন করে সামাজিক আইন কী প্রতিরোধ করে?

ক) ভিক্ষাবৃত্তি খ) পতিতাবৃত্তি

গ) বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঘ) দুর্নীতি

উত্তর :গ) বিশৃঙ্খলা ও নৈরাজ্য

৯৩. কোনটি সমাজে ঐক্য, শৃঙ্খলা, সংহতি ও স্থিতিশীলতা অর্জন ও বজায় রাখতে বদ্ধপরিকর?

ক) সামাজিক আইন খ) সামাজিক সংগঠন

গ) সামাজিক প্রতিষ্ঠান খ) সামাজিক সংস্থা

উত্তর :ক) সামাজিক আইন

৯৪. স্বীয় স্বার্থকে চরিতার্থ করার উদ্দেশ্যে মানুষ অনেক সময় কোন ধরনের আচরণ করে?

ক) ভালো খ) যথেচ্ছা

গ) কাঙ্ক্ষিত ঘ) সামাজিক

উত্তর :খ) যথেচ্ছা

৯৫. সামাজিক আইন কীসের রক্ষাকবচ?

ক) নৃবিজ্ঞানের খ) সমাজবিজ্ঞানের

গ) ইতিহাসের ঘ) সমাজকল্যাণের

উত্তর : ঘ) সমাজকল্যাণের

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে