সামাজিক আইন ও সমাজকর্ম
১৯. কোন আইন সমাজের প্রতিটি মানুষকে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে?
ক) সরকারি আইন খ) আন্তর্জাতিক আইন
গ) বেসরকারি আইন ঘ) সামাজিক আইন
উত্তর : ঘ) সামাজিক আইন
২০. কত সালে বঙ্গীয় মাতৃকল্যাণ আইন প্রণীত হয়?
ক) ১৯৩৯ সালে খ) ১৯৪১ সালে
গ) ১৯৪০ সালে ঘ) ১৯৪২ সালে
উত্তর : ঘ) ১৯৪২ সালে
২১. কোন আইন সমাজে বসবাসরত মানুষের কল্যাণ সাধনে বদ্ধপরিকর?
(ক) ফৌজদারি আইন খ) সরকারি আইন
গ) বেসরকারি আইন ঘ) সামাজিক আইন
উত্তর : ঘ) সামাজিক আইন
২৩. যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়?
ক) ১৯৯০ সালে খ) ১৯৭৪ সালে
গ) ১৯৮৫ সালে ঘ) ১৯৮০ সালে
উত্তর : ঘ) ১৯৮০ সালে
২৪. শিশু আইন ১৯৭৪-এর ধারা কয়টি?
ক) ৭৮টি খ) ৮০টি
গ) ৭৯টি ঘ) ৮১টি
উত্তর : ক) ৭৮টি
২৫. নারী ও শিশু নির্যাতন রোধ আইন প্রণীত হয়-
ক) ১৯৮০ সালে গ) ১৯৮৫ সালে
গ) ২০০০ সালে ঘ) ২০০৩ সালে
উত্তর : ঘ) ২০০৩ সালে
২৬. সামাজিক আইন কোন ধরনের সুযোগ-সুবিধা সবার মাঝে সুষমভাবে বণ্টন করে?
ক) সামাজিক খ) রাজনৈতিক
গ) অর্থনৈতিক ঘ) সাংস্কৃতিক
উত্তর : ঘ) সাংস্কৃতিক
২৭. সমাজকে সুষ্ঠু, সুন্দর, উন্নত ও গতিশীল করার ক্ষেত্রে কোন আইন সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে?
ক) সরকারি আইন
খ) আন্তর্জাতিক আইন
গ) ফৌজদারি আইন
ঘ) সামাজিক আইন
উত্তর : ক) সরকারি আইন
২৮. যে কোনো আইনের মূল কথা কী?
ক) আইনের চোখে সবাই সমান
খ) আইন নির্বিবাদী
গ) আইন দেশ-কালের সীমাতে অনাবদ্ধ
ঘ) আইন শুধু ধনীদের জন্য
উত্তর : ক) আইনের চোখে সবাই সমান
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রহিমার স্বামী তার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করেন এবং ভরণ-পোষণ দিতে অস্বীকার করেন। উপায় না দেখে রহিমা ইউপি চেয়ারম্যানের কাছে প্রতিকার চান।
২৯. উলিস্নখিত ইউপি চেয়ারম্যান কোন আইনের আওতায় এ সমস্যার সমাধান করবেন?
ক) যৌতুক নিরোধ আইন-১৯৮০
খ) নারী নির্যাতন অধ্যাদেশ-১৯৮৩
গ) নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০
ঘ) মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১
উত্তর : ঘ) মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১
৩০. উক্ত আইনের ফলে মুসলিম নারী ও শিশুরা যে সুফল ভোগ করছে-
র. উত্তরাধিকার লাভ
রর. স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ এসেছে
ররর. নারীদের শিক্ষার ব্যাপারে জোর দেওয়া হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক) র ও রর
৩১. কোন আইনের মাধ্যমে তালাকের বিধান নির্ধারণ করা হয়েছে?
ক) যৌতুক নিরোধ আইন-১৯৮০
খ) নারী নির্যাতন অধ্যাদেশ-১৯৮৩
গ) নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০
ঘ) মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১
উত্তর : ঘ) মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১
৩২. কোনো স্বামী কত বছর যাবৎ স্ত্রীর ভরণপোষণ না দিলে স্ত্রী তালাক নিতে পারবে?
ক) ২ বছর খ) ৩ বছর
গ) ৪ বছর ঘ) ৫ বছর
উত্তর : ক) ২ বছর
৩৩. মুসলিম পারিবারিক আইনের কোন পদক্ষেপ নারীর আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে?
ক) বিবাহ রেজিস্ট্রি
খ) প্রতিনিধিত্বের হারে সম্পত্তির অংশ নির্ধারণ
গ) ইউনিয়ন পরিষদের কর্তৃত্ব প্রতিষ্ঠা
ঘ) দেনমোহর প্রদান
উত্তর : ক) বিবাহ রেজিস্ট্রি
৩৪. মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো পরিবারে দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে দাদার সম্পত্তি থেকে কাদের বঞ্চিত করা যাবে না?
ক) সন্তানদের
খ) কন্যাদের
গ) নাতি-নাতনিদের
ঘ) পুত্রবধূদের
উত্তর : গ) নাতি-নাতনিদের
৩৫. কোন আইনে উত্তরাধিকার সংক্রান্ত ধারা সংযোজিত আছে?
ক) শিশু আইন, ১৯৭৪ খ) মুসলিম পারিবারিক আইন, ১৯৬১
গ) যৌতুক নিরোধ আইন, ১৯৮০
ঘ) নারী নির্যাতন আইন, ১৯৮৩
উত্তর : খ) মুসলিম পারিবারিক আইন, ১৯৬১
৩৬. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ প্রণীত হয়েছে যে কারণে-
র. অবহেলিত নারীদের অধিকার রক্ষায়
রর. নারীদের ক্ষমতায়নের জন্য
ররর. নির্যাতিত নারীদের অধিকার রক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
পরবর্তী অংশ আগামী সংখ্যায়