কুবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি আগামী ১৬ মে শুরু হয়ে শেষ হবে ১৮ মে। কুবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি রায়হান আহমেদ আবির ১৭ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন। এবার সম্মেলনের কমিটিগুলো হলো- নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ-১, জাতিসংঘ সাধারণ পরিষদ-২, জাতিসংঘ সাধারণ পরিষদ-৪, জাতিসংঘ মানবাধিকার কমিশন, বাংলাদেশ জাতীয় সংসদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন। ছায়া জাতিসংঘ সম্মেলনের মহাসচিব হিসেবে রায়হান আহমেদ আবির, উপ-মহাসচিব মো. নাইমুর রহমান ভূঁইয়া, মহাপরিচালক হিসেবে রিজবান ফাহিম ও মাইনুদ্দিন ভূঁইয়া তানভীর দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী সম্মেলনটিতে আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবেন।