শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?

উত্তর: ময়মনসিংহ।

প্রশ্ন:রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি?

উত্তর: রামু, কক্সবাজার।

প্রশ্ন: বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কি?

উত্তর:সুপার রাইস।

প্রশ্ন: নদী ছাড়া যমুনা কী?

উত্তর:উন্নত জাতের মরিচের নাম।

প্রশ্ন: মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: চাঁদপুর।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?

উত্তর: সুন্দরবন।

প্রশ্ন: সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্যের' অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে?

উত্তর: ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭ (৭৯৮তম)।

প্রশ্ন: সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?

উত্তর: সুনামগঞ্জ ও নেত্রকোনা।

প্রশ্ন: ইষধপশ এড়ষফ কি?

উত্তর: তেজস্ক্রিয় বালু (কক্সবাজারে পাওয়া যায়)।

প্রশ্ন: তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?

উত্তর: ব্রাহ্মণবাড়িয়া।

প্রশ্ন: বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে?

উত্তর:বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগারের নাম কি?

উত্তর: ইস্টার্ন রিফাইনারী লি., চট্টগ্রাম।

প্রশ্ন: দেশের সবচেয়ে বড় তাপ বিদু্যৎ কেন্দ্রের নাম ও অবস্থান?

উত্তর: ভেড়ামারা তাপ বিদু্যৎ কেন্দ্র, কুষ্টিয়া।

প্রশ্ন: ভারত-বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তর: ১২ ডিসেম্বর, ১৯৯৬।

প্রশ্ন: বাংলাদেশের নাব্যতম ও প্রশস্ততম নদীর নাম?

উত্তর: মেঘনা।

প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তর: হাড়িয়াভাঙ্গা।

প্রশ্ন: পদ্মার অপর নাম-

উত্তর: কীর্তিনাশা।

প্রশ্ন: পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

উত্তর: গোয়ালন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে