দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
সামাজিক আইন ও সমাজকর্ম ৫৪. সামাজিক আইনের বিষয়ে সমাজকর্মীর ভূমিকার ক্ষেত্রে বলা যায়- র. আইন প্রণয়নের জন্য ক্ষেত্র চিহ্নিত করা রর. আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা ররর. আইন সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ৫৫. কোন আইনের ফলে সমাজে যৌতুক প্রথা বা রেওয়াজ অনেকটা কমে এসেছে? ক) যৌতুক নিরোধ আইন-১৯৮০ খ) বাল্যবিবাহ আইন ১৯২৯ গ) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১ ঘ) নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ-১৯৮৩ উত্তর :ক) যৌতুক নিরোধ আইন-১৯৮০ ৫৬. কোন আইনে উত্তরাধিকার সংক্রান্ত ধারা সংযোজিত আছে? ক) শিশু আইন, ১৯৭৪ খ) মুসলিম পারিবারিক আইন-১৯৬১ গ) যৌতুক নিরোধ আইন ১৯৮০ ঘ) নারী নির্যাতন আইন ১৯৮৩ উত্তর :খ) মুসলিম পারিবারিক আইন-১৯৬১ ৫৭. বিবাহ, তালাক, দেনমোহর ও উত্তরাধিকার ইত্যাদি বিষয়ের সাথে কোন আইনের সামঞ্জস্য রয়েছে? ক) ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন খ) ১৯৭৪ সালের শিশু আইন গ) ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন ঘ) ১৯৮৩ সালের নারী নির্যাতন আইন উত্তর :ক) ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন ৫৮. কোন আইনটি বাংলাদেশের নারীদের স্বার্থ রক্ষায় এক ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা? ক) যৌতুক নিরোধ আইন-১৯৮০ খ) বাল্যবিবাহ আইন ১৯২৯ গ) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১ ঘ) নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ-১৯৮৩ উত্তর :গ) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১ ৫৯. সামাজিক আইন সমাজকে মুক্ত করে- র. কুসংস্কার থেকে রর. জনকল্যাণমূলক কাজ থেকে ররর. জনকল্যাণ বিরোধী কার্যক্রম থেকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) র ও ররর ৬০. বাংলাদেশে বসবাসরত সমস্ত মুসলিম নাগরিক কোন আইনের আওতাভুক্ত? ক) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১ খ) বাল্যবিবাহ আইন-১৯২৯ গ) যৌতুক নিরোধ আইন-১৯৮০ ঘ) নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ-১৯৮৩ উত্তর :ক) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১ ৬১. কোন আইন অনুযায়ী প্রতিটি মুসলিম বিবাহ রেজিস্ট্রি হতে হবে? ক) বাল্যবিবাহ আইন-১৯২৯ খ) যৌতুক নিরোধ আইন-১৯৮০ গ) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ ঘ) নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ-১৯৮৩ উত্তর :গ) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১ ৬২. ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন কোন ধরনের সামাজিক আইন? ক) শিশু কল্যাণমূলক খ) প্রবীণ কল্যাণমূলক গ) নারী কল্যাণমূলক ঘ) যুব কল্যাণমূলক উত্তর : গ) নারী কল্যাণমূলক ৬৩. বিবাহ রেজিস্ট্রির কাজে কাদের নিয়োগ দেওয়া হয়? ক) আলেমদের খ) মাদ্রাসা শিক্ষকদের গ) নিকাহ রেজিস্ট্রারদের ঘ) ম্যাজিস্ট্রেটদের উত্তর : গ) নিকাহ রেজিস্ট্রারদের ৬৪. প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া ২য় বিবাহ এবং স্ত্রীকে ভরণ-পোষণ না দিলে কোন আইনের ধারা প্রযোজ্য? ক) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১ খ) বাল্যবিবাহ আইন-১৯২৯ গ) যৌতুক নিরোধ আইন-১৯৮০ ঘ) নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ-১৯৮৩ উত্তর :ক) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১ ৬৫. সামাজিক আইন প্রণয়ন করা হয়- র. কুসংস্কার দূরীকরণে রর.অবহেলিত ও বঞ্চিত লোকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ররর. ধনী লোকদের স্বার্থ সংরক্ষণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ৬৬. কীভাবে দেনমোহর আদায়যোগ্য বা পরিশোধযোগ্য হবে? ক) আইনগতভাবে স্ত্রী চাওয়ামাত্র খ) স্ত্রীকে তালাক দিলে গ) ইউনিয়ন পরিষদের নোটিশের মাধ্যমে ঘ) গ্রাম পঞ্চায়েত বা সালিশের বিচারের মাধ্যমে উত্তর : ক) আইনগতভাবে স্ত্রী চাওয়ামাত্র ৬৭. মুসলিম সমাজের বহুবিবাহ, বাল্যবিবাহ ও বিবাহ বিচ্ছেদকে নিরুৎসাহিত করা হয়েছে কীভাবে? ক) মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে খ) পারিবারিক আদালত অর্ডিন্যান্সের মাধ্যমে গ) জরুরি আইনের মাধ্যমে ঘ) ফৌজদারি আইনের মাধ্যমে উত্তর : ক) মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে ৬৮. 'খবমরংষধঃরড়হ' শব্দটির অর্থ কী? ক) প্রণীত আইনসমূহ খ) রাষ্ট্রীয় আইন গ) আইন ঘ) আইনপ্রণেতা উত্তর : গ) আইন ৬৯. সফিক সাহেব সামাজিক আইন সম্পর্কে জানতে চান। সামাজিক আইন সম্পর্কে জানতে হলে সফিক সাহেবকে প্রথমে কোনটি জানতে হবে? ক) লেখাপড়া খ) আইন গ) প্রথা ঘ) মূল্যবোধ উত্তর : খ) আইন ৭০. আইনের বিশাল পরিসরে যেসব আইন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে প্রণীত হয় সেগুলোকে কী বলে? ক) সামাজিক আইন খ) অর্থনৈতিক আইন গ) রাজনৈতিক আইন ঘ) ধর্মীয় আইন উত্তর : ক) সামাজিক আইন ৭১. সামাজিক আইনের পরিধি কীরূপ? ক) ব্যাপক খ) সংকীর্ণ গ) সুনির্দিষ্ট ঘ) অসীম উত্তর : ক) ব্যাপক ৭২. সমাজে বিভিন্ন অব্যবস্থা দূরীকরণ ও উন্নয়নে রাষ্ট্র কর্তৃক প্রণীত ও প্রবর্তিত বিষয় কী? ক) সামাজিক আইন খ) দলীয় আইন গ) ফৌজদারি আইন ধ) মানবতাবিরোধী আইন উত্তর :ক) সামাজিক আইন ৭৩. কেবল বহিঃজীবনের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে কোনটি? ক) সামাজিক আইন খ) রাজনৈতিক আইন গ) অর্থনৈতিক আইন ঘ) ধর্মীয় আইন উত্তর : ক) সামাজিক আইন হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়