দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
সামাজিক আইন ও সমাজকর্ম
৩৭. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের সুফল হলো-
র. শিশুদের উত্তরাধিকার
রর. একাধিক বিবাহ নিয়ন্ত্রণ
ররর. স্ত্রী তালাক দেওয়ার নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৩৮. সর্বশেষ বাল্যবিবাহ নিরোধ আইন প্রণীত হয় কত সালে?
ক) ২০১২ সালে খ) ২০১৭ সালে
গ) ২০২০ সালে ঘ) ২০১৮ সালে
উত্তর :খ) ২০১৭ সালে
৩৯. বাল্যবিবাহ আইন-১৯২৯ সম্পর্কে বলা যায়-
র. এতে ছেলে ও মেয়ের বিবাহের বয়স নির্ধারণ করা হয়েছে
রর. এটি বাল্যবিবাহ রোধকল্পে প্রণীত আইন
ররর. অল্প বয়সে বিবাহের ক্ষতিকর অবস্থা থেকে ছেলেমেয়েদের রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৪০. সামাজিক আইন কখন সাধারণ মানুষের জন্য প্রয়োগ করা হয়?
ক) রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পর
খ) আইনের খসড়া তৈরির পর
গ) সুশীল সমাজের চাপ প্রয়োগের পর
গ) রাজনৈতিক দলের কর্মসূচির মাধ্যমে
উত্তর : ক) রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পর
৪১. সমাজে কয় ধরনের আইনের প্রয়োগ লক্ষ্য করা যায়?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
উত্তর : ক) দুই
৪২. মানবকল্যাণমূলক আইনের উদাহরণ কোনটি?
ক) সম্পত্তি সংক্রান্ত আইন খ) শিশু কল্যাণ আইন
গ) বিবাহ সংক্রান্ত আইন ঘ) মাদকদ্রব্য নিরোধ আইন
উত্তর : খ) শিশু কল্যাণ আইন
৪৩. যে কোনো আইন কীভাবে যথার্থতা পায়?
ক) আইন কঠোর হলে
খ) আইনের সুষ্ঠু প্রয়োগ হলে
গ) যুগোপযোগী আইন হলে
ঘ) জনগণ সচেতন হলে
উত্তর : খ) আইনের সুষ্ঠু প্রয়োগ হলে
৪৪. ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সমাজসংস্কারক কে ছিলেন?
ক) লর্ড উইলিয়াম বেন্টিংক
খ) স্বামী বিবেকানন্দ
গ) গঙ্গাধর তিলক
ঘ) রাজা রামমোহন রায়
উত্তর : ঘ) রাজা রামমোহন রায়
৪৫. পেশাদার সমাজকর্মীরা সামাজিক আইন প্রণয়নে সহায়ক ভূমিকা রাখে-
র. সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে
রর. অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানে
ররর. চাপ সৃষ্টিকারী দল হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
৪৬. সামাজিক আইনের উদ্দেশ্য হলো-
র. দুষ্টের দমন
রর. বঞ্চিতদের স্বার্থ সংরক্ষণ
ররর. সম্পদ ও সুযোগ সুবিধার সুষম বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : গ) র ও ররর
৪৭. সামাজিক আইন কার্যকর ভূমিকা পালন করে-
র. মতামত প্রকাশের স্বাধীনতার রক্ষার্থে
রর. মৌলিক প্রয়োজন পূরণের অপর্যাপ্ততার ক্ষেত্রে
ররর. সামাজিক কু-প্রথা দূর করার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : গ) র ও ররর
৪৮. সামাজিক আইন প্রণয়ন করা হয়-
র. অবাঞ্ছিত অবস্থা নিরসনে
রর. বঞ্চিত মানুষের স্বার্থ সংরক্ষণে
ররর. সমাজের সবল শ্রেণির উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আরিফা ও সালামের মধ্যে মতের অমিল আছে। প্রায় প্রতিদিনই সামান্য কারণে তাদের তুমুল ঝগড়া হয়। এমন কী সালাম আরিফাকে মারধর করে। এ ঘটনা জানতে পেরে আরিফার বাবা তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
৪৯. অনুচ্ছেদে দায়েরকৃত মামলাটি কোন আইনের অন্তর্ভুক্ত?
ক) সরকারি আইন খ) আন্তর্জাতিক আইন
গ) বেসরকারি আইন ঘ) সামাজিক আইন
উত্তর : ঘ) সামাজিক আইন
৫০. উক্ত আইনের ভূমিকা সম্পর্কে বলা যায়-
র. সমাজের উন্নয়ন সাধনের লক্ষ্যে প্রণীত
রর. বিশ্বের অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করে
ররর. সমাজ থেকে সব কুসংস্কার ও কু-প্রথা দূর করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : গ) র ও ররর
৫১. কত সালে তৎকালীন পাকিস্তান সরকার মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করে?
ক) ১৯৫৮ সালের ৭ অক্টোবর
খ) ১৯৫৮ সালের ৯ অক্টোবর
গ) ১৯৫৮ সালের ৮ অক্টোবর
ঘ) ১৯৫৮ সালের ১০ অক্টোবর
উত্তর : ক) ১৯৫৮ সালের ৭ অক্টোবর
৫২. ১৯৬১ সালের কত তারিখে মুসলিম পারিবারিক আইন কার্যকর হয়?
ক) ১০ জুলাই খ) ১৪ জুলাই
গ) ১৫ জুলাই ঘ) ১৬ জুলাই
উত্তর :গ) ১৫ জুলাই
৫৩. যৌতুক প্রথা বিলোপ সাধনের উদ্দেশ্যে কোন আইনটি প্রণীত হয়েছে?
ক) যৌতুক নিরোধ আইন-১৯৮০
খ) বাল্যবিবাহ আইন ১৯২৯
গ) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১
ঘ) নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ-১৯৮৩
উত্তর :ক) যৌতুক নিরোধ আইন-১৯৮০
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়