বাকৃবিতে বৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বাকৃবি এক্স রোটারেক্টরর্স ফোরাম বৃত্তি প্রদান করেছে। অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদীয় ডিন অফিসের সম্মেলন কক্ষে ২০ এপ্রিল এ বৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় তারা ১৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে। এসব শিক্ষার্থীদের মাসিক ২ হাজার টাকা হারে প্রাথমিকভাবে এক বছরের (দুই সেমিস্টার) জন্য এ বৃত্তি প্রদান করা হবে। রোটারেক্ট ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যদের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আর্থিক সহযোগিতায় এই বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাকৃবি এক্স রোটারেক্টরর্স ফোরামের সাবেক সভাপতি ডক্টর এএসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এমদাদুল হক চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর ছাজেদা আখতার, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো. হারুন-অর-রশিদ, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মো. রফিকুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ডক্টর মো. আজহারুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, রোটারেক্ট ক্লাবের সাবেক ও বর্তমান সদস্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।