দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
২০. কত সালে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়? ক. ১৯৩০ খ. ১৯৩২ গ. ১৯৩৪ ঘ. ১৯৩৬ উত্তর :গ. ১৯৩৪ ২১. ক্ষুদিরাম নিজের জীবন বিসর্জন দিয়েছেন? ক. ধর্মসাধনায় খ. ছাত্র আন্দোলনে গ. অর্থ উপার্জনে ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলনে উত্তর :ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলনে ২২. কবি হাজার বছর কোন পথ দিয়ে চলেন? ক. মাটির পথ খ. ইটের পথ গ. আলপথ ঘ. রাজপথ উত্তর :গ. আলপথ ২৩. আমার পথ কবিতায় কবি কার কণ্ঠকে বজ্রকণ্ঠ বলেছেন? ক. ক্ষুদিরামের খ. সূর্য সেনের গ. তিতুমীরের ঘ. শেখ মুজিবুর রহমানের উত্তর :ঘ. শেখ মুজিবুর রহমানের ২৪. ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন- ক. হাজী শরীয়তউলস্নাহ খ. অবন ঠাকুর গ. ক্ষুদিরাম ঘ. চাঁদ সওদাগর উত্তর :গ. ক্ষুদিরাম ২৫. বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ক. কেদার রায় খ. ঈসা খাঁ গ. মুকুন্দরাম রায় ঘ. ফজল গাজী উত্তর :খ. ঈসা খাঁ ২৬. আমার পরিচয় কবিতায় আউল-বাউলদের দেউল কী দিয়ে তৈরি? ক. চিত্রকলা খ. ছন গ. মাটি ঘ. পাটকাঠি উত্তর :গ. মাটি ২৭. কবি তার পরিচয় শনাক্ত করেছেন- ক. হাজার বছরের পটভূমিতে খ. পারিবারিক ঐতিহ্যে গ. বংশের গতিধারায় ঘ. সমকালীন পটভূমিতে উত্তর :ক. হাজার বছরের পটভূমিতে ২৮. আমার পরিচয় কবিতায় কবি চর্যাপদের কোন উপাদান থেকে এসেছেন? ক. পঙ্‌ক্তি খ. অক্ষর গ. ছন্দ ঘ. ভাব উত্তর :খ. অক্ষর ২৯. মুসলমানদের ফরজ কাজসমূহ পালনে উদ্বুদ্ধ করার আন্দোলন করেন কে? ক. সূর্য সেন খ. হাজী শরীয়তউলস্নাহ গ. তিতুমীর গ. শেখ মুজিবুর রহমান উত্তর :খ. হাজী শরীয়তউলস্নাহ ৩০. চর্যাপদ কী? ক. মধ্যযুগের কাব্য খ. বাংলা সাহিত্যের আদি নিদর্শন গ. বাংলা গদ্যের আদি নিদর্শন ঘ. বাংলা আধুনিক কবিতার প্রথম নিদর্শন উত্তর : খ. বাংলা সাহিত্যের আদি নিদর্শন ৩১. পাহাড়পুরের বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত? ক. বগুড়া খ. নওগাঁ গ. চাঁপাইনবাবগঞ্জ ঘ. রাজশাহী উত্তর :খ. নওগাঁ ৩২. সৈয়দ শামসুল হক কত তারিখে জন্মগ্রহণ করেন? ক. ২৭ ডিসেম্বর খ. ২৮ ডিসেম্বর গ. ২৯ ডিসেম্বর ঘ. ৩০ ডিসেম্বর উত্তর :ঘ. ৩০ ডিসেম্বর ৩৩. সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯৩৫ সালে খ. ১৯৩৬ সালে গ. ১৯৩৭ সালে ঘ. ১৯৩৮ সালে উত্তর :ক. ১৯৩৫ সালে ৩৪. সৈয়দ শামসুল হক লাভ করেন- ক. স্বাধীনতা পদক খ. একুশে পদক গ. আলাওল সাহিত্য পুরস্কার ঘ. আনন্দ পুরস্কার উত্তর :খ. একুশে পদক ৩৫. 'একদা এক রাজ্যে' সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা? ক. কাব্যগ্রন্থ খ. গল্পগ্রন্থ গ. উপন্যাস ঘ. নাটক উত্তর : ক. কাব্যগ্রন্থ ৩৬. 'বৃষ্টি ও বিদ্রোহীগণ' হলো সৈয়দ শামসুল হকের- ক. কাব্যগ্রন্থ খ. গল্পগ্রন্থ গ. উপন্যাস ঘ. নাটক উত্তর : গ. উপন্যাস ৩৭. 'আমার পরিচয়' কবিতায় বাঙালি জাতি কোথায় জন্ম নিয়েছে? ক. আমেরিকায় খ. ফ্রান্সে গ. জার্মানে ঘ. বাংলায় উত্তর : ঘ. বাংলায় ৩৮. 'আমার পরিচয়' কবিতায় কবি বাংলার পলিমাটিতে চলেন- ক. হাতের চিহ্ন ফেলে খ. পায়ের চিহ্ন ফেলে গ. দ্রম্নতবেগে ঘ. ধীরগতিতে উত্তর : খ. পায়ের চিহ্ন ফেলে ৩৯. 'আমার পরিচয়' কবিতায় উলিস্নখিত নদীর সংখ্যা কত? ক. ১২০০ খ. ১৩০০ গ. ১৪০০ ঘ. ১৫০০ উত্তর : খ. ১৩০০ ৪০. 'আমার পরিচয়' কবিতায় কবি চর্যাপদের কোন উপাদান থেকে এসেছেন? ক. পঙ্‌ক্তি খ. অক্ষর গ. ছন্দ ঘ. ভাব উত্তর : খ. অক্ষর ৪১. 'আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে' এখানে 'চর্যাপদের অক্ষরগুলো' বলতে কবি কী বুঝিয়েছেন? ক. অতীত ঐতিহ্য খ. সাংস্কৃতিক রূপ গ. ঐতিহাসিক পটভূমি ঘ. সাংস্কৃতিক পরিচয় উত্তর : ঘ. সাংস্কৃতিক পরিচয় ৪২. 'আমার পরিচয়' কবিতায় কবি কাদের ডিঙার বহর থেকে এসেছেন বলে উলেস্নখ করেছেন? ক. পালদের খ. নাবিকদের গ. সওদাগরদের ঘ. জেলেদের উত্তর : গ. সওদাগরদের ৪৩. কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? ক. বলাকা খ. সোনার তরী গ. গীতাঞ্জলি ঘ. চিত্রা উত্তর : গ. গীতাঞ্জলি ৪৪. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের রচয়িতা হলেন- ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. জীবনানন্দ দাশ ঘ. সুকান্ত ভট্টাচার্য উত্তর :খ. কাজী নজরুল ইসলাম হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়