৪৫. 'আলপথ' শব্দের অর্থ কী?
ক. সামনের পথ খ. পেছনের পথ
গ. পাশের পথ ঘ. জমির সীমানার পথ
উত্তর :ঘ. জমির সীমানার পথ
৪৬. চর্যাপদের পান্ডুলিপি কে আবিষ্কার করেন?
ক. বসন্ত রঞ্জন রায় বিদ্বলস্নভ
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. ড. মুহম্মদ শহীদুলস্নাহ
ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর : খ. হরপ্রসাদ শাস্ত্রী
৪৭. চর্যাপদের পান্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়?
ক. আসামের রাজদরবার থেকে
খ. বিহারের রাজদরবার থেকে
গ. আগরতলার রাজদরবার থেকে
ঘ. নেপালের রাজদরবার থেকে
উত্তর :ঘ. নেপালের রাজদরবার থেকে
৪৮. 'কৈবর্ত বিদ্রোহ' কার বিরুদ্ধে হয়েছিল?
ক. মহীপালের খ. লক্ষণ সেনের
গ. দশরথের ঘ. কৈবর্ত সেনের
উত্তর :ক. মহীপালের
৪৯. কৈবর্ত বিদ্রোহ কখন সংঘটিত হয়?
ক. আনুমানিক ১০০০-৩৫ খ্রি. পূ.
খ. আনুমানিক ১০০০-৪৫ খ্রি. পূ.
গ. আনুমানিক ১০০০-৫৫ খ্রি. পূ.
ঘ. আনুমানিক ১০৭০-৭৭ খ্রি. পূ.
উত্তর :ঘ. আনুমানিক ১০৭০-৭৭ খ্রি. পূ.
৫০. কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?
ক. সম্য খ. রম্য
গ. দিব্য ঘ. ভীম
উত্তর :গ. দিব্য
৫১. কত সালে পাহাড়পুর বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়?
ক. ১৮৬০ খ. ১৮৬৯
গ. ১৮৭৩ ঘ. ১৮৭৯
উত্তর :ঘ. ১৮৭৯
৫২. পাহাড়পুর বৌদ্ধবিহার হলো আমাদের-
ক. প্রত্নতাত্ত্বিক নিদর্শন
খ. জমিদারি নিদর্শন
গ. রাজদরবারের নিদর্শন
ঘ. স্থাপত্যশিল্পের নিদর্শন
উত্তর : ক. প্রত্নতাত্ত্বিক নিদর্শন
৫৩. হোসেন শাহের রাজত্বকাল কত?
ক. ১৪৬৩-১৪৮১ খ্রি. খ. ১৪৭৬-১৪৯৮ খ্রি.
গ. ১৪৮৯-১৫০৮ খ্রি. ঘ. ১৪৯৩-১৫১৯ খ্রি.
উত্তর :ঘ. ১৪৯৩-১৫১৯ খ্রি.
৫৪. 'আমার পরিচয়' কবিতায় কবি মুসলিম ঐতিহ্যের নিদর্শন বোঝাতে কীসের কথা উলেস্নখ করেছেন?
ক. কৈবর্ত বিদ্রোহের খ. বৌদ্ধবিহারের
গ. সোনা মসজিদের ঘ. কমলার দীঘির
উত্তর :গ. সোনা মসজিদের
৫৫. তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৭৬২ খ. ১৭৬৮
গ. ১৭৭২ ঘ. ১৭৮২
উত্তর :ঘ. ১৭৮২
৫৬. ধর্মকে আশ্রয় করে কুসংস্কারের বিরুদ্ধে হাজী শরীয়তউলস্নাহ যে আন্দোলন করে তাকে কী বলে?
ক. ওহাবি আন্দোলন
খ. ফরায়েজি আন্দোলন
গ. শরীয়তউলস্নাহ আন্দোলন
ঘ. ফকির আন্দোলন
উত্তর :খ. ফরায়েজি আন্দোলন
৫৭. ক্ষুদিরাম বসুর জন্ম-মৃতু্য কবে?
ক. ১৮৭৯-১৯০৯ খ. ১৮৮০-১৯০৯
গ. ১৮৮৬-১৯০৬ ঘ. ১৮৮৯-১৯০৮
উত্তর :ঘ. ১৮৮৯-১৯০৮
৫৮. ক্ষুদিরাম কোথায় জন্মগ্রহণ করেন?
ক. শরীয়তপুরে খ. মেদিনীপুরে
গ. শেরপুরে ঘ. বহরমপুরে
উত্তর :খ. মেদিনীপুরে
৫৯. জয়নুল আবেদিনের জন্ম-মৃতু্য সাল কত?
ক. ১৯১৪-১৯৭৬ খ. ১৯১৫-১৯৭৫
গ. ১৯১৬-১৯৭৬ ঘ. ১৯১৭-১৯৭৭
উত্তর :ক. ১৯১৪-১৯৭৬
৬০. জয়নুল আবেদিন কী হিসেবে খ্যাত?
ক. শিল্পপতি খ. শিল্পাচার্য
গ. শিল্পগুরু ঘ. শিল্পপ্রতিম
উত্তর :খ. শিল্পাচার্য
৬১. কোন আন্দোলনের সাফল্যের পথ ধরে স্বাধীনতা সূচিত হয়?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট
গ. ১৯৬৯-এর গণঅভু্যত্থান
ঘ. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন
উত্তর : ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
৬২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-মৃতু্য সাল কোনটি?
ক. ১৯১৮-১৯৭৫ খ. ১৯১৯-১৯৭৫
গ. ১৯২০-১৯৭৫ ঘ. ১৯২২-১৯৭৫
উত্তর :গ. ১৯২০-১৯৭৫
৬৩. কার নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে জয়লাভ করে?
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর
খ. তিতুমীর
গ. ক্ষুদিরাম বসু
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর :ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬৪. সৈয়দ শামসুল হকের কোন গ্রন্থ থেকে 'আমার পরিচয়' শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে?
ক. অগ্নি ও জলের কবিতা
খ. রাজনৈতিক কবিতা
গ. একদা এক রাজ্যে
ঘ. কিশোর কবিতা সমগ্র
উত্তর : ঘ. কিশোর কবিতা সমগ্র
৬৫. আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে কী আছে?
ক. ইতিহাস খ. ঐতিহ্য
গ. সংস্কৃতি ঘ. সংগ্রাম
উত্তর :ক. ইতিহাস
বই পড়া
১. প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন ছিল-
ক. দুর্বিষহ খ. কৃতিত্বপূর্ণ
গ. সাদাসিধে ঘ. টানাপড়েনের
উত্তর :খ. কৃতিত্বপূর্ণ
২. 'সবুজ পত্র' কে সম্পাদনা করতেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. ফররুখ আহমদ ঘ. প্রমথ চৌধুরী
উত্তর :ঘ. প্রমথ চৌধুরী
৩. কার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর :গ. প্রমথ চৌধুরী
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়