শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

সামাজিক আইন ও সমাজকর্ম

১. সামাজিক আইনের ইংরেজি প্রতিশব্দ কী?

ক) ঝড়পরধষ জবভড়ৎস

খ) ঝড়পরধষ অপঃরড়হ

গ) ঝড়পরধষ খবমরংষধঃরড়হ

ঘ) ঝড়পরধষ জবংবধৎপয

উত্তর : গ) ঝড়পরধষ খবমরংষধঃরড়হ

২. "আইন বলতে রাষ্ট্র কর্তৃক প্রণীত ও অনুমোদিত সেসব নিয়মকে বোঝায় যা মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণ করে" - উক্তিটি কার?

ক) প্রফেসর হল্যান্ড

খ) উড্রো উইলসন

গ) হেনরি মেইন

ঘ) গ্যানগ্রেইড

উত্তর : ক) প্রফেসর হল্যান্ড

৩. সামাজিক আইন প্রণয়নের কারণ কী?

ক) সমাজের স্বাভাবিক গতিধারা টিকিয়ে রাখা

ক) কল্যাণমূলক প্রকল্প পরিচালনা

গ) অপরাধীদের কঠোর শাস্তির বিধান করা

ঘ) বৈষম্য দূর করা

উত্তর : ক) সমাজের স্বাভাবিক গতিধারা টিকিয়ে রাখা

৪. সামাজিক আইনের অন্যতম বৈশিষ্ট্য হলো-

র. অবহেলিত শ্রেণির স্বার্থ সংরক্ষণ

রর. ন্যায়বিচার প্রতিষ্ঠা

ররর. মানবাধিকার প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৫. কোন আইনটি নারীদের জন্য নিরাপত্তা সেফগার্ড হিসেবে পরিচিত?

ক) শ্রমিক ক্ষতিপূরণ আইন

খ) মুসলিম পারিবারিক আইন

গ) নারী ও শিশু নির্যাতন দমন আইন

ঘ) শিশু আইন

উত্তর : খ) মুসলিম পারিবারিক আইন

৬. আইনজীবী ছাড়া কোন আদালতের বিচারকাজ পরিচালিত হয়?

ক) পারিবারিক আদালত খ) উচ্চ আদালত

গ) কিশোর আদালত ঘ) নিম্ন আদালত

উত্তর : গ) কিশোর আদালত

৭. কিশোর আদালতের লক্ষ্য কোনটি?

ক) বয়স্ক অপরাধীদের সংশোধন করা

খ) কিশোর অপরাধীদের সংশোধন করা

গ) কিশোর অপরাধীদের শাস্তি দেওয়া

ঘ) বয়স্ক অপরাধীদের শাস্তি দেওয়া

উত্তর : খ) কিশোর অপরাধীদের সংশোধন করা

\হ৮. সামাজিক আইন হলো কতকগুলো ্ত

র. বিধিবদ্ধ আচার-ব্যবহার

রর. সুনির্দিষ্ট আচার-ব্যবহার

ররর. সর্বজনীন আচার-ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৯. আইনের যথার্থতা কীসের ওপর নির্ভর করে?

ক) আইন প্রণয়নের ওপর

খ) সুষ্ঠু প্রয়োগের ওপর

গ) আইনের কঠোরতার ওপর

ঘ) আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর

উত্তর : খ) সুষ্ঠু প্রয়োগের ওপর

১০. দৈনন্দিন জীবনের স্বাভাবিক গতিধারাকে অক্ষুণ্ন রাখার জন্য কোন আইন তৈরি করা হয়?

ক) রাজনৈতিক আইন খ) দুর্নীতি দমন আইন

গ) সামাজিক আইন ঘ) অর্থনৈতিক আইন

উত্তর : গ) সামাজিক আইন

১১. মানুষের সামাজিক সম্পর্ক ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে কোনটি?

ক) সামাজিক আইন খ) ফৌজদারি আইন

গ) দেওয়ানি আইন ঘ) আন্তর্জাতিক আইন

উত্তর : ক) সামাজিক আইন

১২. কোন আইন সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করে থাকে?

ক) সরকারি আইন খ) সামাজিক আইন

গ) বেসরকারি আইন ঘ) আন্তর্জাতিক আইন

উত্তর : খ) সামাজিক আইন

১৩. 'ঝড়পরধষ ষবমরংষধঃরড়হ' শব্দের অর্থ-

ক) সামাজিক আইন খ) রাজনৈতিক আইন

গ) ধর্মীয় আইন ঘ) অর্থনৈতিক আইন

উত্তর : ক) সামাজিক আইন

১৪. সামাজিক আইনকে সমাজকল্যাণ আইন বলা হয় কেন?

ক) কঠোর শাস্তির বিধান থাকে বলে

খ) আর্থিক জরিমানা করে বলে

গ) জনস্বার্থসংশ্লিষ্ট কাজ করে বলে

ঘ) সরকারের নির্দেশ মেনে চলে বিধায়

উত্তর : গ) জনস্বার্থসংশ্লিষ্ট কাজ করে বলে

১৫. সমাজের দুর্বল, অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীকে কেন্দ্র করে কোন আইন প্রণীত হয়?

ক) সরকারি আইন খ) বেসরকারি আইন

গ) আন্তর্জাতিক আইন ঘ) সামাজিক আইন

উত্তর : ঘ) সামাজিক আইন

১৬. কোন আইন সমাজে বিদ্যমান মূল্যবোধের পরিবর্তন করে নতুন মূল্যবোধের সৃষ্টি করে?

ক) ফৌজদারি আইন খ) সরকারি আইন

গ) বেসরকারি আইন ঘ) সামাজিক আইন

উত্তর : ঘ) সামাজিক আইন

১৭. সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য কোনটি?

ক) অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা

খ) প্রচলিত সামাজিক কু-প্রথা দূর করা

গ) রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা

ঘ) ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা করা

উত্তর : খ) প্রচলিত সামাজিক কু-প্রথা দূর করা

১৮. কোন আইন সমাজের অসুস্থ, বৃদ্ধ, বেকার প্রভৃতি জনগোষ্ঠীর জন্য নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করে?

ক) ফৌজদারি আইন খ) সরকারি আইন

গ) বেসরকারি আইন ঘ) সামাজিক আইন

উত্তর : ঘ) সামাজিক আইন

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে