শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সপ্তম শ্রেণির বাংলা

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয়, বাগাইছড়ি, রাঙামাটি
  ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
সপ্তম শ্রেণির বাংলা

তৃতীয় অধ্যায় : তৃতীয় পরিচ্ছেদ

প্রতিশব্দ

প্রতিশব্দ বলতে বোঝায় এমন কিছু শব্দ যেগুলো কাছাকাছি অর্থ প্রকাশ করে। যেমন : 'গাছ' শব্দটি কখনো বৃক্ষ, কখনো তরু, কখনো উদ্ভিদ, কখনো লতা, আবার কখনো তৃণ বোঝায়। এখানে বৃক্ষ, তরু উদ্ভিদ, লতা, তৃণ-এগুলো 'গাছ' শব্দের প্রতিশব্দ। প্রতিশব্দকে সমার্থক শব্দও বলে।

বাক্যে একটি শব্দের বদলে তার প্রতিশব্দ ব্যবহার করা যায়। যেমন, 'ডান দিকের রাস্তা দিয়ে যাও'- এই বাক্যের বদলে বলা যায় 'ডান দিকের পথ দিয়ে যাও'। তবে প্রতিশব্দ সবসময়ে বদলযোগ্য হয় না। যেমন- কেউ বলতে পারেন 'ধানগাছে পোকার আক্রমণ হয়েছে।' কিন্তু এর বদলে 'ধানবৃক্ষে পোকার আক্রমণ হয়েছে' এমনটা কেউ বলেন না।

নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো।

অকাল : অসময়, অবেলা, দুর্দিন, অশুভ সময়, দুঃসময়।

অতিথি : মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম।

অভাব : অনটন, দারিদ্য, দৈন্য, দীনতা, দুরবস্থা, অসচ্ছলতা।

আইন :বিধান, কানুন, ধারা, নিয়ম, বিধি।

একতা :এঁক্য, মিলন, অভেদ, অভিন্নতা।

কথা :উক্তি, বাক্য, বচন, কথন, বাণী, ভাষণ।

খাদ্য :খাবার, খানা, আহার, ভোজ্য, অন্ন, রসদ।

বড় :ঝঞ্জা, তুফান, সাইক্লোন, বটিকা, টর্নেভো, ঘূর্ণিঝড়।

অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, মায়া।

দিবস, দিবা, বার, রোজ।

একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলোকে আলাদা করো : (মূল বইয়ের ৪৪ নম্বর পৃষ্ঠা)

১. অন্ধকার আঁধার তিমির

২. পাথর প্রস্তর শিলা

৩. তরঙ্গ ঊর্মি ঢেউ

৪. অশ্ব ঘোটক ঘোড়া

৫. নিকৃষ্ট খারাপ মন্দ

৬. দুঃখ যন্ত্রণা কষ্ট

৭. চুল অলক চুল

৮. বৃক্ষ গাছ তরু

৯. পাড় তীর কূল

১০. শশী চাঁদ চন্দ্র

নিচের অনুচ্ছেদটি পড়। এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লেখো। (মূল বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠা)

রাত্রি যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। এ কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেমন আছে, তেমনি সেই সমস্যা সমাধানের উপায়ও আছে। পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে, তেমনি আনন্দের ঘটনাও ঘটে। অন্যের দুঃখে দুঃখী হতে হয়, আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। তবে অনেক সময়ে নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না। তাতে হতাশ হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন সূর্য ওঠে, তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে।

উত্তর : রাত যত গভীর হয়, সকাল/ভোর তত কাছে আসে। এ কথার মানে হলো সমস্যা দেখে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেমন আছে, তেমনি সেই সমস্যা সমাধানের পথও আছে। ধরনীতে নানা রকম ঘটনা ঘটে বলেই ধরনী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে, তেমনি আনন্দের ঘটনাও ঘটে। অন্যের কষ্টে দুঃখী হতে হয়, আর অন্যের আনন্দে পুলকিত হতে হয়। তবে অনেক সময়ে নিজের বিপদের দিনে কাউকে কাছে পাওয়া যায় না। তাতে আশাহীন হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন রবি ওঠে, তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে।

বিপরীত শব্দ বুঝি

এক জোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, তখন একটিকে অন্যটির বিপরীত শব্দ বলে। যেমন : 'দিন ও 'রাত'। এখানে দিনের বিপরীত শব্দ রাত এবং রাতের বিপরীত শব্দ দিন। একইভাবে, উঁচু ও নিচু, ভালো ও মন্দ, শক্ত ও নরম-এগুলো পরস্পর বিপরীত শব্দ-

বিপরীত শব্দের একটি হঁ্যা-বাচক হলে অন্যটি না-বাচক হয়। যেমন-সুস্থ ও 'অসুস্থ' শব্দজোড়ার মধ্যে সুস্থ হঁ্যা বাচক এবং অসুস্থ না-বাচক। এজন্য বিপরীত শব্দের সাথে না যুক্ত করে বাক্যের অর্থ ঠিক রাখা যায়। যেমন : লোকটি সুস্থ। এই বাক্যের অর্থ ঠিক রেখে এভাবেও বলা যায় : লোকটি অসুস্থ নয়।

বিপরীত শব্দ শিখি

দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো : (মূল বইয়ের ৪৭ নম্বর পৃষ্ঠা)

১. এই গস্নাসের পানি ঠান্ডা।

বাক্য : এই গস্নাসের পানি গরম।

২. তিনি শক্ত মনের মানুষ।

বাক্য : তিনি নরম মনের মানুষ।

৩. কথাটি সত্য নয়।

বাক্য : কথাটি মিথ্যে নয়।

৪. নতুন রাস্তাটি অনেক সরু।

বাক্য : নতুন রাস্তাটি অনেক প্রশস্ত।

৫. এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়।

বাক্য : এই আয়নাতে সব পরিস্কার দেখা যায়।

৬. কাজটি যৌথভাবে করো।

বাক্য : কাজটি এককভাবে করো।

৭. কাল দিনের বেলায় এসো।

বাক্য : কাল রাতের বেলায় এসো।

৮. লোকটি কৃপণ।

বাক্য : লোকটি দানশীল।

৯. টেবিলে বইগুলো গোছানো আছে।

বাক্য : টেবিলে বইগুলো এলোমেলো আছে।

১০. আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো।

বাক্য : আজকের খেলা দেরিতে শেষ হলো।

বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই

১. এই গস্নাসের পানি ঠান্ডা।

বাক্য : এই গস্নাসের পানি গরম নয়।

২. তিনি শক্ত মনের মানুষ।

বাক্য : তিনি নরম মনের মানুষ না।

৩. কথাটি সত্য নয়।

বাক্য: কথাটি মিথ্যে।

৪. নতুন রাস্তাটি অনেক সরু।

বাক্য : নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয়।

৫. এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়।

বাক্য : এই আয়নাতে সব পরিস্কার দেখা যায় না।

৬. কাজটি যৌথভাবে করো।

বাক্য : কাজটি এককভাবে করো না।

৭. কাল দিনের বেলায় এসো।

বাক্য : কাল রাতের বেলায় এসো না।

৮. লোকটি কৃপণ।

বাক্য : লোকটি দানশীল নয়।

৯. টেবিলে বইগুলো গোছানো আছে।

বাক্য : টেবিলে বইগুলো এলোমেলো নেই।

১০. আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো।

বাক্য : আজকের খেলা দেরিতে শেষ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে